সরকারি চাকুরিরত কর্মচারীগণ নিজ আবেদনের প্রেক্ষিতে বদলির বিধান রয়েছে। জনস্বার্থেও সরকার যে কোন সময় বদলি বা পদায়ন দিতে পারে-Govt. Transfer TA DA For Self Application
সরকারি বদলির আদেশে সম্পূর্ণ জনস্বার্থে করা হয়েছে?- ভ্রমণ ভাতা পাবেন। এই আদেশ তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে করা হয়েছে — ভ্রমণ ভাতা পাবেন না। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ হলে টিএ/ডিএ পাওয়া যাবে না। জনস্বার্থে বদলির আদেশ হলে সব সুবিধা পাওয়া যাবে।
সার সংক্ষেপ:
- জনস্বার্থে কোন পদায়ন হলে কিছুদিন চাকুরি করার পর বদলির আবেদন করা যায়।
- নিজ আবেদনের প্রেক্ষিতে বদলি হলে সাধারণত কো টিএ/ডিএ পাওয়া যায় না।
- বদলি আদেশে কেবল জনস্বার্থে শব্দটি উল্লেখ থাকলেই টিএডিএ পাওয়া যায়।
- যোগদানের ১ মাস পরই বদলির আবেদন করা যায়।
- যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এ ধরনের আবেদন করতে করতে হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ১০ জানুয়ারি ২০১৯ খ্রি: তারিখের ০৫-পাউবো/(কপ)/বি-৩/শা-১/ব-২৩/২০১৭ নম্বর দপ্তারাদেশ মোতাবেক জনাব মো: বছির উদ্দিন, মেকানিক কে তিস্তা যান্ত্রিক বিভাগে, নীলফামারীতে বদলি করা হয়েছে।
যেখানে উল্লেখ রয়েছে যে, নিজ আবেদনের প্রেক্ষিতে বদলি করায় তিনি কোন প্রকার বদলি ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা প্রাপ্য হবেন না।
যদি লেখা থাকে আবেদনের প্রেক্ষিতে বদলি হয়েছে তাহলে পাবেন না, আর জনস্বার্থে বদলি উল্লেখ থাকলে পাবেন।
নিজ আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশের কপি দেখে নিতে পারেন: ডাউনলোড