কোন কর্মচারীকে আইবাস++ এ রেজিস্ট্রেশন করিয়ে ব্যাংক তথ্য এন্ট্রি করতে হবে – ibas++ Stock take of Bank Account
এখন ডিডিও কি করবেন? Stock take of Bank Account এন্ট্রি iBAS ++ এন্ট্রি ছাড়া এ মাসের বেতন বিল ফরওয়ার্ড করার সুযোগ নাই। এজন্য সম্মানিত ডিডিও গণকে বেতন বিল ফরওয়ার্ড করার পূর্বে Stock Take of Bank Entry করতে হবে।
Stock take of Bank Account Entry করার প্রক্রিয়া কি? প্রথম ডাটা এন্ট্রি ইউজার রেজিষ্ট্রেশন করতে হবে। ১৬ গ্রেড হতে উর্ধ্ধতন গ্রেডের যে কোন কর্মচারীকে আইবাস++ লগইন করার পর ইউজার রেজিষ্ট্রেশন ক্লিক করে এনআইডি নম্বর দিয়ে GO ক্লিক করতে হবে। সংশ্লিষ্ট ইউজারে ওটিপি যাবে এবং ওটিপি নম্বর লিখে ওকে করার পর স্কীনে একটি ইউজার রেজিষ্ট্রেশন স্বয়ংক্রিয় ভাবে প্রদর্শিত হবে। এন্ট্রি ইউজার সিলেক্ট করে ও ক্যাপচা দিয়ে আপলোড অপশনে এন্ট্রি ইউজারের আদেশ আপলোড করতে হবে। ওকে করার পর সংশ্লিষ্ট ডিডিওর কাছে যাবে। ডিডিওর আইডিতে প্রবেশের সময় সিকিউরিটি হতে এন্ট্রি ইউজার অনুমোদন করলে এন্ট্রি ইউজার রেজিষ্ট্রেশন হবে।
ইউজার রেজিস্ট্রশনের পর কি করতে হবে? এন্ট্রি ইউজার রেজিষ্ট্রেশন করে আইডি ও পাসওয়ার্ড প্রাপ্তির পর নিম্নোক্ত প্রক্রিয়ায় ব্যাংক তথ্য সিষ্টেমে অন্তর্ভুক্ত করতে হবে। প্রথমে Budget Execution এ ক্লিক করে Master Data( Bank Account) অপশনে যেতে হবে এবং Budgetary Central Goverment এ গিয়ে Stocktaking of Bank Account Entry তে ক্লিক করতে হবে এবং ব্যাংক তথ্য এন্ট্রি করতে হবে। ব্যাস কাজ শেষ।
আইবাস++ ব্যাংক তথ্য এন্ট্রির নিয়ম / যে কাজ করার পর ডিডিও বিল দাখিল করতে পারবেন
ভিডিও দেখে নিন লিংকঃ youtube.com/watch?v=xp-FwnwK54M অথবা ইউটিউবে Stocktaking of Bank Account User Registration লিখে সার্চ দিন। তারপর ডিডিও আইডিতে Entry User এর আইডি খোলার রিকুয়েষ্ট টি যাবে। তিনি নিচের ভিডিও অনুসরণ করে সেই রিকুয়েস্টকে ফরোয়ার্ড করে দিবেন। youtube.com/watch?v=7Pi_uX_Fc-g অথবা ইউটিউবে Stocktaking of Bank Account DDO Registration Approval লিখে সার্চ দিন।
Caption: ব্যাংক তথ্য এন্ট্রি ২০২৩
ibas++ Bank information Entry system । যেভাবে ব্যাংক তথ্য এন্ট্রি দিবেন
- প্রথমে Budget Execution এ ক্লিক করে
- Master Data( Bank Account) অপশনে যেতে হবে এবং
- Budgetary Central Goverment এ গিয়ে
- Stocktaking of Bank Account Entry তে ক্লিক করতে হবে এবং ব্যাংক তথ্য এন্ট্রি করতে হবে।
- ব্যাস কাজ শেষ।
ইহা কি অফিসিয়াল পদ্ধতি?
না। Stocktaking of Bank Account Information ইহা কোন অফিশিয়াল প্রেজেন্টেশন নয়। Stocktaking of Bank Account বিষয়টি নতুন হওয়ায় তা” উপজেলাধীন সরকারি অফিসসমূহের নিকটে সহজবোধ্য ভাষায় বোঝানোর নিমিত্তে লিখা হয়েছে। মনোযোগের সাথে পাঠ করার জন্য আপনাকে ধন্যবাদ। মো: শামীম আলী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, উপজেলা হিসাবরক্ষণ অফিস, বিরল, দিনাজপুর।
DDO Pay Bill Submission Problem । ব্যাংক হিসাব এন্ট্রি ছাড়া ডিডিও বিল দাখিল করা যাচ্ছে না, করণীয় কি?