জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার নতুন রেটের হিসাব যা নতুন বছর থেকে কার্যকর হয়েছে কিন্তু পুরাতন -রা পুরাতন রেটই পাবেন- চলুন Tax কাটার পর ১লা জানুয়ারী ২০২৫ হতে লাখে কত টাকা পাওয়া যাবে জেনে নিই–সঞ্চয়পত্রে মুনাফার নতুন হার ২০২৫
লাখে কত টাকা সঞ্চয়পত্র মুনাফা দেয়? –সঞ্চয়পত্রের নতুন রেট অনুসারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৯৮৯ টাকা প্রতিমাসে পাওয়া যাবে। ২-৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে ৯৮৯.৫৮ টাকা পাওয়া যাবে। সে হিসেবে কেউ যদি ২ লক্ষ টাকা সঞ্চয়পত্র এর পরিবার স্কিমে বিনিয়োগ করে তবে প্রতি মাসে ৯৮৯.৫৮*২ = ১৯৮৯.১৬ টাকা ব্যাংক হিসাবে ঢুকবে।
সঞ্চয়পত্রে কত টাকা কত টাকা পাওয়া যাবে? যদি কোন মহিলা পরিবার সঞ্চয়পত্র ক্রয় করে তবে ৫ লাখ পর্যন্ত ৯৮৯.৫৮ টাকা; ৭.৫ লাখ পর্যন্ত ৯৩৭.৫০ টাকা; ৭.৫ লাখের উপরে ৯২৭.৭৫ টাকা পাবে। যদি পুরুষ বা মহিলা ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করে তবে ৫ লাখ পর্যন্ত ২৯২১.২৫ টাকা;৭.৫ লাখ পর্যন্ত ২৭৬৭.৫০ টাকা; ৭.৫ লাখের উপরে ২৭৫৬.২৫ টাকা প্রতি লক্ষ টাকা বিনিয়োগের জন্য পাইবেন। ১ লক্ষ টাকার হিসাবে ৫ লাখ পর্যন্ত ৫% Tax কাটবে।
পুরানো সঞ্চয়পত্র ভেঙ্গে নতুন রেটে রাখলে তা লাভজনক হবে কিনা? সঞ্চয়পত্রের নতুন রেট বৃদ্ধির সার্কুলারে স্পষ্টভাবে বলা হয়েছে, নতুন রেট ১ লা জানুয়ারী ২০২৫ হতে যারা কিনবেন বা পূনঃবিনিয়োগ করবেন শুধু তারা পাবেন, যারা এর আগে কিনেছেন তারা আগের রেটেই পাবেন। এতে স্পষ্টতই পুরানো বিনিয়োগকারীরা তুলনামুলক লাভ কম পাবে ফলে পুরানো গ্রাহকরা কিছুটা হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন। ফলে অনেকে পুরানো সঞ্চয়পত্র ভেঙ্গে নতুন করে রাখতে চাচ্ছেন বেশি মুনাফা পাওয়ার আশাতে। হ্যাঁ। আপনি পুরাতনটি ভেঙ্গে নতুন করে করলে লাভবান হতেই পারেন যদি।
আপনি লাভবান কখন হবেন জানেন? সঞ্চয়পত্র ভেঙ্গে নতুন করে করলে লাভবান হবেন কি হবেন না তা নির্ভর করবে আপনি কোন সময় সঞ্চয়পত্রটি ভাঙ্গছেন তার উপর! অসময়ে ভাঙ্গলে আপনার লস হবে। সঞ্চয়পত্র প্রি-মেচুরিটি ভাঙ্গতে হলে বছরের “রাউন্ড ফিগারে” ভাঙ্গতে হয় তাতে লাভ হয়। যেমন একজাক্টলি ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর পর এভাবে ভাঙ্গতে হবে তাহলে লস সর্বনিম্ন হবে। বছরের মাঝামাঝি বা শেষের দিকে ভাঙ্গলে বেশি লস হবে কারণ সঞ্চয়পত্রের লাভ দেয়া হয় বছর ভিত্তিক! যদি ২ বছর ৯ মাসে কোন সঞ্চয়পত্র ভাঙ্গেন তাহলে এডজাস্টের সময় ২ বছরের রেটে লাভ পাবেন আর অতিরিক্ত ৯ মাসের লাভ ট্যাক্সসহ কেটে রাখা হবে! তাই আপনার সঞ্চয়পত্রটি এখন ভাঙ্গলে আপনার লস কেমন হবে তা দেখা জরুরী। তারপর সুক্ষ হিসাব নিকাশ করে তারপর সিন্ধান্ত নিতে হবে সঞ্চয়পত্রটি ভেঙ্গে নতুন রেটে রাখবেন কিনা!
নতুন সঞ্চয়পত্র ক্রয়কারী লাভবান হবে / পুরাতন সঞ্চয়পত্র ভেঙ্গে কি নতুন করে করলে লাভ হবে?
সেটি অনেকগুলো ফ্যাক্টর এর উপর নির্ভর করে চলুন বিস্তারিত জেনে নিই।
Caption: Sanchaypatro new Scheme 2025
সঞ্চয়পত্র নিউ স্কিম ২০২৫ । সঞ্চয়পত্র ভেঙ্গে নতুন করে করলে কেমন লস হবে যদি বলতেন
- মনে করি, ১ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ২ বছর পূর্ণ হয়েছে এখন ভেঙ্গে নতুন করে করবো তাতে লাভ না ক্ষতি হবে? সঞ্চয়পত্রটি এখন ভাঙ্গলে পাবো: ৯৬,৯৬০ টাকা আরো ৩ বছর রাখলে পেতাম মোট= ৯১২*৩৬=৩২৮৩২ টাকা (৫ বছর সময়কাল ধরে হিসাব) নতুন রেটে ৩ বছরের পাবো: ৯৮৯*৩৬=৩৫৬০৪ টাকা। লাভ হলোঃ ৩৫৬০৪-৩২৮৩২= ২৭৭২ টাকা।
- কিন্তু প্রকৃতপক্ষে লাভ হয়নি, ১ লক্ষ টাকা নতুন করে রাখতে হলে প্রাপ্ত ৯৬,৯৬০ টাকার সাথে আর ৩০৪০ টাকা যোগ করতে হবে। তাহলে তাহলে প্রকৃতপক্ষে লস হলোঃ ৩০৪০-২৭৭২= ২৬৮ টাকা!
- দেখুন আপাত দৃষ্টিতে লাভজনক মনে হলেও হিসাব করে দেখা গেলো সর্বোচ্চ সতর্কতা (বছরের রাউন্ড ফিগার) নিয়ে ভাঙ্গার পরও আপনার লস হচ্ছে আর ইচ্ছামত অসময়ে ভাঙ্গলে লস যে কত হবে তা আর বলার অপেক্ষা রাখে না! তাই বলা যেতে পারে-১৫ লক্ষ টাকা পর্যন্ত যাদের সঞ্চয়পত্র আছে তারা ভেঙ্গে নতুন করে করলে লাভ হবে না বরং লস হবে! তবে যাদের ১৫- ৩০ লক্ষ টাকার সিলিং পর্যন্ত কেনা সেগুলো ভেঙ্গে নতুন রেটে কিনলে কিছুটা লাভবান হবেন! তবে সেটা সমান্য! ৩০ বা তদুর্দ্ধ সিলিং এর সঞ্চয়পত্রগুলো ভেঙ্গে নতুন করে করলে তুলনামুলক লাভবান হবেন। (এটা হচ্ছে মুলত আগের রেটে বেশি বিনিয়োগকারীদের মুনাফার পার্থক্য বেশি হওয়াতে তাই উপরের হিসাব সিলিং অনুসারে বের করলে আপনি নিজেই বুঝতে পারবেন)।
সঞ্চয়পত্র ভাঙ্গতে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে?
চলতি জানুয়ারী হতে জুন এর ভিতর যে মাসে সঞ্চয়পত্রের বয়স পূর্ণবছর (রাউন্ড ফিগার) হবে সে মাসে ভেঙ্গে নতুন করে করতে হবে।ডিসেম্বরে যারা কিনেছেন বা পূণঃবিনিয়োগ করেছেন কিন্তু কোন মুনাফা পাননি তারা ভেঙ্গে করতে পারেন। সঞ্চয়পত্র কিন্তু আংশিক নগদায়ন হয়না তাই সিলিং বেশি বলেই সব ভেঙ্গে ফেলবেন না। সঞ্চয়পত্র ভাঙ্গানোর টাকা ১০ লাখের বেশি একাউন্টে জমা হলে কিন্তু আবগরী শুল্ক ৩ হাজার টাকা কেটে নিবে। (বিধি মোতাবেক) সেটাও হিসাবে রাখবেন। সর্বশেষ, টাকা আপনার সিন্ধান্ত আপনার, আবেগের বসে, হিসাব না করে না বুঝে অন্যের কথাতে প্ররোচিত হয়ে সঞ্চয়পত্র ভেঙ্গে ফেলবেনা তাতে লাভের চেয়ে লস বেশি হয়ে যেতে পারে।
৫ লক্ষ টাকা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র খুলেছি ৪০ দিন হলো, এখনো কোন মুনাফা পাইনি। প্রয়োজনে ভাঙতে হবে, ভাঙলে কোন টাকা কেটে রাখবে কি? | কোন ইন্টারেস্ট না নিলে, মূল টাকাটা ফেরত পাবেন। কেটে রাখবে না। | সঞ্চয়পত্রের সার্ভার আজ (১৫/০১/২০২৫) সকাল হতে স্বাভাবিক হয়েছে। |