আয়কর সংক্রান্ত যাবতীয় তথ্য আয়কর পরিপত্রে পাওয়া যাবে- কিভাবে আয়কর নির্ধারণ করবেন। কিভাবে আয়কর করদায় নির্ধারণ করবেন-আয়কর পরিপত্র ২০২৪-২০২৫
কর দিবস কবে?– বিধানগুলো পরবর্তী করবর্ষ হতে প্রযোজ্য হবে। একইভাবে উৎসে করের পরিপালন সংক্রান্ত কোন বিধানের লঙ্ঘনে অংশ-৭ অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ বা জরিমানা আরোপের বিধান ১ জুলাই তারিখ হতেই কার্যকর হবে।আয়কর আইন, ২০২৩ এর ধারা ২(২৩) অনুযায়ী “করদিবস” অর্থ- কোম্পানি ব্যতীত কোনো করদাতার ক্ষেত্রে, আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের ৩০ (ত্রিশ) তম দিন; (অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তিসংঘ, হিন্দু অবিভক্ত পরিবার, ট্রাস্ট ও তহবিলের জন্য কর দিবস হচ্ছে ৩০ নভেম্বর)।
পূর্বে কোনদিন রিটার্ণ দাখিল করেন নাই তার করবর্ষ কবে? কোম্পানির ক্ষেত্রে, আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের ১৫ (পনেরো) তম দিন অথবা যেইক্ষেত্রে উক্ত পনেরোতম দিন সেপ্টেম্বর মাসের ১৫ (পনেরো) তম দিনের পূর্বের তারিখে পড়ে, সেইক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসের পনেরোতম দিন। পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেন নাই এইরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয়বর্ষ শেষ হইবার পরবর্তী ৩০ জুন তারিখ। বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে, তার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে ৯০ (নব্বই) তম দিন, যদি উক্তরূপ ব্যক্তি- উচ্চ শিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য প্রেষণে বা লিয়েনে নিযুক্ত হইয়া বাংলাদেশের বাহিরে অবস্থান করেন।
করদাতার কি আলাদা মর্যাদা রয়েছে? অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা এবং পারমিটধারী হয়ে বাংলাদেশের বাহিরে অবস্থান করেন। যদি উপ-দফা (ক) ও (খ)তে উল্লিখিত দিন সরকারি ছুটির দিন হয়, তাহা হইলে উক্ত দিনের অব্যবহিত পরবর্তী কর্মদিবস। বিদেশে অবস্থানরত অর্থ উপার্জনকারী কোনো ব্যক্তির জন্য, যিনি বৈধ ভিসা ও পারমিটধারী, বাংলাদেশে আগমনের দিন হতে ৯০তম দিন করদিবস হিসেবে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি ছুটিতে বা স্বল্পকিছু দিনের জন্য বাংলাদেশে আগমন করেন তার ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ বাংলাদেশে যেকোনো মূহুর্তেই বা যে কয়দিনের জন্যই প্রত্যাবর্তন করুন না কেন বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হতে ৯০তম দিনই করদিবস হিসেবে পরিগণিত হবে। আয়কর আইনের প্রয়োগ, করহার নির্ধারণ, পরিপালন সংক্রান্ত বিধি-বিধানের যথাযথ প্রয়োগ, লভ্যাংশ হতে কর আহরণ, নিরীক্ষিত হিসাব বিবরণী দাখিলসহ নানাবিধ প্রয়োগের জন্য “ব্যক্তি” মর্যাদা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়কর পরিপত্র ২০২৪-২০২৫ pdf download । বিডি ২০২৪-২৫ ট্যাক্স স্ল্যাব কত?
আয়কর পরিপত্র-২০২৪-২০২৫: ডাউনলোড
আয়কর পরিপত্র ২০২৪-২০২৫ । ব্যক্তি আয়কর সূচীপত্র দেখুন
- আয়কর আইন, ২০২৩, অর্থ আইন, ২০২৩, উৎসে কর বিধিমালা, ২০২৩ এবং বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে আয়করের ক্ষেত্রে আনীত পরিবর্তন সম্পর্কিত স্পষ্টিকরণ।
- ২০২৩-২০২৪ করবর্ষের জন্য প্রযোজ্য আয়করের হার
- স্বাভাবিক ব্যক্তি করদাতা, হিন্দু অবিভক্ত পরিবার ও ফার্মের করহার
- কোম্পানী ব্যতীত নির্দিষ্ট শ্রেণির করদাতাদের করহার
- কোম্পানির করহার
- রপ্তানি আয়ের জন্য হ্রাসকৃত করহার
- সুতা উৎপাদন, ডায়িং, ফিনিসিং ইত্যাদি হতে আয়ের জন্য হ্রাসকৃত করহার
- হাঁস-মুরগীর খামার, হাঁস-মুরগী, চিংড়ি ও মাছের হ্যাচারী (hatchery) এবং
- মৎস্য চাষ হতে আয়ের জন্য হ্রাসকৃত করহার
- সারচার্জ
- পরিবেশ সারচার্জ
- পরিবেশ সারচার্জ পরিশোধের শর্তাবলি
- আয়কর আইনের প্রয়োগ সংক্রান্ত সাধারণ স্পষ্টিকরণ
- আয়কর আইন, ২০২৩ এ প্রদত্ত কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা
- আয়কর আইন, ২০২৩ এর অধীন আয়ের খাত ও মোট আয় পরিগণনা
- চাকরি হইতে আয়
- পারকুইজিট, ভাতা ও সুবিধাদির আর্থিক মূল্য নির্ধারণ
- কর্মচারী শেয়ার স্কিম হতে অর্জিত আয়
- ভাড়া হইতে আয়
- কৃষি হইতে আয়
- ব্যবসা হইতে আয়
- মূলধনি আয়
- আর্থিক পরিসম্পদ হইতে আয়
- অন্যান্য উৎস হইতে আয়
- সহযোগী সত্তার সহিত লেনদেন
- কর পরিশোধ
- উৎসে কর কর্তন ও সংগ্রহ
- আয় কর পরিপত্র
- নির্দিষ্ট ব্যক্তি যেভাবে চেনা যাবে
- রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ পরিশোধ গ্রহণের ব্যর্থতায় উৎসে করহার নির্ধারণ
- কর ব্যতীত পরিশোধ এর ক্ষেত্রে গ্রস-আপ পূর্বক কর কর্তন বা সংগ্রহ
- উৎসে কর কর্তন বা সংগ্রহের নিমিত্ত বিভিন্ন হার সংক্রান্ত সারণী
- শেয়ার হস্তান্তর হইতে কর সংগ্রহ
- ন্যূনতম কর
- রিটার্ন দাখিল
- করদাতার নিবন্ধন ও নিবন্ধন বাতিল
- রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা
- PSR সংক্রান্ত প্রণিধানযোগ্য বিধানবলি
- রিটার্ন দখিলে প্রমান প্রদর্শন
বাংলাদেশে আয়কর সারচার্জ কি?
সারচার্জের সীমা বর্তমান ৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছিল কিন্তু সে প্রস্তাব গৃহীত হয়নি পূর্বের অর্থ বছরের ৩.৫ লক্ষ টাকাই করযোগ্য আয়সীমা রাখা হয়েছে। প্রস্তাবিত ফাইন্যান্স বিল-২০২৩ অনুযায়ী, একজন ব্যক্তির মোট সম্পদ ৪০ মিলিয়ন টাকার বেশি হলে ন্যূনতম সারচার্জের হার হবে ১০ শতাংশ এবং ১.০ বিলিয়ন টাকার বেশি নিট সম্পদের জন্য ৩৫ শতাংশ। সারচার্জ মানে অতিরিক্ত চার্জ বলা যায় যে, চার্জের উপর চার্জ।
আয়কর পরিপত্র-২০২৪-২০২৫: ডাউনলোড