পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ । কাজী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে?

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ এরপর ২০১২ সালে এর সংশোধনী আনা হয়। সর্বশেষ সংশোধনীসহ মুসলমান স্বামী বা স্ত্রীর বিবাহ বা তালাক নিবন্ধণ কার্যক্রম পরিচালিত হয়। নিচের নিবন্ধন বিধিমালাটি ভাল করে পড়ে রাখুন এ সংক্রান্ত তথ্য হরহামেশাই আমাদের কাজে আসে।

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ যা রয়েছে

১। সংক্ষিপ্ত শিরােনাম

২। সংজ্ঞা

৩। সিটি কর্পোরেশন এলাকায় নিকাহ রেজিস্ট্রর লাইসেন্স মঞ্জুরীর জন্য উপদেষ্টা কমিটি

৪। সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকায় নিম, বেজিস্ট্রার লাইসেন্স মধুরীর জন্য উপদেষ্টা কমিটি ও

৪ক পাবর্ত্য জেলায় নিকাহ্ রেজিস্ট্রার লাইসেন্স মঞ্জুর্থীর জন্য বিধান

৫। উপদেষ্টা কমিটির দায়িত্ব ও কার্যাবলী

৬। নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স প্রদান পদ্ধতি, ইত্যাদি

৭। বাৎসরিক ফি ৮। প্রার্থীদের যােগ্যতা, ইত্যাদি

৯। নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্সের জন্য দরখাস্ত

১০। লাইসেন্স ফরম

১১। লাইসেন্স বাতিল বা স্থগিতকরণ 

১২। বয়স পূর্তিতে লাইসেন্সের অবসান

১৩। অধিক্ষেত্র

১৪। কার্যালয়

১৫। নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালন হইতে অব্যাহতি গ্রহণ

১৬। দায়িত্ব হস্তান্তর।

১৭। নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালনে বিরত থাকা।

১৮। যােগদান প্রতিবেদন দাখিল 

১৯। নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালন সরকারী চাকরি নহে।

২০। চাকরি গ্রহণের ক্ষেত্রে বাধা-নিষেধ

২১। নিকাহ ও তালাক নিবন্ধন ফি, ইত্যাদি

২২। নিকাহ রেজিস্ট্রি-পূর্ব কার্যক্রম

২৩। তালাক রেজিস্ট্রি-পূর্ব কার্যক্রম 

২৩ক। নিকাহ রেজিষ্ট্রি কার্যক্রমের পূর্বে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ,

২৪। বিবাহ নিবন্ধন প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপীল

২৫। নিবন্ধনের স্থান

২৬। বিবাহে উপস্থিতি লিপিবদ্ধকরণ

২৭। নিকাহ রেজিস্ট্রার কর্তৃক রেজিস্ট্রার সংরক্ষণ, আর কতকাল রাজধানী

২৮। রেজিস্ট্রারের ভুক্তিসমূহ বাতিলকরণ

২৯। সৃচিহি (Indexbook) 

৩০। ক্যাটালগ ।

৩১। রেজিস্ট্রার, ইত্যাদি প্রাপ্তি 

৩২। সীল, রেজিস্ট্রার, ইত্যাদির হেফাজত

৩৩। অব্যবহৃত ফরম ও রেজিস্ট্রার, ইত্যাদি

৩৪। রেজিস্ট্রাৱেৱ সমাপ্তির সার্টিফিকেট

৩৫। রেজিস্ট্রার, ইত্যাদির সংরক্ষণ

৩৬। নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি

৩৭। নিকাহ রেজিস্ট্রারগণের প্রশিক্ষণ হয় 

৩৮। নিকাহ ও তালাকের উপাত্ত সংগ্রহ

৩৯। পরিদর্শন ও নিয়ন্ত্রণ

৪০। অসুবিধা দূরীকরণ

৪১। রহিতকরণ ও হেফাজত

১ ৪২। তফসিল

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ সংশেষ সংশোধনী ২০১২ সহ : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *