যে সকল সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ হতে ২ (দুই) বছর ছিল সে সকল জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য বর্ধিত করা হলো। আপনি চাইলে এখন অনলাইনে যে কোন জাতীয় পরিচয় ধারীর পরিচয় পত্র যাচাই বা ভেরিফিকেশন করতে পারবেন-NID Online Copy 2025
জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কতদিন? বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র (NID) সাধারণত ইস্যুর তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত বৈধ থাকে। জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। মেয়াদ শেষ হলে নাগরিকদের নির্ধারিত ফি পরিশোধ করে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করে নতুন NID কার্ড সংগ্রহ করতে হবে।
সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ নির্বাচন কমিশন অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে। আপনার NID কার্ডের মেয়াদ শেষ হয়েছে কিনা তা যাচাই করতে কার্ডে প্রিন্ট করা ইস্যুর তারিখ দেখুন। মেয়াদ শেষ হলে নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে নবায়নের জন্য আবেদন করুন। আরও তথ্যের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট nidw.gov.bd ভিজিট করতে পারেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ
গণবিজ্ঞপ্তি
জাতীয় পরিচয়পত্র প্রাপ্ত সকল নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে, যে সকল সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ হতে ২ (দুই) বছর ছিল সে সকল জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য বর্ধিত করা হলো। ফলে, সকল প্রকার সাময়িক জাতীয় পরিচয়পত্র এখন থেকে বৈধ হিসেবে ব্যবহার করা যাবে। সকল সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম হতে চেক করে প্রয়োজনীয় সেবা প্রদান করতে পারবে।
মেয়াদের কারণে সেবা গ্রহীতাকে কোন সেবা প্রদান থেকে বঞ্চিত না করার অনুরোধ করা হল।
এছাড়াও যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ আছে তারা প্রয়োজনে এনআইডি সার্ভিস https://services.nidw.gov.bd লিংক রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন থেকে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস হতে প্রাপ্ত কার্ডের ন্যয় রঙ্গিণ) ডাউনলোড পূর্বক মুদ্রণ ও লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন।
টোল ফ্রি হেল্প লাইন-১০৫ (নম্বরে মোবাইল থেকে কল দিলে টাকা কাটবে না। আপনি আপনার ভোটার সিপ্ল নম্বর দিয়ে তথ্য ভেরীফিকেশনের মাধ্যমে উক্ত নম্বরে কল করে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি জেনে নিতে পারেন। কল করুন: সকাল ৯ টা থেকে বিকাল ৫ টার মধ্যে।
www.ecs.gov.bd: এখন থেকে আপনি ভোটার তালিকা জেনে নিতে পারেন।
www.nidw.gov.bd : এই লিংকে গিয়ে আপনি আপনার অথবা অন্য কারও এনআইডি বসিয়ে নিন এবং জন্ম তারিখ বসিয়ে ক্যাপচা এন্ট্রি করলেই জাতীয় পরিচয়পত্রটি সঠিক আছে কিনা জেনে নিতে পারবেন। জানতে পারবেন নিম্নোক্ত তথ্য।।
NID অনলাইন কপি রঙ্গিণ লেমিনেটিং করে সকল কাজে ব্যবহারের অনুমতি আজীবন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি: ডাউনলোড
অনলাইনে কি এনআইডি যাচাই করা যায়?
হ্যাঁ, অনলাইনে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) যাচাই করা যায়। এজন্য আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে যাচাই করতে পারবেন। অনলাইনে এনআইডি যাচাই করার পদ্ধতি-1. জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ ওয়েবসাইটে যান-https://services.nidw.gov.bd ওয়েবসাইটে যান। আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড পূরণ করুন। OTP কো দিয়ে ভেরিফাই করুন:আপনার মোবাইল নম্বরে পাঠানো OTP কোড দিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করুন। NID নম্বর এবং জন্ম তারিখ দিন। আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ লিখুন। যাচাই করুন: যাচাইকরণ সম্পন্ন করার জন্য “যাচাই করুন” বাটনে ক্লিক করুন।
It’s one of the Great job the government has done. Now anyone can make a inquiry of anyone’s NID. Especially, the Bank, NGO, Insurance, all the government and non government job provider can now easily make a inquiry about the candidates NID; whether It’s real or fake.
We are great full to government for this noble approach.