সরকারি কর্মকর্তা/কর্মচারী প্রায়শই ভ্রমণ করে থাকেন। তাই বিল করার ব্যাপারটা এসেই যায়। নিচে কর্মকর্তাদের ভ্রমন বিল ও কর্মচারীদের ভ্রমণ বিলের পিডিএফ কপির লিংক দেওয়া হয়েছে-এছাড়াও আইবাস++ এ বিল দাখিল করার পর যে ফরম্যাটে বিল আসে সেই ফরম্যাটও দেওয়া হয়েছে-New TA DA Bill ibas++ Form 2024
৩০% অতিরিক্ত কি ধরা যাবে? হ্যাঁ। এক্ষেত্রে ব্যয় বহুল স্থান হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, গাজীপুর শহর এবং সাভার পৌর এলাকা রাখা হয়েছে। নতুন হিসেবে ময়মনসিংহ, কক্সবাজার, নারায়গঞ্জ যুক্ত করা হয়েছে। বিমান যোগে ভ্রমণের জন্য প্রতি কি:মি ৩০ টাকা হারে নির্ধারণ করা হয়েছে এবং লঞ্চ/সড়ক ও রেলপথে ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ক্যাটাগরি ২ এ ২০০ কি:মি: এর নিচের জন্য প্রতি কি:মি: ১৫ টাকা হারে এবং উর্ধ্বের জন্য ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০০ কি.মি. পর্যন্ত কত রেট? নিম্নগ্রেড ক্যাটাগরি ৩ ও ৪ এর জন্য ২০০ কি:মি: আগ পর্যন্ত ৮ টাকা এবং উপরের জন্য ৬ টাকা ধরা হয়েছে। নিম্নগ্রেড ক্যাটাগরি ৪ অনুসারে একাকী ভ্রমণের ক্ষেত্রে ৫০০ টাকা প্যাকিং চার্জ পূর্বে যা ৪০০ টাকা ছিল। স্ব পরিবারের ভ্রমণের ক্ষেত্রে প্যাকিং চার্জ ৬০০ টাকা করা হয়েছে। অন্যদিকে মাইলেজ পূর্বে ছিল ১.৫ টাকা (প্রতি কি:মি:) যা বর্তমানে ৮ টাকা প্রতি কি:মি: নির্ধারণ করা হয়েছে।
TA/DA Bill Instruction । ভ্রমণ ব্যয়ের বিল প্রস্তুতের জন্য নির্দেশাবলি
- বিভিন্ন ভ্রমণ ও যাত্রাবিরতি একই লাইনে লেখা যাবে না।
- স্থায়ী ভ্রমণ ভাতা ব্যয়ের বিলের সঙ্গে না গ্রহণ করে সরকারি কর্মচারীদের বেতনের সাথে গ্রহণ করতে হবে।
- কোন বিলের মোট পরিমাণের সাথে যে কোন একটি ভ্রমণের ক্ষেত্রে কোন কিলোমিটারের অংশবিশেষের জন্য দাবি করা চলবে না।
- ভ্রমণ ব্যয় বিলের প্রথম দফা যাত্রাবিরতি হলে ঐ যাত্রাবিরতি শুরুর তারিখ” মন্তব্য” কলামে লিখতে হবে।
- যদি দৈনিক ভাতা, সড়ক পথে ভ্রমণের জন্য দাবি করা হয়, যত কিলোমিটার ভ্রমণ করা হয়েছে তা লিখতে কলাম ১৩ এবং বিস্তারিত ভাতা ১৫ হতে ১৮ কলামে লিখতে হবে।
- বদলি ক্ষেত্রের ভ্রমণ ব্যয়ের অগ্রিম , অগ্রিমের সমন্বয় ও চূড়ান্ত হিসাব ভু্ক্তির ক্ষেত্রে এই ফরম বব্যহৃত হলে নিম্নলিখিত কোড ব্যবহার করতে হবে:
- (ক) বদলিজনিত অগ্রিম (সমন্বয়যোগ্য) ৭২১৩১০২
- (খ) বদলিজনিত বেতন অগ্রিম (আদায়যোগ্য) ৭২১৩১০৫
- * গৃহীত অগ্রিম উত্তোলনের ৬ মাসের মধ্যে অথবা জুন মাসের মধ্যে (যা আগে হবে) সমন্বয় করতে হবে।
ভ্রমণ ব্যয় বিল(নন গেজেটেড কর্মচারী) । অনলাইন হতেই নাকি প্রিন্ট নেয়া যায়?
হ্যাঁ। আইবাস++ হতেই বিল প্রিন্ট করা যায়। এক্ষেত্রে বিল নম্বর এবং টোকেন নম্বর প্রয়োজন পড়ে।
Caption: Word file Download Link
টিএ / ডিএ রুলস কি?
ভ্রমণ ভাতা শ্রেণী অনুসারে নির্ধারিত ছিল বর্তমানে তা গ্রেড ভিত্তিক ক্যাটাগরি করে পুন:নির্ধারণ করা হল। পূর্বে চারটি শ্রেণীতে বিভক্ত ছিল ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণী কিন্তু বর্তমানে শ্রেণী উঠিয়ে দিয়ে ক্যাটাগরি তৈরি করা হয়েছে। প্রজাতন্ত্রের সকল সরকারি কর্মচারীর দৈনিক ভাতা, ভ্রমন ভাতা ও বদলিজনিত ভ্রমন ভাতা পুনঃনির্ধারণ ২০২২ মোতাবেক দৈনিক ভাতা সর্বনিম্ন ৪০০ এবং সর্বোচ্চ ১৪০০ টাকা করা হয়েছে।
যদি গেজেটেড কর্মকর্তাদের ফাঁকা বা ব্ল্যাংক ফরম দরকার হয় তবে আপনি এখান থেকে ফ্রেশ একটি কপি সংগ্রহ করে নিতে পারেন: ডাউনলোড
নতুন সকল সরবরাহ বিল ফরমের MS Word ফাইল: ডাউনলোড Staff TA DA Bill Form Word by Image Custom Download