উৎসে ভ্যাট কর্তন হার ২০২৫ । উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায়ের নতুন প্রজ্ঞাপন জারি?
উৎসে কর্তনকারী সত্তা” অর্থ কোনো সরকার বা উহার কোনো মন্ত্রণালয়, বিভাগ, বা দপ্তর, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, পরিষদ বা অনুরূপ কোনো সংস্থা, এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান, কোনো ব্যাংক, বীমা কোম্পানি বা অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান, মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, কোনো লিমিটেড কোম্পানি এবং দশ কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভারযুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বুঝাইবে– উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২৫
উৎসে ভ্যাট কর্তন আমার জানার দরকার কি? হ্যাঁ। আপনাকেও জানতে হবে। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের জন্য অত্যাবশ্যকীয় একটি এসআরও এটি। প্রতি বছর সাধারণত কিছুটা চেঞ্জ হয়। তাই আপডেটেড থাকা উচিত। সরকারি দপ্তরের অনেক কর্মকর্তার নিরীক্ষা আপত্তি থাকে শুধুমাত্র এই এসআরও সম্পর্কে আপডেটেড না থাকার কারণে। তাই আমার পরামর্শ, বিশেষ করে সরকারি দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তা বা ডিডিও এবং ডিডিওকে যিনি সহযোগিতা করেন বা যিনি বিল তৈরি করেন তাঁদের প্রতি, প্রতি বছর অন্তত ভ্যাট সংক্রান্ত এ এসআরও টার বিষয়ে আপডেট থাকুন প্লিজ তাহলে আপনি অনেকটা ভারমুক্ত থাকবেন ইনশাআল্লাহ। বাজারে ভ্যাট-বুকলেট নামে অনেক চটি বই পাওয়া যায়, সেটার প্রতি আস্থা না রাখায় ভালো। তবে সেটি রাখতে পারেন এবং কোনো আইটেমে অস্বাভাবিক কম ভ্যাট ধার্য করা থাকলে মিলিয়ে নিতে পারেন।
১৫% শতাংশ মূসক কখন ধরতে হয়? অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে, বাংলাদেশের বাহিরে অবস্থিত অনাবসিক ব্যক্তির নিকট সেবামূল্য পরিশোধের সময় সংশ্লিষ্ট ব্যাংক ১৫ (পনেরো) শতাংশ হারে উৎসে মূসক আদায় বা কর্তন করিয়া আদায়কৃত মূসক ব্যাংকের সংশ্লিষ্ট কর মেয়াদের মূসক দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিবে। নিবন্ধিত ব্যক্তি কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে, ১৫ (পনেরো) শতাংশ হারে মূসক সরকারি কোষাগারে জমা প্রদান করিয়া ট্রেজারি চালানের অনুলিপি ব্যাংকে দাখিল করিলে ব্যাংক উৎসে কর্তন বা আদায় ব্যতীত অনাবাসিক ব্যক্তির প্রাপ্য অর্থ প্রেরণ করিবে, তবে, ট্রেজারি চালান না থাকিলে বা প্রদেয় মূসক কম প্রদত্ত হইলে অপরিশোধিত মূসক ব্যাংক উৎসে কর্তন বা আদায় করিবে এবং আদায়কারী ব্যাংক সংশ্লিষ্ট কর মেয়াদের মূসক দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষ বা যে কোনো লাইসেন্স, পারমিট বা রেজিষ্ট্রেশন প্রদানকারী কর্তৃপক্ষ লাইসেন্স, রেজিষ্ট্রেশন বা পারমিট প্রদান বা নবায়নকালে বা, ক্ষেত্র বিশেষে, কোনো সুবিধা সৃষ্টিকারী সেবার ক্ষেত্রে উক্তরূপ সুবিধা গ্রহণকারী ব্যক্তির নিকট হইতে প্রাপ্ত সমুদয় অর্থের উপর ১৫ (পনেরো) শতাংশ হারে উৎসে মূসক আদায় করিবে। এছাড়া, প্রদত্ত লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিটে উল্লিখিত শর্তের আওতায় রাজস্ব বণ্টন (Revenue sharing), রয়্যালটি, কমিশন, চার্জ, ফি বা অন্য কোনোভাবে প্রাপ্ত সমুদয় অর্থের উপর ১৫ (পনেরো) শতাংশ হারে উৎসে মূসক আদায় করিতে হইবে।
কখন উৎসে ভ্যাট কাটতে হয় না? যেই সকল ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। উৎপাদনকারী ১৫ (পনেরো) শতাংশ হারে বা হ্রাসকৃত হারে বা সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে এইরূপ কোনো পণ্য উক্ত হার বা সুনির্দিষ্ট কর উল্লেখপূর্বক ফরম মূসক-৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে সরবরাহ করিলে; কোন ব্যবসায়ী ফরম মূসক-৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে ১৫ (পনেরো) শতাংশ মূসক হার উল্লেখপূর্বক পণ্য সরবরাহ করিলে তবে শর্ত থাকে যে, উক্ত ক্ষেত্রে ব্যবসায়ী কর্তৃক সর্বশেষ অর্থ- বৎসরে Integrated VAT Administration System (IVAS) হইতে প্রাপ্ত নিয়মিত দাখিলপত্র পেশ সংক্রান্ত প্রত্যয়নপত্র বা মূসক সম্মাননাপত্র সরবরাহ গ্রহীতার নিকট দাখিল করিতে হইবে; আরো শর্ত থাকে যে, যৌক্তিক কারণে উক্ত প্রত্যয়নপত্র বা মূসক সম্মাননাপত্র দাখিল করিতে ব্যর্থ হইলে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট হইতে প্রাপ্ত প্রত্যয়নপত্র বা মূসক সম্মাননাপত্র সরবরাহ গ্রহীতার নিকট দাখিল করিতে হইবে; বিধি (৩) এর উপ-বিধি (১) এর টেবিলে উল্লিখিত সেবা ব্যতীত অন্য কোনো সেবার ক্ষেত্রে সেবা সরবরাহকারী ফরম মূসক-৬.৩ এর মাধ্যমে সেবা সরবরাহ করিলে; জ্বালানি তেল, গ্যাস, পানি (ওয়াসা), বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল ফোন পরিষেবার বিল পরিশোধের ক্ষেত্রে; আইনের প্রথম তফসিলে উল্লিখিত পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহের ক্ষেত্রে; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ২১ এর আওতায় শূন্যহার বিশিষ্ট সরবরাহের ক্ষেত্রে; বিধি (৩) এর উপ-বিধি (১) এর টেবিলে উল্লিখিত বিজ্ঞাপনী সংস্থা এবং টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী শীর্ষক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা বা সহকারী রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যয়িত ফরম মূসক-৬.৩ প্ৰদান করিলে; আসবাবপত্রের উৎপাদক ১৫ (পনেরো) শতাংশ হারে মূসক প্রদর্শনপূর্বক স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা বা সহকারী রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যয়িত ফরম মূসক-৬.৩ প্রদান করিলে; Electronic Fiscal Device (EFD)/Sales Data Controller (SDC)/ Public Key Infrastructure (PKI ) / Point of Sales (POS) হইতে ইস্যুকৃত মূসক চালানপত্রে (ফিসক্যাল রিসিট) সরবরাহ গ্রহীতার নাম ও নিবন্ধন নম্বর উল্লেখ থাকা সাপেক্ষে; এবং ব্যবসায়ীর নিকট হইতে দেশীয় ঔষধ ক্রয়ের ক্ষেত্রে।
টেন্ডার, চুক্তি, কার্যাদেশ বা অন্যবিধভাবে সরবরাহের ক্ষেত্রে নিম্নের টেবিলে বর্ণিত কলাম (২) এ উল্লিখিত সেবার কোডের বিপরীতে, কলাম (৩) এ বিধৃত সেবার ক্ষেত্রে কলাম (৪) এ উদ্ধৃত হারে মূসক চালানপত্র থাকুক বা না থাকুক আবশ্যিকভাবে উৎসে কর্তনকারী সত্তা কর্তৃক উৎসে মূসক কর্তন করিতে হইবে
যোগানদার” অর্থ কোটেশন বা দরপত্র বা কার্যাদেশ বা অন্যবিধভাবে কোনো উৎসে কর্তনকারী সত্তার নিকট পণের বিনিময়ে আইনের প্রথম তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত অন্য যে কোনো পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ করেন এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা।
উৎসে ভ্যাট কর্তন হার ২০২৫ পিডিএফ ডাউনলোড লিংক
নতুন ভ্যাট তালিকা ২০২৫-২০২৬ । ভ্যাট তালিকাতে নতুন কি কি পরিবর্তন আসছে?
- অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (এসি) -১০%
- অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (নন এসি)-৫%
- মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ-১০%
- আসবাবপত্র বিপনন কেন্দ্র-৭.৫% (সরাসরি ভোক্তার ১৫%)
- জ্বালানী (সিএনজি/অকটেন/ডিজেল)-৫%
- যান্ত্রিক লন্ড্রি-১৫%
- ডকইয়ার্ড-১০%
- নিলামকারী সংস্থা-১৫%
- তথ্য প্রযুক্তি নির্ভর সেবা-৫%
- ছাপাখানা-১৫%
- ইন্ডেটিং সংস্থা-১৫%
- ইন্টারনেট-৫%
- মেরামত ও সার্ভিসিং-১৫%
- ভবন , মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা-১৫%
- ক্রয় বা যোগানদার -১০%
- নির্মাণ সংস্থা -১০%
- বিজ্ঞাপনী সংস্থা-১৫%
- নিলামকৃত পন্যের ক্রেতা-১৫%
- বিবিধ-১৫%
- ভূমি ক্রয়কারী- ১৫%
- যানবাহন ভাড়া প্রদানকারী -১৫%
- বিদ্যুৎ বিতরণকারী -৫%
- টেইলারিং শপ-১০%
- অন্যান্য বিবিধ সেবা- ১৫%
- অনলাইনে পন্য বিক্রয়-১৫%
- ওয়াসা-১৫%
- ইজারাদার-১৫%
- রাইড শেয়ারি-৫%
- স্পন্সরশীপ সেবা-১৫%
কত দিনের মধ্যে মূসক জমা দিতে হয়?
উৎসে মূসক কর্তনকারীর করণীয়।-(১) আইনের প্রথম তফসিলের সরবরাহ ব্যতীত সরবরাহকারী কর চালানপত্র (ফরম মূসক-৬.৩) জারি না করিলে, উৎসে কর কর্তনকারী সত্তা সরবরাহকারীর নিকট হইতে কোনো সরবরাহ গ্রহণ করিবে না এবং সরবরাহকারীকে উক্ত সরবরাহের বিপরীতে কোনো মূল্য পরিশোধ করিবে না : তবে শর্ত থাকে যে, সরবরাহ গ্রহীতা, প্রযোজ্য ক্ষেত্রে, তালিকাভুক্ত নহে বা অনিবন্ধিত এইরূপ কোনো ব্যক্তির নিকট হইতে সরবরাহ গ্রহণ করিয়া থাকিলে প্রযোজ্য মূসক পরিশোধে সরবরাহ গ্রহীতা দায়ী থাকিবেন। উৎসে মূসক কর্তনকারী সত্তা বা সরবরাহ গ্রহীতা নিবন্ধিত হইলে- (ক) সরবরাহ গ্রহীতা উৎসে কর্তনকৃত বা আদায়কৃত মূসক পণ পরিশোধ সংশ্লিষ্ট কর মেয়াদের দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করিবেন; (খ) উৎসে মূসক কর্তনকারী সত্তা দাখিলপত্র দাখিল করার ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ফরম “মূসক-৬.৬” এ তিন প্রস্থে উৎসে কর কর্তন সনদপত্র ইস্যু করিয়া উহার মূলকপি সংশ্লিষ্ট মূসক সার্কেলে দাখিল করিবেন, একটি অনুলিপি সরবরাহকারীকে প্রদান করিবেন এবং একটি অনুলিপি ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত সংরক্ষণ করিবেন। (৩) উৎসে মূসক কর্তনকারী সত্তা বা সরবরাহ গ্রহীতা মূসক নিবন্ধিত না হইলে সরবরাহকারীকে পণ পরিশোধের ১৫ (পনেরো) দিনের মধ্যে উৎসে কর্তিত মূসক নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ফরম “মূসক-৬.৬” এ তিন প্রস্থে উৎসে কর কর্তন সনদপত্র ইস্যু করিয়া উহার মূলকপি ও ট্রেজারি চালানের মূলকপি সংশ্লিষ্ট মূসক সার্কেলে দাখিল করিবেন, একটি অনুলিপি সরবরাহকারীকে প্রদান করিবেন এবং একটি অনুলিপি ৫ (পাঁচ) বৎসর সংরক্ষণ করিবেন। একটি ট্রেজারি চালানে একাধিক সরবরাহকারীর নিকট হইতে কর্তিত মূসক জমা প্রদানের ক্ষেত্রে ট্রেজারি চালানের বিপরীত পৃষ্ঠায় অথবা আলাদা কাগজে বিস্তারিত break-up উল্লেখ করিতে হইবে।
ভ্যাট কি এখন এ চালানে জমা দিতে হয়? হ্যাঁ। উৎসে কর্তনকারী নিবন্ধিত না হইলে উৎসে কর্তিত মূসক তাহার সংশ্লিষ্ট স্থানীয় মূসক সার্কেলের অর্থনৈতিক কোডে জমা প্রদান করিবেন। এ-চালানের মাধ্যমে জমা প্রদানের ক্ষেত্রে http://ibas.finance.gov.bd ওয়েব এড্রেস হতে সংশ্লিষ্ট মূসক সার্কেল এবং অর্থনৈতিক কোড “সংশ্লিষ্ট সার্কেল কোড / ১১০০০০০০০/11001000/১১৪১১০১” সিলেক্ট করিতে হইবে। এলটিইউ (মূসক) কমিশনারেট এর অধীন জমা প্রদানের ক্ষেত্রে বৃহৎ করদাতা ইউনিট (মূসক) ও অর্থনৈতিক কোড ১১10204102025 সিলেক্ট করিতে হইবে। এ-চালানের মাধ্যমে অর্থ জমা প্রদানের ক্ষেত্রে প্রথমে উল্লিখিত ওয়েব এড্রেসে গিয়ে এনবিআর এর জমা অপশনে ক্লিক করিয়া মূসক অপশন বাছাই করিবার পর বিআইএন নম্বর এন্ট্রি করিতে হইবে ও সারচার্জ এর ধরণ বক্সে দেশজ পণ্য ও সেবার উপর মূসক-VAT on domestic products and services সিলেক্ট করিতে হইবে। পরবর্তী ক্রমিকে টাকার পরিমাণ উল্লেখ করিয়া ok বাটনে ক্লিক করিতে হইবে, এইভাবে ক্রমিক-২ এর তথ্য প্রদান সম্পন্ন হইবে। এ-চালানের শুরুতে সংশ্লিষ্ট কমিশনারেট বাছাই করিতে হইবে এবং ক্রমিক-১ এ সংশ্লিষ্ট স্থানীয় মূসক সার্কেল সিলেক্ট করিতে হইবে। ক্রমিক-৩ এ যে ব্যক্তি/ প্রতিষ্ঠানের পক্ষে অর্থ জমা দেওয়া হইতেছে তাহার ধরণ সিলেক্ট করিতে হইবে এবং টিআইএন বা বিআইএন নম্বর দিয়ে Check বাটনে ক্লিক করিলে এবং নম্বর সঠিক থাকিলে সংশ্লিষ্ট টিআইন/ বিআইএন তথ্য উদ্ধার সফলভাবে সম্পন্ন হইয়াছে লেখা আসিবে। অতঃপর যার মাধ্যমে অর্থ জমা দেওয়া হইতেছে তার জন্ম নিবন্ধনপত্র/টিআইএন/জাতীয় পরিচয়পত্র/অন্যান্য অপশন সিলেক্ট করিয়া তাহার নম্বর এন্ট্রি দিয়া পুনরায় Check বাটনে ক্লিক করিয়া পরিচয় নিশ্চিত হইতে হইবে। ক্রমিক-৪ এ যেই ব্যক্তি/প্রতিষ্ঠানের পক্ষে অর্থ জমা দেওয়া হইতেছে তাহার মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস এন্ট্রি দিতে হইবে। ক্রমিক নং-৫ এ অর্থ পরিশোধের ধরণ নির্বাচন করিতে হইবে এবং মন্তব্য থাকিলে তাহা লিপিবদ্ধ করিতে হইবে। অনলাইনের মাধ্যমে অর্থ পরিশোধ করিতে চাহিলে সাথে সাথে পরিশোধ করিয়া চালান নম্বরসহ এ-চালানের কপি জেনারেট হইবে যাহা সেভ করিয়া বা কপি প্রিন্ট করিয়া ব্যবহার করা যাইবে। সরাসরি ব্যাংকে অর্থ পরিশোধ করিতে চাহিলে ব্যাংক কাউন্টারে জমা সিলেক্ট করিয়া save বাটনে ক্লিক করিয়া সেভ করিবার পর অর্থ জমা গ্রহণ স্লিপ এর দুইটি প্রিন্ট কপিসহ ব্যাংকে টাকা জমা দিতে হইবে। ব্যাংকে টাকা পরিশোধ করার পর চালান নম্বরসহ এ-চালানের একটি প্রিন্ট কপি ব্যাংক কর্তৃক প্রদান করা হইবে। ই-পেমেন্ট এর ক্ষেত্রে http://nbr.sblesheba.com ওয়েব এড্রেস হইতে VAT Payment সিলেক্ট করিতে হইবে এবং যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা করিতে হইবে তাহার বিআইএন নম্বর, নাম, ঠিকানা, কমিশনারেট, মোবাইল নম্বর, ইমেইল নম্বর, ট্যাক্স টাইপ: VAT on domestic Products and Services এবং Purpose এ VDS সিলেক্ট করিতে হইবে। অতঃপর Option বাটন হইতে Single/Multiple Select করিতে হইবে এবং VDS BIN এন্ট্রি দিয়ে VAT Amount লিখে Next ক্লিক করিবার পর পেমেন্ট অপশন সিলেক্ট করিয়া পেমেন্ট সম্পন্ন করিবার পর একটি ই-স্লিপ জেনারেট হইবে যাহা ট্রেজারি চালান হিসাবে ব্যবহার করিতে হইবে। ভ্যাট ও আয়কর তালিকা নতুন ২০২৫ পিডিএফ ডাউনলোড
উৎসে কর্তনকারী সত্তাসমূহের মধ্যে যে সকল সত্তার লেনদেন বা তৎসংক্রান্ত বিল হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তি হয়, তাহাদের উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও সরকারী কোষাগারে পরিশোধ সংক্রান্ত কার্যক্রম সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হইবে। | উৎসে কর্তনকারী সত্তা হিসাবরক্ষণ কর্মকর্তার নিকট দাখিলকৃত বিলে, যাহার অনুকূলে বিল অনুমোদন করা হইয়াছে তাহার নাম ও ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা উল্লেখ করিবেন এবং উল্লিখিত বিল পরিশোধের জন্য অনুমোদিত হইলে হিসাবরক্ষণ কর্মকর্তা উহা হইতে প্রযোজ্য মূল্য সংযোজন কর কর্তন করিয়া বুক ট্রান্সফার বা অন্যবিধ স্বীকৃত পদ্ধতিতে সরকারি কোষাগারে জমা করিবেন। | হিসাবরক্ষণ কর্মকর্তা বিল পরিশোধের ৩ (তিন) কার্যদিবসের মধ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ৩৮(৪) মোতাবেক ব্যবস্থা গ্রহণ করিবেন। |
সরবরাহকারীর করণীয়।- (১) সরবরাহকারীকে পণ্য বা সেবা সরবরাহকালে ফরম “মূসক-৬.৩” এ কর চালানপত্র ইস্যু করিতে হইবে। | ||
উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা, ২০১৯