এমপিওভূক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধাদি প্রবিধানমালা, ২০০৫ মোতাবেক চাঁদা প্রদানকারী কোন শিক্ষক বা কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের চাকুরী হইতে অবসর গ্রহণ করিলে তিনি এমপিওভূক্ত হইবার পর যত বৎসর শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করিয়াছেন তাহার ভিত্তিতে নিম্নোক্তভাবে এককালীন আর্থিক সুবিধাদি প্রাপ্য হইবেন।
১। দশ বছর বা তদুর্ধ্ব কিন্তু এগার বছরের কম চাকুরীকালের জন্য ১০ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ।
২। এগার বছর বা তদুর্ধ্ব কিন্তু বার বছরের কম চাকুরীকালের জন্য ১৩ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ।
৩। বার বছর বা তদুর্ধ্ব কিন্তু তের বছরের কম চাকুরীকালের জন্য ১৬ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ।
৪। তের বছর বা তদুর্ধ্ব কিন্তু চৌদ্দ বছরের কম চাকুরীকালের জন্য ১৯ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ।
৫। চৌদ্দ বছর বা তদুর্ধ্ব কিন্তু পনের বছরের কম চাকুরীকালের জন্য ২২ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ।
এভাবে
১৬। পঁচিশ বছর বা তদুর্ধ্ব চাকুরীকালের জন্য ৭৫ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ।
চাঁদা প্রদানকারী কোন শিক্ষক বা কর্মচারী চাকুরীকালীন সময়ে মৃত্যুবরণ করিলে তাহার পরিবার উক্ত শিক্ষক বা কর্মচারী এমপিওভূক্ত হইবার পর যত বৎসর চাকুরী করিয়াছেন তাহার ভিত্তিতে উপ-প্রবিধান (১) এ বর্ণিত হারে অবসর সুবিধা প্রাপ্য হইবেন।
উপরোক্ত সুবিধাদি প্রাপ্য হইবার জন্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণের মাসিক বেতন ভাতার সরকারী অংশ প্রদানকালে প্রত্যেক শিক্ষক ও কর্মচারীর মূল বেতনের ৪% হারে অর্থ “অবসর সুবিধা চাঁদা” হিসাবে সরকার কর্তৃক কর্তন করা হইবে যা বাধ্যতামূলক।
বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ২০২৫ । অনলাইনে আবেদন করতে হয়
Online Application link: https://apps.terbb.gov.bd/
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধাদি প্রবিধানমালা, ২০০৫: ডাউনলোড
স্কুল কলেজের শিক্ষক রা কেমন আর্থিক সুবিধা পায়?
২০০২ সালের ২৭ নং আইনের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড গঠন হয়। এ আইনের (বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কমচারী অবসর সুবিধা আইন, ২০০২) ধারা ১৫ তে প্রদত্ত ক্ষমতা বলে প্রণীত প্রবিধান-২০০৫ অনুযায়ী ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা’’ চালু হয়। প্রবিধানমালা-২০০৫ এর উপ-প্রবিধান-১০(১) অনুযায়ী এমপিওভূক্ত অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসরকালীন সময়ের সুবিধা প্রদান করা হয়। বর্তমানে ব্যানবেইস ভবন, ১ জহির রায়হান রোড, পলাশী-নীলক্ষেত, ঢাকার নীচতলায় ৫টি কক্ষ নিয়ে এর কর্যক্রম পরিচালিত হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অধীন এমপিওভূক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা প্রদান কার্যক্রম এই বোর্ডের আওতাভূক্ত। এমপিওভূক্ত শিক্ষক ও কর্মচারীদের এমপিও থেকে ৬% টাকা সঞ্চয় করে অবসর সুবিধাদি প্রদান করা হয়ে থাকে।
আমি নিম্ন স্বাক্ষরকারী ১৫ই নভেম্বর ১৯৮৫ ইংরেজি
হতে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত হয়ে বিরতিহীন ভাবে কর্মজীবন চালিয়ে ৩১শে ডিসেম্বর ২০১৯ ইংরেজি অবসর গ্রহন করি । অবসরকালীন শেষ বেতন স্কেল ২৪৪০০/= টাকা ছিল । বর্তমানে আমি অনাহারে, অর্ধাহারে দিন কাটিয়ে যাচ্ছি । বিষয়টি আপনি কিভাবে মুল্যায়ন
করবেন ?
কৃষ্ণ কুমার সিংহ
মোবাইল নম্বর -০১৭১২-৯৪০১১১
আপনার দপ্তরের বা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারণ কল্যাণ কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। http://www.dshe.gov.bd/ লিংকে কল্যাণ কর্মকর্তার মোবাইল নম্বর খুজুন।
আমার বাবা একজন বেসরকারি স্কুলের কর্মকর্তা ছিলেন আমার বাবা মারা গেছেন আজ প্রায় তিন বছরের একটু বেশি সময় আমরা কাগজ পাতি জমা দিয়েছি প্রায় তিন বছর হয়েছে পারিবারিকভাবে আমরা খুবই সমস্যায় আছি আমাদের টাকা পেতে আরো কতদিন সময় লাগবে
পারিবারিক পেনশন পেতে ১-৩ মাসের বেশি সময় লাগে না। আপনি উক্ত অফিসের কল্যাণ কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। দ্রুত হবে আশা করছি।
আসসালামুয়ালাইকুম স্যার
আমার বাবা একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পিয়ন পদে চাকরি করে ২৭/০৬/২০২১ সালে অবসরে যান,আমরা সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি,আমার বাবা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রায় তিন বছর হয়ে গেছে আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি এবং আমার বাবার শারীরিক চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন দয়া করে যদি আমার বাবার অবসরের টাকার ব্যবস্থা করে দেন আমরা আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ স্যার 01812557051
দু:খিত। ইচ্ছা থাকলেও সম্ভব নয়। আপনাকে সংশ্লিষ্ট অফিসের অবসর ও পেনশন সংক্রান্ত অফিসারের সাথে যোগাযোগ করতে হবে।
আমার আব্বা অবসরে গেছেন আজ প্রায় ৭বছর। আব্বা মারা গেছেন, কাগজপত্র সব জমা দেয়া হয়েছে আব্বা অবসরে যাই তখন। কিন্তু এখনো অবসরের টাকা পাইনি আমরা। আমাদের দিনকাল খুব কস্টে যাচ্ছে। এখন কি করবো আমরা! যদি একটু সাহায্য করতেন তাহলে আমাদের খুবই উপকার হতো
এখন পারিবারিক পেনশন বা কল্যাণ ভাতা ও অন্যান্য সুবিধার জন্য আবেদন করতে হবে। পূর্বের আপনার বাবার করা আবেদন আগাবে না।