কারা অধিদপ্তরের রেশন সুবিধা ২০২৫ । জেলখানার কর্মকর্তা ও কর্মচারীদের কি পরিমাণ রেশন সুবিধা দেয়া হয়?
সরকারের কারা অধিদপ্তরের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সিভিল কর্মচারীর মৌলিক রেশন সুবিধা প্রবর্তন এবং কারারক্ষীদের পারিবারিক মৌলিক রেশন ৬০% হতে ১০০% বৃদ্ধিতে নিম্নবর্ণিত প্রাধিকার, রেশন আইটেম ও স্কেল এবং পরিবার প্রতি প্রাপ্যতার বিষয়ে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে-কারা অধিদপ্তরের রেশন সুবিধা ২০২৫
জেল বন্ধীদের রেশন খাদ্য? হ্যাঁ। কারা অধিদপ্তর বন্দি ও কর্মকর্তাদের জন্য রেশন সামগ্রী প্রদান করে। কারাগারে রেশন সামগ্রী কারা বাজেট থেকে দরপত্রের মাধ্যমে কেনা হয়। রেশন সামগ্রীর মধ্যে সকালের নাস্তায় গুড় ও রুটি এবং দুপুর ও রাতের খাবারে ভাতের সাথে মাংস বা মাছ, সবজি বা ডাল। অপেক্ষাকৃত মর্যাদা সম্পন্ন অর্থাৎ ১ম ও ২য় শ্রেণির বন্দীরা সাধারণ শ্রেণির বন্দী হতে মানসম্পন্ন খাবার পেয়ে থাকে।
কারাগারে রেশন সামগ্রী কীভাবে কেনা হয়? হ্যাঁ। প্রতি অর্থ বছরে কারাগারসমূহের জন্য কারা বাজেট হতে দরপত্রের মাধ্যমে পণ্য ও সেবা ক্রয় করা হয়। এসব পণ্য ও সেবার মধ্যে রয়েছে- বন্দি ও স্টাফদের জন্য রেশন সামগ্রী। কারা অধিদপ্তরের কাজ হচ্ছে বাংলাদেশের কারাগার নিরাপত্তা ও পরিচালনা এবং বন্দিদের হেফাজত, তত্ত্বাবধান, নিরাপত্তা এবং নিয়ন্ত্রণে রাখা। বন্দিদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা।
কারা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মৌলিক রেশন সুবিধা ২০২৫ । পারিবারিক মৌলিক রেশন সুবিধাও কার্যকর রয়েছে

৪ সদস্য মাসিক স্কেল কেজি/লিটার
- চাল-৩৫ কেজি
- গম/আটা-৩০ কেজি
- ভোজ্য তৈল ৮ লিটার
- চিনি-৫ কেজি
- ডাল-৮ কেজি
প্রত্যেক পরিবারের রেশন প্রাপ্ত সদস্য সংখ্যা কর্মকর্তা/কর্মচারীসহ ৪ জনের অধিক হবে না।
- ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের বেতন স্কেল প্রস্তাবনা ২০২৫ । বৈষম্য দূরীকরণ ও জীবনযাত্রার ব্যয়ের নিরিখে নতুন স্কেলের দাবি?
- বেতন ফিক্সেশন পদ্ধতি ২০২৫ । নতুন পে স্কেলে ‘পার্থক্য যোগ’ ও ‘ইনক্রিমেন্ট ফ্যাক্টর’ পদ্ধতি প্রয়োগ হবে?
- প্রস্তাবিত পে-স্কেলে তীব্র অসন্তোষ ২০২৫ । প্রথম ও সর্বনিম্ন গ্রেডে বেতনের বিশাল ফারাক, নূন্যতম বেতন ২৫,০০০ টাকার দাবি
- বিবিএস কর্মচারী কেন্দ্রীয় পরিষদের প্রস্তাবিত বেতন কাঠামো ২০২৫ । জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী করার দাবি?
- ‘A+BY’ মডেলে বেতন কাঠামো সংস্কারের দাবি ২০২৫ । বৈষম্য কমাতে কেইনসের ভোগ তত্ত্বের ভিত্তিতে নতুন পে-স্কেলের প্রস্তাবনা?
কারা অধিদপ্তরের ১ম-৪র্থ শ্রেণীর কর্মকর্তা/কর্মচারী ৮৬ কেজি রেশন সুবিধার আওতায় বিস্তারিত আদেশ দেখুন: ডাউনলোড
কারা অধিদপ্তরের কর্মকর্তা কি মাসিক রেশন পায়?
হ্যাঁ, কারা অধিদপ্তরের কর্মকর্তাদের মৌলিক রেশন সুবিধা রয়েছে। কারা অধিদপ্তরের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের মৌলিক রেশন সুবিধা রয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সিভিল সার্ভিস কর্মচারীদেরও মৌলিক রেশন সুবিধা রয়েছে। কারা অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এই অধিদপ্তর দেশের ৬৮টি কারাগারের কর্মকর্তা-কর্মচারী ও বন্দিদের নিয়ন্ত্রণ করে। কারা অধিদপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব: বন্দীদের হেফাজত করা, বন্দীদের তত্ত্বাবধান করা, বন্দীদের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ করা, সংশোধনমূলক আইন প্রয়োগ করা হয়।



