নৈমিত্তিক । অর্জিত । মাতৃত্বকালীন

ছুটিকালীন বেতন পাবেন যে দেশেই ছুটি ভোগ করুন না কেন।

নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি -৬  ছুটিকালীন বেতন অর্থাৎ ছুটিকালীন সময়ে যে হারে বেতন পাবেন সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। একজন সরকারি চাকরিজীবী বিদেশে প্রেষণ ছুটিতে থাকালীন কি হারে বেতন ভাতা গ্রহণ তা উল্লেখ করা হয়েছে।সরকারী কর্মচারী যে দেশেই ছুটি ভোগ করুন না কেন, ছুটিকালীন বেতন বাংলাদেশী মুদ্রায়, বাংলাদেশে প্রদেয় হইবে ।

(১) যে মাসে ছুটিতে যাইবে উহার পূর্ববর্তী পূর্ণ বার মাসের গড় বেতন এবং ছুটিতে যাওয়ার পূর্বে উত্তোলনকৃত বেতন, এই দুইয়ের মধ্যে যাহা অধিক লাভজনক উহার ভিত্তিতেই গড় বেতনে ছুটিকালীন বেতন নির্ধারিত হইবে ।

(২) অর্ধ গড় বেতনে ছুটিকালীন সময়ে ১নং উপবিধি মোতাবেক নির্ধারিত বেতনের অর্ধ হারে ছুটিকালীন বেতন পাইবেন ।

(৩) সরকারী কর্মচারী যে দেশেই ছুটি ভোগ করুন না কেন, ছুটিকালীন বেতন বাংলাদেশী মুদ্রায়, বাংলাদেশে প্রদেয় হইবে ।

নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯: ডাউনলোড সূত্র

The Prescribed Leave Rules, 1959: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *