পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

Life Time Pension 2025 । বিধবা স্ত্রী আজীবন পেনশন পাবেন?

বেসামরিক সরকারী চাকুরেদের পেনশন মঞ্জুরী সংক্রান্ত প্রচলিত বিধি/পদ্ধতি সহজীকরণের অম/অবি/বিধি/পেনশন/৩পি-২৬/৯৪/৯৭ নম্বর স্মারকের ৩.৩৫ উপ-অনুচ্ছেদ যাহাই থাকুক না কেন উহা সংশোধিত বিবেচনায় পেনশন ভোগের মেয়াদকাল নির্বিশেষে ও হার নির্বিশেষে বিধবা স্ত্রী পুনবিবাহ না করিলে ০১-০৬-৯৪ ইং তারিখ হইতে পূর্ণহারে আজীবন পেনশন প্রাপ্য হইবেন।

সারসংক্ষেপ:

  • ১ম শর্ত পুন:বিবাহ করা যাবে না।
  • ০১-০৬-৯৪ ইং তারিখ হইতে পূর্ণহারে আজীবন পেনশন প্রাপ্য হইবেন।
  • বিধবা আজীবন পেনশন প্রাপ্য হইবেন।

বিস্তারিত জানতে আদেশ দেখুন:

অর্থ মন্ত্রণালয়ের ৩০-০৯-১৯৯৫ খ্রি: তারিখের অস/আবি/বিধি-১/৩পি-২০/৯৫/৯৩(২০০০) নম্বর আদেশ মোতাবেক বেসামরিক সরকারী চাকুরেদের পেনশন মঞ্জুরী সংক্রান্ত প্রচলিত বিধি/পদ্ধতি সহজীকরণ স্মারকের ৩০৫ উপ-অনুচ্ছেদ বর্ণিত বিধবা স্ত্রীর আজীবন পেনশন প্রাপ্যতা প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে।  বিধবা স্ত্রীর আজীব পেনশন প্রাপ্যতা সর্ম্পকে পরীক্ষাক্রমে সরকার নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন: অর্থ বিভাগ কর্তৃক জারীকৃত ০৯-০৬-১৯৯৪ ইং তারিখের বেসামরিক সরকারী চাকুরেদের পেনশন মঞ্জুরী সংক্রান্ত প্রচলিত বিধি/পদ্ধতি সহজীকরণ স্মারকের ৩০৫ উপ-অনুচ্ছেদে যাহাই থাকুক না কেন উহা এতদ্বারা সংশোধিত বিবেচনায় পেনশন ভোগের মেয়াদকাল ও হার নির্বিশেষে স্ত্রী পুন:বিবাহ না করিলে ০১-০৬-১৯৯৪ ইং তারিখ হইতে পূর্ণ হারে আজীবন পেনশন প্রাপ্য হইবেন। আদেশটিতে স্বাক্ষর করেছেন উপ সচিব মো: আনোয়ার উদ্দিন।

বিধবা স্ত্রীর আজীবন পেনশন প্রাপ্যতা সংক্রান্ত আদেশের JPG কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: স্ত্রী যদি বিবাহ করে পুনরায় তবেও কি সে আজীবন পেনশন পাবেন?
  • উত্তর: না, বিবাহ করলে আজীবন পেনশন পাবেন না।
  • প্রশ্ন: এই আদেশ জারির পূর্বে কত বছর পর্যন্ত পেনশন পেত?
  • উত্তর: ১৫ বছর পর্যন্ত। তারপর আর পেনশন পেত না।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *