পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

শতভাগ পেনশন সমর্পণকারী গেজেট ২০১৮ । ১৫ বছর পূর্তিতে পেনশন পুনঃস্থাপন নীতিমালা

শতভাগ পেনশন সমর্পণকারী অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীগণের অবসর গ্রহণের তারিখ হতে ১৫ বছর সময় অতিক্রান্তের পর তাদের পেনশন পুন:স্থাপন করা হবে।

কর্মচারীর এলপিসি/ পিআরএল যে তারিখে শেষ হয়েছে তার পরদিন হতে উক্ত ১৫ বছর সময় গণনা করা হবে। আর যিনি এলপিআর/পিআরএল ভোগ করেননি তার ক্ষেত্রে অবসর গ্রহণের তারিখ উক্ত ১৫ বছর সময় গণনাযোগ্য হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-১ অধিশাখা

নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০১৩.১৪-১১৮; তারিখ: ০৮ অক্টোবর ২০১৮

প্রজ্ঞাপন

সরকার শতভাগ পেনশন সমর্পণকারী প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করণার্থে তাদের মাসিক পেনশন পুন:স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে যা নিম্নরূপ বিধানাবলী সাপেক্ষে কার্যকর হবে:

ক) শতভাগ পেনশন সমর্পণকারী অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীগণের অবসর গ্রহণের তারিখ হতে ১৫ বছর সময় অতিক্রান্তের পর তাদের পেনশন পুন:স্থাপন করা হবে। কর্মচারীর এলপিসি/ পিআরএল যে তারিখে শেষ হয়েছে তার পরদিন হতে উক্ত ১৫ বছর সময় গণনা করা হবে। আর যিনি এলপিআর/পিআরএল ভোগ করেননি তার ক্ষেত্রে অবসর গ্রহণের তারিখ উক্ত ১৫ বছর সময় গণনাযোগ্য হবে;

খ) যে পদ্ধতি ও নিয়মে নিয়মিত পেনশনারগণের মাসিক পেনশন নির্ধারিত হয় অনুরূপ পদ্ধতি ও নিয়মে শতভাগ পেনশনসমর্পণকারী অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীগণের মাসিক পেনশন নির্ধারিত হবে;

উদাহরণ; ধরা যাক সংশ্লিষ্ট কর্মচারীর এলপিআর শেষ হয়েছে ২০০২ সালের ৩০ শে জুন। তাঁর অবসরের পর হতে ১৫ বছর সময় অতিক্রান্ত হয়েছে ২০১৭ সালের ১ লা জুলাই। উক্ত কর্মচারী যদি ১ নং গ্রেডভুক্ত হন তাহলে জাতীয় বেতনস্কেল, ১৯৯৭ অনুযায়ী তাঁর বেতন ১৫,০০০ টাকা (নির্ধারিত) হওয়ায় তাঁর মাসিক নীট পেনমনের পরিমাণ হবে (১৫০০০*৮০%)/২ = ৬০০০ টাকা। জাতীয় বেতন স্কেল ২০০৫ অনুযায়ী মাসিক ১০০১ টাকা হতে অনুর্ধ্ব পরিমাণ নীট পেনশন গ্রহণকারীর মাসিক পেনশন ২৫% হারে বৃদ্ধি হওয়ায় তাঁর মাসিক নীট পেনশন হবে ৬০০০+(৬০০০*২৫%) = ৭৫০০ টাকা। আবার জাতীয় বেতন স্কেল , ২০০৯ অনুযায়ী ৬৫ বছর উর্ধ্ব বয়সের পেনশনভোগীর নীট পেনশনের পরিমাণ ৫০% বৃদ্ধি হওয়ায় তার মাসিক নীট পেনশন হবে ৭৫০০+(৭৫০০*৫০%) = ১১২৫০ টাকা। জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ৬৫ বছর উর্ধ্ব বয়সের অবসরভোগীর নীট পেনশনের পরিমাণ ৫০% বৃদ্ধি হওয়ায় ০১-০৭-২০১৭ তারিখে তার মাসিক পেনশন হবে ১১২৫০+(১১২৫০*৫০%) = ১৬৮৭৫ টাকা। সুতরাং ২০০২ সালের ৩০ শে জুন বা তার পূর্বে এলপিআর শেষ হয়েছে ১ নং গ্রেডের এমন শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারীর ০১-০৭-২০১৭ তারিখে মাসিক নীট পেনশন হবে ১৬৮৭৫ টাকা।

গ) নিয়মিত পেনশনারগণের ন্যায় শতভাগ পেনশন সমর্পণকারী অবসরভোগীগণের ন্যূনতম মাসিক পেনশন হবে ৩০০০ টাকা।

ঘ) শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর ০১-০৭-২০১৭ তারিখে বা তার পরবর্তী সময়ে (প্রযোজ্য ক্ষেত্রে) যে পেনশন নির্ধারিত হবে তার উপর প্রতিবছর ১ জুলাই তারিখে ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদেয় হবে।

উদাহরণ: উপরের উদাহরণের ১ নং গ্রেডের কর্মচারী ০১-০৭-২০১৭ তারিখে মাসিক নীট পেনশনের পরিমাণ ১৬,৮৭৫ টাকা। ১ জুলাই তারিখে ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদেয় হওয়ায় ০১-০৭-২০১৮ তারিখে তারঁর মাসিক নীট পেনশন হবে ১৬৮৭৫+(১৬৮৭৫*৫%) = ১৭৭১৮.৭৫ টাকা।

২। পেনশন পুন:স্থাপনের উক্ত সুবিধা ০১-০৭-২০১৭ তারিখ থেকে কার্যকর হবে। তবে ০১-০৭-২০১৭ তারিখের পূর্বের কোন আর্থিক সুবিধা প্রদেয় হবে না।

রাষ্ট্রপতির আদেশ ক্রমে

(মো: শাহজাহান)

অতিরিক্ত সচিব

ফোন ৯৫৭৩৭৭০

১৫ বছর পূর্তিতে পেনশন পুনঃস্থাপন

 

শতভাগ পেনশন সমর্পণকারী গেজেট ২০১৮ : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

10 thoughts on “শতভাগ পেনশন সমর্পণকারী গেজেট ২০১৮ । ১৫ বছর পূর্তিতে পেনশন পুনঃস্থাপন নীতিমালা

  • যারা মারা গেছে তাদের 15 বছর পূর্ণ হয়ে গেছে। তাদের বিধবা স্ত্রিরা কি পেনশন পাবে নাকি পাবে না। এটা কি সরকারের এটা কি সরকারের সহজীকরণ নাকি শুভঙ্করের ফাঁকি ? স্বামী মরলে স্ত্রী আরো অসহায় হয়ে কি পড়ে না?

  • পাবেন না। স্বামী জীবিত থাকাকালে পেনশন পুন:স্থাপন করে গেলে স্ত্রী পাবেন। কিন্তু পেনশন পুন:স্থাপন করার পূর্বেই যদি স্বামী মারা গিয়ে থাকেন তবে তার পেনশন পুনস্থাপন হবে না। এখনও এ বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।

  • Pension punosthapon hobar age Amar husband stroke kore mara jan and amar santander nea ami beche asi. Ami sadhu medical vatar jonno monthly 1500 taka and utsob vata pai. Samanno taka dea key medical vata hoy. Amar jonno jodi pension punosthapon hot tahole beche jetam. Etuku key amader moto bedhoba wifeder jonno kora jaina.

  • সরকার অথবা অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে রাখুন একদিন ঠিকই হবে।

  • প্রধান মন্ত্রীর কাছে বিনীত আবেদন যে,,পেনশনারের বিধবা স্ত্রী দেরকে যেন সমান ভাবে,,পেনশন ও পেনশন প্রতিস্থাপন করা হয়

  • অনুগ্রহ করে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে রাখুন। সুরাহা একটা হবেই।

  • My husband died 13.1.2018.that time his age:75 up . My husband received his full pension when he retayard.but he didn’t taken his medical taka that time.he received medical money every month and bangla new year,2 Eid bonus he received every year from his retayadment time.but government announcement that if any government service holder passed 15 years from his retayadment then he will get his selary.goverment announcement this rules august 2018 and decided that rules Start from 1 July,2017.now can I get my husband pension as his wife and nomini?

  • আপনার স্বামী পুন:স্থাপিত পেনশন একমাসও পেয়ে থাকলেই কেবল আমি পূর্ণ হারে পেনশন পাবেন। অন্যথায় শুধু মেডিকেল এবং উৎসব ভাতা।

  • শতভাগ পেনশন সমর্পনকারী মৃত ব্যক্তিদের পরিবারের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন একটি গ্রুপ খোলা হয়েছে। ভুক্তভোগীরা গ্রুপে এড হতে পারেন। গ্রুপ লিংক নিচে কমেন্টে দেওয়া হলো। সকলকে অগ্রিম ধন্যবাদ। নতুন কোন তথ্য থাকলে এখানে শেয়ার করুন।

  • শতভাগ পেনশন সমর্পনকারী মৃত ব্যক্তিদের পরিবারের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন একটি গ্রুপ খোলা হয়েছে। ভুক্তভোগীরা গ্রুপে এড হতে পারেন। গ্রুপ লিংক নিচে কমেন্টে দেওয়া হলো। সকলকে অগ্রিম ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *