নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি -৬ ছুটিকালীন বেতন অর্থাৎ ছুটিকালীন সময়ে যে হারে বেতন পাবেন সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। একজন সরকারি চাকরিজীবী বিদেশে প্রেষণ ছুটিতে থাকালীন কি হারে বেতন ভাতা গ্রহণ তা উল্লেখ করা হয়েছে।সরকারী কর্মচারী যে দেশেই ছুটি ভোগ করুন না কেন, ছুটিকালীন বেতন বাংলাদেশী মুদ্রায়, বাংলাদেশে প্রদেয় হইবে ।
(১) যে মাসে ছুটিতে যাইবে উহার পূর্ববর্তী পূর্ণ বার মাসের গড় বেতন এবং ছুটিতে যাওয়ার পূর্বে উত্তোলনকৃত বেতন, এই দুইয়ের মধ্যে যাহা অধিক লাভজনক উহার ভিত্তিতেই গড় বেতনে ছুটিকালীন বেতন নির্ধারিত হইবে ।
(২) অর্ধ গড় বেতনে ছুটিকালীন সময়ে ১নং উপবিধি মোতাবেক নির্ধারিত বেতনের অর্ধ হারে ছুটিকালীন বেতন পাইবেন ।
(৩) সরকারী কর্মচারী যে দেশেই ছুটি ভোগ করুন না কেন, ছুটিকালীন বেতন বাংলাদেশী মুদ্রায়, বাংলাদেশে প্রদেয় হইবে ।
নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯: ডাউনলোড সূত্র
The Prescribed Leave Rules, 1959: ডাউনলোড