বাংলাদেশ সার্ভিস রুলস এর বিধি-১৫৭-১৬১ বিশ্লেষণ: এই সেকশনটি (বিধি-১৫৭-১৬১ পর্যন্ত) বর্তমানে সংশোধিত আকারে প্রযোজ্য আছে। সংশোধন অনুযায়ী কোন সরকারি যান ব্যবহার ব্যতীত ৮ ঘন্টার বেশি সদর দপ্তর হইতে অনুপস্থিত থাকিলে একটি দৈনিক ভাতা পাইবেন। সরকারি যান ব্যবহার পূর্বক ভ্রমণের ক্ষেত্রে কোনরূপ ভ্রমণ ভাতা প্রাপ্য নয়।
৮ ঘন্টার বেশি থাকতে হবে? ০৮ ঘন্টার বেশি সদর দপ্তরে হতে দূরে থাকতে হবে। সরকারি যান ব্যবহার করার কারণে কোন ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন না।
সরকারি কাজে ০৮ ঘন্টার বেশি সদর দপ্তরে অনুপস্থিত থাকলেই ১টি দৈনিক ভাতা প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে বিএসআর দেখুন: ডাউনলোড
(ক) বিধি ৫৭(২) একজন সরকারি কর্মচারী সদর দপ্তর হইতে বাহিরে অবস্থানের প্রতিদিনের জন্য নির্দিষ্ট হারে যে ভাতা প্রাপ্য হন তাহাকে দৈনিক ভাতা বলা হয়। সরকারি কাজে সদর দপ্তর হইতে বাহিরে অবস্থানের ফলে সরকারি কর্মচারী কর্তৃক ব্যয়িত দৈনিক সাধারণ খরচ মিটানো এই ভাতা প্রদানের উদ্দেশ্য। সরকারি কর্মচারী যে শ্রেণির অন্তর্ভুক্ত তিনি তাহার বেতনের উপর ভিত্তি করিয়া সেই শ্রেণির জন্য নির্ধারিত দৈনিক ভাতা পাইবেন। (বিএসআর: ১১-৫৫)
(খ) কোন সরকারি কর্মচারী তাহার সদর দপ্তর হইতে ৫ মাইল বা ৮ কিঃ মিঃ এর অধিক দূরত্বে সরকারি কাজে অবস্থান না করিয়া সদর দপ্তরে ফিরিয়া আসিলে তিনি সেই দিনের জন্য কোন দৈনিক ভাতা প্রাপ্য হইবেন না। (এস আর-৭১)
(গ) বিধি ১৫৭ (এ) : কোন দিন সদর অফিস হইতে সরকারী কর্মচারী ধারাবাহিকভাবে আট ঘন্টার অধিক সময় অনুপস্থিত থাকেন-সেই ক্ষেত্রে তিনি নিজ শ্রেণীর দৈনিক ভাতা গ্রহণ করতে পারেন।
যদি অন্য কোন অফিসে সংযুক্তি করা হয় এবং তিন মাসের মধ্যে সংযুক্তি বাতিল করা হয় তহলে কি উক্ত কর্মচারী অবস্থান সনদ ও ডিএ প্র্যাপ্য হবেন।
সংযুক্ত অফিসে যোগদান করলে সে ট্রান্সফার বিল করতে পারবেন। ডিএ প্রাপ্য নয়।