বর্হি: বাংলাদেশ গমণে পাসপোর্ট একটি অত্যাবশ্যকীয় কাগজ হিসাবে পরিগণিত হয়। এই ছাড়পত্র ছাড়া বিদেশ ভ্রমণ করা যাবে না। এখন Machine Readable Passport (MRP) ডিজিটাল পাসপোর্ট আরও জরুরী হয়ে পড়েছে।
বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট ফি :
- ২১ দিনের সাধারণ ফিস ৩০০০+ভ্যাট ১৫% সহ = ৩৪৫০ টাকা।
- অনাপত্তি সনদ এর ভিত্তিতে জরুরী সুবিধাসহ ৩০০০+ভ্যাট ১৫% সহ = ৩৪৫০ টাকা মাত্র।
- প্রতি এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি ভ্যাটসহ ৩৪৫ টাকা মাত্র।
- মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে অতিরিক্ত ফিস (মেয়াদ পরবর্তী প্রতি বছরের জন্য)-সাধারণ ফিস-৩০০ টাকা +১৫% ভ্যাট = ৩৪৫ টাকা।
অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও তাদের স্বামী স্ত্রী (নতুন আবেদন ও রি-ইস্যু উভয় ক্ষেত্রে) সাধারণ ফি প্রদান করে জরুরি সুবিধা পাবেন। এক্ষেত্রে অবসর গ্রহণের সনদ দাখিল করতে হবে।
পাসপোর্ট ফি ও অন্যান্য তথ্য সম্ভলিত চার্ট সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড