ফর্ম I আবেদনপত্র । নমুনা

Joining Letter Format in word 2024। সরকারি বদলি জনিত যোগদানপত্র নমুনা

নতুন চাকরিতে যোগদান এবং পদোন্নতি প্রাপ্ত হলে কর্মস্থলে যোগদান করতে আবেদনপত্র জমা দিতে হয়। এছাড়াও বদলি জনিত কারণে নতুন কর্মস্থলে যোগদানপত্র দাখিল করতে হয়। আজ আমরা একটি যোগদানপত্র নমুনা দেখে নিব।

বরাবর
মহাপরিচালক
মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর আগারগাঁও, ঢাকা।
সহকারি পরিচালক (প্রশাসন-১)

বিষয়: প্রশাসনিক কর্মকর্তা পদে যােগদান।

মহােদয়, সবিনয় বিনীত নিবেদন এই যে, পরিচালক (প্রশাসন ও অর্থ) সমাজসেবা অধিদফতরের প্রজ্ঞাপন নম্বর৪১.০১.০০০০.০০৮.১৮.২৭৬.১৫-১৭৭, তারিখ: ২৪ ফেব্রুয়ারি, ২০২২ খ্রি: জারীকৃত বদলীর আদেশ মূলে সরাসরি অব্যাহতি প্রাপ্ত হয়ে আমি নিম্নস্বাক্ষরকারী অদ্য ০২/০৩/২০২২ খ্রি: তারিখ রােজ বুধবার পূর্বাহ্নে প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক নিরাপত্তা শাখা, সমাজসেবা অধিদপ্তর, সদর কার্যালয়, আগারগাঁও, ঢাকায় যােগদান করলাম।

অতএব মহােদয় সমীপে আবেদন আমার যােগদান পত্র গ্রহণ করতে সদয় সুমর্জি হয়।

বিনীত নিবেদক
পাপিয়া সারােয়ার
প্রশাসনিক কর্মকর্তা সমাজসেবা অধিদফতর, সদার কার্যালয়,
আগারগাঁও, ঢাকা।

প্রশাসনিক কর্মকর্তা পদে যোগদানপত্র নমুনা: ডাউনলোড

পৃষ্ঠাংকন কৃত যোগদানপত্র

পৃষ্ঠাংকন কৃত যোগদানপত্র নমুনা

Joining Letter Format in word Download

আবেদন লেখার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

  1. মহোদয় সম্ভোধন করেছেন কিনা।
  2. বদলির আদেশ নম্বর ও তারিখ উল্লেখ হয়েছে কিনা।
  3. তারিখ ঠিকমত লিখুন।
  4. স্বাক্ষর দিয়েছেন কিনা চেক করে নিন।
  5. বরাবর-পদবী ও ঠিকানা ঠিকঠাক লিখুন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *