সরকারি চাকরিজিবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে–মহার্ঘ ভাতা আপডেট ২০২৫
জাতীয় দৈনিক পত্রিকা গুলোর তথ্য মোতাবেক কি বুঝা যায়? যদি মহার্ঘভাতা বাস্তবায়ন হয় তবে ৩৯,০০০ টাকার উপরে যাদের মুল বেতন আছে তাদের ৭৮০০ টাকার উপরে মহার্ঘভাতা পাওয়ার সুযোগ নাই। তিনি যে গ্রেডের কর্মকর্তাই হোন না কেন বা তার জন্য যে শতাংশ হারে মহার্ঘ ভাতা নির্ধারণ হোক না কেন তিনি ৭৮০০ টাকা নির্ধারিত হারে পাবেন। অন্যদিকে ১৬০০০ টাকা পর্যন্ত যাদের মুল বেতন তারা ৪,০০০ টাকার নিচে মহার্ঘ ভাতা পাবেন না, তাতে যে শতকরা হিসাব নির্ধারণ হোক না কেন অর্থাৎ উপরের দুই ধাপ যাদের ১৬০০০ থেকে ৩৯০০০ হাজারের মধ্যে মুল বেতন তাদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে শতকরা হিসাব ব্যবহৃত হবে। যেমন ১৮৪০০ টাকা যাদের মূল বেতন তারা ১৮৪০০*২৫% = ৪৬০০ টাকা মহার্ঘ ভাতা পাবেন।
বিশেষ সুবিধায় কি বৈষম্য ছিল? হ্যাঁ। ৫℅ প্রণোদনা ছিল বৈষম্যমূলক একটি সুবিধা যেখানে কর্মকর্তা সর্বোচ্চ পেয়েছেন ৩,৯০০ টাকা মহার্ঘ ভাতায় তিনি সর্বোচ্চ পাবেন ৭,৮০০ টাকা। সেটা থেকে তার প্রনোদনা সমন্বয় করলে তিনি নতুন মহার্ঘ ভাতা পাবেন (৭৮০০-৩৯০০)=৩,৯০০টাকা। একই সময়ে ১০০০ টাকা প্রণোদনা ছিল যাদের মুল বেতন ২০,০০০ টাকা পর্যন্ত তাদের জন্য এখন ১৬,০০০ টাকা মূল বেতন পর্যন্ত মহার্ঘ ভাতা পাবেন ৪,০০০ টাকা। এক্ষেত্রে তাদের ৫℅ প্রণোদনা সমন্বয়ের পর মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে (৪০০০-১০০০)=৩,০০০ টাকা তাহলে মহার্ঘ ভাতায় একজন ১ম গ্রেডের কর্মকর্তার বৃদ্ধি পায় ৩,৯০০ আর একজন ২০তম গ্রেডের কর্মচারীর বৃদ্ধি পায় ৩,০০০ টাকা। এটা একটা সহনীয় মাত্রা যা দ্রব্যমূল্য সমন্বয় ভাতা হিসেবে গ্রহনযোগ্য বা যুক্তিসঙ্গত হিসেবে মেনে নেয়া যায়।
তাহলে বিশেষ সুবিধা বা ৫% প্রনোদনা কি কেটে নিবে? হ্যাঁ। বাদ দিবে এটা কেটে নিবে। অন্য রকম চিন্তা না করে পজেটিভ চিন্তা করুন।চিন্তা করুন মহার্ঘ ভাতার ৫℅ আপনি ০২ বছর আগে থেকেই ভোগ করতেছেন। কম করে হলেও ১০০০×২৪ মাস = ২৪,০০০ টাকা আপনি আগে পেয়েছেন এতে কি আপনার ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে। ২০১৪ সালের মহার্ঘ ভাতার রেশিও ছিল ১:৪ সে তুলনায় এবারের বৈষম্য কম। এরপর এই মহার্ঘ ভাতা বেসিকের সাথে যুক্ত হলে এর বাড়ি ভাড়া ভাতা পাওয়া যাবে।
মহার্ঘ ভাতা মুল বেতনের সাথে যুক্ত হবে কি?/ সরাসরি কোন মন্তব্য না পাওয়া গেলেও পেনশনারদের মূল পেনশনের সাথে যোগ হওয়ার কথা সুষ্পষ্ট হয়েছে এবং এতে অনুমান করা যায় মূল বেতনের সাথে যুক্ত হতে পারে।
একজন ২০তম গ্রেডের কর্মচারী ১লা জানুয়ারি জয়েন করছে? ২৫℅ এ মহার্ঘ ভাতা পাওয়ার কথা ছিল ২০৬৩ টাকা কিন্তু পাচ্ছে ৪,০০০ টাকা অর্থাৎ প্রায় ৫০℅ টাকা। জুলাই ২০২৫ এ মূল বেতন হবে ৮,২৫০+৪০০০ = ১২,২৫০*৫% =৬১২ টাকা সে হিসেবে মূল বেতন ১ জুলাই ২০২৫ দাঁড়াবে ১২৬,৬২ টাকা। এভাবে সবার বৃদ্ধি পাবে তবে সেটা পে স্কেলের তুলনায় বেশি নয়। যদি একটি বৈষম্যমুক্ত পে-স্কেল পাই তাহলে সকল ভাতাসহ যে যে ক্ষেত্রে বৈষম্য আছে তা দুর হবে। যখন কারো ১০ বছর বেতন না বাড়ে সেক্ষেত্রে সামান্য ভাতা চাহিদা পূর্ণ করতে পারে না।
Caption: Pensioner Mahargo vata
২০ বছর চাকরি যাদের নিম্নগ্রেডে বৃদ্ধি ২০২৫ । ১৭ গ্রেডে ২৫% হিসেবে কত টাকা মহার্ঘ ভাতা আসতে পারে?
- ধরি মূল বেতন ১৮৪০০ টাকা।
- ২৫% মহার্ঘ ভাতায় আসবে ৪,৬০০ টাকা।
- ১৮৪০০+৪৬০০ = ২৩,০০০ টাকা। এখান থেকে ১,০০০ টাকা বিশেষ সুবিধা বাদ দিলে মূল বেতন থাকবে ২২,০০০ টাকা।
- ইনক্রিমেন্টের সময় মূল বেতন দাড়াবে ২২,০০০ টাকা। জুলাই ইনক্রিমেন্ট তো থাকছেই।
- যদি মূল বেতনের সাথে যোগ হয় তবে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে।
- পে স্কেলের সমান নয় কিন্তু মূল বেতন ও বাড়ি ভাড়া এভাবে বাড়লে কিছুটা তো সমন্বয় হবেই।
- যদি ভবিষ্যতে পে স্কেলজনিত বৈষম্য কমানো যায় তবেই বৈষম্যমুক্ত বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়িত হবে।
বাজেটে কি বরাদ্দ রাখা হয়েছে?
না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, করপোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় ১৪ লাখ কর্মচারী কর্মরত। চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তাদের বেতনভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৮১ হাজার ৫৮০ কোটি টাকা। বাজেটে মহার্ঘ ভাতায় কোনো বরাদ্দ নেই। তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী:১ থেকে ৩য় গ্রেড: মূল বেতনের ১০% বৃদ্ধি হতে পারে। | ৪ থেকে ১০ম গ্রেড: মূল বেতনের ২০% হতে পারে। | ১১ থেকে ২০ম গ্রেড: মূল বেতনের ২৫% হতে পারে। |
সর্বনিম্ন বেতন বৃদ্ধি ৪,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি ৭,৮০০ টাকা মহার্ঘ ভাতা ধার্য্য হতে পারে। | কোনো চাকরিজীবী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। | ১ জানুয়ারি ২০২৫ হতে কার্যকর হতে পারে। |
আগের সরকারের দেওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না। | পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। | ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। |