পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

মন্ত্রী পদ মর্যাদার বেতন-ভাতা ২০২৪ । মেয়র কি মন্ত্রীর সমবেতন ও আনুষঙ্গিক সুযােগ-সুবিধা পান?

ঢাকা, নারায়নগঞ্জ ও চট্টগ্রামের মেয়রগণ মন্ত্রী, প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ার কারণে পদ মর্যাদা অনুসারে বেতন ভাতাদিও প্রাপ্য হবে। চলুন দেখে নিই একজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বেতন ভাতাদি কত টাকা? দ্য মিনিস্টারস, মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, একজন মন্ত্রী বেতন পান মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা। ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং চিফ হুইপরাও সমান বেতন পান। প্রতিমন্ত্রীদের বেতন প্রতি মাসে ৯২ হাজার টাকা। এই আয়ের ওপর কোনো কর নেই। 

একজন মন্ত্রীর বেতন কত? একজন মন্ত্রী প্রতিমাসে বেতন বাবদ ১ লাখ ৫ হাজার টাকা পাবেন। প্রতিমন্ত্রীর বেতন ৯২ হাজার টাকা। মন্ত্রীরা সরকারি ব্যয়ে সুসজ্জিত বাসভবন পাবেন, সেজন্য তাদের ভাড়া দিতে হবে না। প্রতিমন্ত্রীরাও এ সুবিধা পাবেন।তবে কোনো মন্ত্রী সরকারি বাড়িতে থাকতে না চাইলে বাসাভাড়া বাবদ মাসে ৮০ হাজার টাকা করে পাবেন ভাতা হিসেবে। প্রতিমন্ত্রী হলে পাবেন ৭০ হাজার টাকা।

বাড়ি ভাড়াও পান? হ্যাঁ। নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকলে ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য তিন মাসের বাড়ি ভাড়ার সমপরিমাণ টাকা তারা প্রতিবছর পাবেন। বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোনের জন্য যাবতীয় ব্যয় সরকার বহন করবে। সরকারি বাড়ির সাজসজ্জার জন্য একজন মন্ত্রী পাঁচ লাখ টাকা এবং প্রতিমন্ত্রী চার লাখ টাকা পাবেন প্রতিবছর।

গাড়ি সুবিধা পায়? হ্যাঁ। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি খরচে গাড়ি পাবেন। সরকারের পরিবহন পুল থেকে এই গাড়ি সরবরাহ করা হবে। প্রতিদিন ১৮ লিটার জ্বালানি তেলের দাম পাবেন গাড়ির জন্য। সরকারি প্রয়োজনে বা নির্বাচনী এলাকায় ভ্রমণের সময় মন্ত্রণালয়ের অধীন যে কোনো সংস্থা বা দপ্তর থেকে একটি জিপ পাবেন তারা। দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পাবেন দুই হাজার টাকা করে। বিমান ভ্রমণের ক্ষেত্রে বছরে ১০ লাখ টাকা বীমাসুবিধা পাবেন তারা।

চিকিৎসা সুবিধা কি পায়? মন্ত্রী বা প্রতিমন্ত্রী অসুস্থ হলে চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করবে সরকার। সেই খরচের কোনো সীমা আইনে বেঁধে দেওয়া হয়নি। তবে খরচের ভাউচার দিতে হবে মন্ত্রিপরিষদ বিভাগে। দেশি-বিদেশি অতিথিদের আপ্যায়নের জন্য একজন মন্ত্রী মাসে ১০ হাজার টাকা করে আপ্যায়ন ভাতা পাবেন। আর প্রতিমন্ত্রী পাবেন সাড়ে ৭ হাজার টাকা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মন্ত্রিপরিষদ বিভাগ

প্রজ্ঞাপন

ঢাকা, ০৭ ভাদ্র ১৪২৯/ ২২ আগস্ট ২০২২ নম্বরঃ ০৪,০০,০০০০.৪২১.৪১.০১৩.১৩,২০১—সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, নিম্নলিখিত সিটি কর্পোরেশনের মেয়রগণ স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন তাঁদের নামের পাশে উল্লিখিত পদের পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযােগ-সুবিধা প্রাপ্য হবেন:

মেয়রগণের পদমর্যাদা বৃদ্ধি

২। এটি অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

খন্দকার আনােয়ারুল ইসলাম

মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রী পদ মর্যাদার মেয়রগণের বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযােগ-সুবিধা প্রাপ্যতা ২০২২ : ডাউনলোড

গৃহীত সুযোগ সুবিধার কোন অডিট হওয়া যাবে না?

না। মন্ত্রীরা নিজেদের পছন্দমত উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব (পিএস) নিতে পারেন। এ ছাড়া একজন সহকারী একান্ত সচিব, দুজন ব্যক্তিগত কর্মকর্তা, দুজন অফিস সহায়ক, একজন পাচক, একজন জমাদার এবং একজন আরদালি তারা পাবেন।প্রতিমন্ত্রীরা একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন অফিস সহায়ক, একজন জমাদার এবং একজন আরদালি পান। নিজের নির্বাচনী এলাকার মসজিদ, মন্দির উন্নয়নসহ এলাকার মানুষের দাতব্য কাজে একজন মন্ত্রী বছরে ১০ লাখ টাকা পাবেন। আর প্রতিমন্ত্রী পাবেন সাড়ে ৭ লাখ টাকা। এ টাকার মধ্যে মন্ত্রী একজন ব্যক্তিকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দিতে পারবেন। প্রতিমন্ত্রী দিতে পারবেন ৩৫ হাজার টাকা। এই টাকার কোনো নিরীক্ষা হবে না।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

5 thoughts on “মন্ত্রী পদ মর্যাদার বেতন-ভাতা ২০২৪ । মেয়র কি মন্ত্রীর সমবেতন ও আনুষঙ্গিক সুযােগ-সুবিধা পান?

  • চট্টগ্রাম সিটি করপোরেশনে অস্থায়ী শ্রমিক কর্মচারী স্থায়ী হওয়া দুরের কথা সরকার বর্ধিত বেতনও পাচ্ছে না, সরকার পরিপত্র অনুযায়ী নির্ধারিত ১৮০০০ হাজার হলেও চসিক দিচ্ছে ১৩৫০০ টাকা, বর্তমানে দ্রব্য মূল্যের তিনগুণ দাম বাড়ছে অস্থায়ী শ্রমিক কর্মচারী চলে কি করে কেউই দেখার, তাদের কষ্টের কথা শোনার কেউ নাই

  • মূল্যস্ফিতির কারণে জীবন যাপন অসহনীয় মাত্রায় চলে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি আপনার বিষয়। এটি জাতীয় সমস্যা হয়ে দাড়াচ্ছে। কি করবেন ভাই, অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *