সরকারি কর্মচারী হাসপাতাল থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খল সেবা নিশ্চিত করতে সরকারি কর্মচারীদের (পরিবারের সদস্যসহ) জন্য স্বাস্থ্য কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে- যারা অবসরে গিয়েছেন তারাও এই কার্ড সংগ্রহ করতে পারবেন– সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য কার্ড ২০২৪
সারা দেশের সব হাসপাতালে কি ব্যবহার করা যাবে? না। এই কার্ডটি শুধু ঢাকা ফুলবাড়িয়াতে অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালেই ব্যবহার করা যাবে। দেশের অন্যান্য সদর হসপিটাল বা জেনারেল হাসপাতালগুলোতে সরকারি কর্মচারী চাইলে অন্যান্য জনসাধারণের ন্যায় স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে এক্ষেত্রে কোন কার্ডের প্রয়োজন পড়ে না।
সরকারি স্বাস্থ্য কার্ড গ্রহণের নিয়ম কি? নিজ অফিস থেকে নির্ধারিত ছকে প্রত্যয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে হবে। পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করতে হলে প্রাসঙ্গিক নথিপত্রসহ নির্ধারিত ফরম পূরণ করতে হবে। একই ফর্মে কর্তৃপক্ষ চাইলে একাধিক কর্মচারীর তথ্য প্রত্যয়ন করে দিতে পারেন। অন্যদিকে পারিবারিক তথ্যাদিও কর্মচারী স্বাক্ষরিত হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র বা কাগজপত্র কি লাগে? জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন (বাচ্চাদের ক্ষেত্রেটিকা সনদ)। ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙিন ছবি। মোটকথা যে সকল ব্যক্তির তথ্যাদি আপনি ফর্মে দিবেন তাদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদপত্র যুক্ত করে দিতে হবে। এছাড়া ছবিগুলো অবশ্যই কোন গেজেটেড কর্মকর্তা করতে সত্যায়িত হতে হবে।
শুনলাম সব ধরনের সেবার ক্ষেত্রেই নাকি কোন চার্জ নাই? কিছু ক্ষেত্রে সরকারি হাসপাতালেও কিছু টেস্টের জন্য ফি দিতে হবে
নিবন্ধন সম্পন্ন করতে কি লাগে? প্রথমে সরকারি কর্মচারীর নিবন্ধন হবে। এরপর পরিবারের সদস্যদের নিবন্ধন করা যাবে। পিআরএল ভোগকারীগণের ক্ষেত্রে পিআরএল আদেশের কপি ও এনআইডি জমা দিতে হবে। অবসরপ্রাপ্ত কর্মচারীর ক্ষেত্রে পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) ও এনআইডি জমা দিতে হবে।
Caption: Govt. Hospital
সরকারি কর্মচারী হাসপাতাল পরিচালনা নীতিমালা, ২০১৮ এর ১০। (চ) অনুচ্ছেদে “বিদ্যমান সুবিধার পাশাপাশি নূতনভাবে চালুকৃত ব্যয়বহুল প্যাথলজিক্যাল অথবা রেডিওলজিক্যাল পরীক্ষার জন্য সরকার কর্তৃক নির্ধারিত ব্যবহারকারী (User) ফি প্রযোজ্য হইবে” মর্মে উল্লেখ রয়েছে।
- বিষয়টি সরকারি কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ২৩তম সভায় উপস্থাপিত হলে ব্যববহুল বিবেচনায় MRI, CT Scan এবং Vitamin-D টেস্ট করার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের নিকট হতে সরকার নির্ধারিত ফি গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।
- আগামী 01/01/2025 তারিখ হতে MRI, CT Scan এবং Vitamin-D টেস্ট করার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের নিকট হতে সরকার নির্ধারিত ফি আদায় করা হবে।
কার্ড কি সাথে সাথে দিয়ে দেয়?
না। তবে কার্ড গ্রহণের শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০২৫। এই সময়সীমার পর হাসপাতালের কার্ড বা প্রত্যয়নপত্র ব্যতীত সেবা প্রদান করা হবে না। পরিবারের সদস্য হিসেবে কারা অন্তর্ভুক্ত হবেন? -স্বামী/স্ত্রী -ছেলে/মেয়ে (২৫ বছর বয়স পর্যন্ত বা অবিবাহিত) -পিতা/মাতা -শ্বশুর/শাশুড়ি -শারীরিক/মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন নির্ভরশীল ভাই/বোন কে অন্তর্ভূক্ত করা যাবে।
দ্বিতীয় তলায় গিয়ে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় | তৃতীয় তলায় গিয়ে ডাক্তার প্রদত্ত টেস্ট করাতে হয় বিনামূল্যে | ষষ্ঠ তলায় গিয়ে আপনাকে ডেস পাচ কক্ষে ফরম জমা দিতে হবে |
তৃতীয় তলায় শিশু বিভাগের পাশেই ক্যান্টিন রয়েছে | অতিরিক্ত কোন খরচ করতে হয় না | আপনি চাইলে বেসিক টেস্ট বেসরকারিভাবে ৬৩০ টাকা দিয়ে করাতে পারেন |
বেসরকারি লোকও টাকা দিয়ে চিকিৎসা নিতে পারে | দুপুরে একটা পর্যন্ত টিকিট দেওয়া হয় | দুপুর একটার পর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় |