সরকারি চাকরিজীবীদের বার্ষিক বেতন বৃদ্ধি হয় প্রতি বছর জুলাই মাসের ১ তারিখে অর্থাৎ প্রতি বছর জুলাই মাসে তাদের বার্ষিক ইনক্রিমেন্ট হয়-মূল্যস্ফীতি সমন্বয়ে অসম-বেতন বৃদ্ধি ২০২৫
বার্ষিক বেতন বৃদ্ধিতে সরকারি কর্মচারীগণ তাদের মূল বেতনের ৫% বর্ধিত বেতন বা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। প্রতি বছর অর্থাৎ ১২ মাসে মূল্যস্ফীতি ৫% এর বেশি হয়। তো যদিও বার্ষিক বেতন বৃদ্ধি মূল্য স্ফিতির উপর ভিত্তি করে দেওয়া হবে কিন্তু অদ্যবধি গত ৫ বছরেও এমনটি হয়নি।
বেতন বৃদ্ধিতে কোন গ্রেডের সরকারী কর্মচারী বেশি লাভবান হয়? সরকারি কর্মচারীদের দুই ভাবে বিভক্ত করা যায়, যেমন ১-১০ গ্রেড সরকারী কর্মকর্তা, ১১-২০ গ্রেডের তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী। এখানে ১-১০ গ্রেডের কর্মকর্তাদের প্রতিটি গ্রেডের ব্যবধান গড়ে ২০% অন্য দিকে ১১-২০ গ্রেডের কর্মচারীদের গ্রেড ব্যবধান গড়ে ২ বা ২.৫%। বার্ষিক বেতন বৃদ্ধিতে সবথেকে বেশি লাভবান হন ১-১০ গ্রেডের সরকারি কর্মকর্তাগণ। আসুন আমরা সর্বনিম্ন গ্রেডের শেষের দিক থেকে তৃতীয় গ্রেড এবং সর্বোচ্চ গ্রেডের প্রথম দিকে থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীর মূল বেতন অনুসারে বার্ষিক বেতন বৃদ্ধি দেখে নিই।
৩য় গ্রেডের কর্মকর্তার কত বাড়ে? জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রকৌশল বা সচিব তৃতীয় গ্রেডের হয়ে থাকেন। গ্রেড-৩> ৫৬৬০০ -৫৮৭৬০- ৬১১২০- ৬৩৫৭০- ৬৬১২০- ৬৮৭৭০- ৭১৫৩০- ৭৪৪০০ ধাপে যদি আমরা ধরে নিই যে, কোন প্রকৌশলীর মূল বেতন ৬৮,৭৭০ টাকা। তবে এ বছর অর্থাৎ ১ জুলাই তারিখে তার মূল বেতন হবে ৭১,৫৩০ টাকা। এদিক থেকে হিসাব করলে ৬৮,৭৭০*৪% = ২৭৫০ অর্থাৎ ৬৮,৭৭০-৭১,৫৩০ = ২,৭৬০ টাকা বেতন বৃদ্ধি পেয়েছে।
১৭ গ্রেডের কর্মচারীর কত বাড়ে? জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে একজন নিম্ন পদস্থ কর্মচারীর বা একজন নিরাপত্তা প্রহরী বা অফিস সহায়ক ১৭ গ্রেডের হয়ে থাকেন। গ্রেড-১৭> ৯০০০- ৯৪৫০- ৯৯৩০- ১০৪৩০- ১০৯৬০- ১১৫১০- ১২০৯০- ১২৭০০ -১৩৩৪০- ১৪০১০- ১৪৭২০- ১৫৪৬০- ১৬২৪০- ১৭০৬০ -১৭৯২০- ১৮৮২০- ১৯৭৭০- ২০৭৬০- ২১৮০০ ধাপে যদি আমরা ধরে নিই যে, কোন অফিস সহায়কের মূল বেতন ১০,৯৬০ টাকা। তবে এ বছর অর্থাৎ ১ জুলাই তারিখে তার মূল বেতন হবে ১১,৫১০ টাকা। এদিক থেকে হিসাব করলে ১১,৫১০*৫% = ৫৭৫.৫০ অর্থাৎ ১১,৫১০-১০,৯৬০ = ৫৫০ টাকা বেতন বৃদ্ধি পেয়েছে।
কর্মকর্তা ও কর্মচারীদের সর্বনিম্ন ৯ম গ্রেড এবং ২০ তম সর্বনিম্ন গ্রেডের বেতনবৃদ্ধি
ষষ্ঠ গ্রেডের কর্মকর্তার বেতন বৃদ্ধি ৪৯০৯০ -৫১৩০০ = ২০২১০
৯ম গ্রেডে একজন কর্মকর্তা যোগদান করার পর প্রথম বছরই তার মূল বেতন ২২০০০ থেকে ২৩১০০ টাকা অর্থাৎ ১১০০ টাকা বেতন বৃদ্ধি পায়। ৯ম গ্রেডে: ২২০০০- ২৩১০০- ২৪২৬০- ২৫৪৮০- ২৬৭৬০- ২৮১০০- ২৯৫১০- ৩০৯৯০- ৩২৫৪০- ৩৪১৭০- ৩৫৮৮০- ৩৭৬৮০- ৩৯৫৭০- ৪১৫৫০- ৪১৫৫০- ৪৩৬৩০- ৪৫৮২০- ৪৮১২০- ৫০৫৩০- ৫৩০৬০ । অন্য দিকে ২০ তম গ্রেডে একজন কর্মচারী ৮২৫০ টাকা মূল বেতন জুলাই মাসে বৃদ্ধি পেয়ে ৮৬৭০ টাকা ৪২০ টাকা বেতন বৃদ্ধি পায়। গ্রেড-২০> ৮২৫০- ৮৬৭০- ৯১১০- ৯৫৭০- ১০০৫০- ১০৫৬০- ১১০৯০ -১১৬৫০- ১২২৪০- ১২৮৬০ -১৩৫১০ -১৪১৯০- ১৪৯০০- ১৫৬৫০- ১৬৪৪০- ১৭২৭০ -১৮১৪০ -১৯০৫০ -২০০১০ । ৫% বেতন বৃদ্ধিতে একজন কর্মচারী ৪২০ টাকা মূল বেতন বৃদ্ধিতে কিভাবে এক বছরের মূল্যস্ফিতির সাথে প্রতিযোগিতা করবে? বার্ষিক বেতন বৃদ্ধিতে সনাতন পদ্ধতি পরিহার করে অন্যকোন পদ্ধতি অবলম্বন করা উচিৎ।
মোট গ্রেডের বেতন যোগ করে ৫% ইনক্রিমেন্ট হিসাব করলে বেতন বৃদ্ধির পার্থক্যটা বুঝেছেন কি?
কর্মকর্তাদের ১-১০ গ্রেডের প্রথম ধাপের মূল বেতন গুলো যোগ করলে 78000 +66000 +56600 +50000 +43000 +35500 +29000+ 23000+ 22000+ 16000 = ৪,১৯,১০০ টাকা দাঁড়ায়। যদি গড়ে ৫% ইনক্রিমেন্ট হিসাব করি তাহলে ২০৯৫৫ টাকা বার্ষিক বেতন বৃদ্ধি হয়। অন্য দিকে ১১-২০ গ্রেডের কর্মচারীদের প্রথম ধাপগুলো যোগ করলে 12500+11300+11000+10200+9700+9300+9000+8800+8500+8250 = ৯৮,৫৫০ টাকা দাড়ায়। যদি ৫% বেতন বৃদ্ধি হিসাব করি তবে ৪৯২৭ টাকা বেতন বৃদ্ধি হয়। তাহলে কর্মকর্তা ও কর্মচারীর মোট বেতন বৃদ্ধি পার্থক দাড়ায় ২০৯৫৫-৪৯২৭ = ১৬,০২৭ টাকা মাত্র। অনুপাত হিসাব করলে ২০৯৫৫:৪৯২৭ অর্থাৎ ৪.২৫ গুন।
কর্মকর্তাদের বেতন বৃদ্ধি কর্মচারীদের ৫ গুন? উপরের পার্থক্য খেয়াল করলে দেখা যায় যে, একজন কর্মচারী ও একজন কর্মকর্তার বেতনের বৃদ্ধি ৫ গুন ব্যবধান রয়েছে। একজন কর্মকর্তা যে পরিমাণ বার্ষিক বেতন বৃদ্ধি পায় তা দিয়ে বর্তমান মূল্য স্ফিতির সাথে খাপ খাইয়ে চলা গেলেও একজন কর্মচারীর পক্ষে মাত্র ৫০০ টাকা বার্ষিক বেতন বৃদ্ধি দিয়ে কোন ভাবে ৫% এর বেশি মূল্য স্ফিতির সাথে সমন্বয় করা সংসার চালানো সম্ভব হয় না।
গত বছর মূল্য স্ফিতি ছিল ৫.৬৯ । যদি আমরা গত পাঁচ বছরের মূল্য স্ফিতি গড়ে ৫.৫% ধরি তবে ৫ বছরে মোট মূল্য স্ফিতি দাড়াবে ৫.৫*৫ = ২৭.৫% অন্য দিকে কর্মচারীদের বেতন বৃদ্ধি পেয়েছে ২৫% । এদিক থেকে ২.৫% ঘাটতি রয়েছে।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার কত? চলতি ডিসেম্বর থেকে ৯ শতাংশ হারে মজুরি বাড়বে, যা জানুয়ারি মাসে পাবেন শ্রমিকরা। পোশাক শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে শ্রম মন্ত্রণালয়ে এক বৈঠকে। গত কয়েক বছর ধরে এই মূল্যস্ফীতি সাত থেকে ১০% এর মধ্যে থাকছে। গত দুই বছরের মূল্য স্থিতি দেখলে আমরা দেখব যে সেটি ১০ থেকে ১৫% থাকছে। শুধুমাত্র খাদ্যদ্রব্যে মূল্যস্ফীতি মূল্যস্ফীতি গত দুই বছরে ২০ থেকে ২৫% ছাড়িয়ে গেছে বলা যেতে পারে। সেখানে বেতন বৃদ্ধি ও মজুরি বৃদ্ধির হার এখনো ফাইভ পার্সেন্ট এর মধ্যে থাকে কিভাবে সেটি সরকার ও ব্যবসায়ীদের ভেবে দেখা উচিত।
শুধু পে স্কল নিয়ে লিখছেন।
বয়োবৃদধ পেনসনারদের কথা বিবেচনায় আনুন। ২০১৪ পে স্কেলের পূর্বে অবসরগ্রহণ কৃত প্রথম শ্রেণীর যে কর্মকর্তা এখন পেনসন পান তা বর্তমানে অবসরগ্রহণ কৃত ৪র্থ শ্রণীর কর্মচারীর পেনসনের সমান বা কিছু কম বা কিছ্ বেশি।
পেনসন বৈসম্য দূরীকরনে ব্বস্থা নিন
এইচটি ইমাম সাহেব এলপিআর কে পিএলআর করে কিছু ক্রমকরতাক আ্র্থিক কষতিগ্রসথ করেছেন। তিনি বা তারা ভেবেছিলেন ঐ সময় বিএনপি ব্যাচ ছিল। তারাব২বছর বাড়তি চাকুরী পান নাই।
পেনসনারদের অধিকাংশ বয়োবৃদ্ধ। সিনিয়র সিটিজেন।
সিটিজেন ভাতা তো পানই না মাসে চিকিতসা ভাতা পান ২৫০০টাকা। এ টাকায় একসপ্তাহের ঔষধ পাওয়া যায় না।
পেনসনারদের জন্য কিছু করুন। প্রয়োজনে উপদেস্টা মহোদয় আলী ইমাম মজ্রুমদার এর পরামর্শ নিন। এ ব্যাপরে উনি দক্ষ এবং সব জানেন।
১ম শ্রেণীর কর্মকর্তা এখন কত পেনশন পান এবং এ বিষয়ে আরও কিছু তুলনামূলক তথ্য দিন। আপনার কিছু কথা তুলে ধরা হবে।
বেতন বৈষম্য ঠিক করা সময়ের দাবি
কমর্চারীদের বেতন বাড়ার দরকার নাই, কারণ তাদের বৌ বাচ্চা নাই
রাগ করিয়েন না ভাই। এ সরকার একটা ব্যবস্থা করবে নিশ্চয়।