কোন দিনের ভ্রমনের জন্য একই সংগে পথ ভাড়া ভাতা এবং দৈনিক ভাতা প্রাপ্য নয়। তবে SR-76-A, BSR-77 মোতাবেক উক্ত দিনে অবস্থান স্থানে পৌছানোর জন্য কিংবা অবস্থান স্থান হতে প্রত্যাবর্তনের জন্য অর্থ-দৈনিক ভাতা প্রাপ্য। কোন স্থানে অবস্থান না করলে অর্থাৎ একই দিনে পৌছানো এবং প্রস্থানের জন্য অর্ধ দৈনিক ভাতা প্রাপ্য হবে। [SR-76-A, BSR-77]

১। সদর দপ্তর হতে ৮ কিলোমিটারের অধিক দূরত্বে না পৌছালে এবং ৮ ঘন্টার অধিক সময় সদর দপ্তর হতে অনুপস্থিত না থাকলে দৈনিক ভাতা প্রাপ্য নয়। সদর দপ্তর ত্যাগের সময় হতে অনুপস্থিত কাল আরম্ভ হয় এবং সদর দপ্তরে প্রত্যাবর্তনের সময়ে অনুপস্থিত কাল শেষ হয়। [SR-70, 71/ BSR-70, 71]

২। ভ্রমনের সময় নৈমিত্তিক ছুটি গ্রহণ করা হলে কিংবা শুক্রবার অথবা যে কোন ছুটির দিনে ভ্রমণের স্থানে অবস্থান না করলে ঐ সময়ের জন্য দৈনিক ভাতা প্রাপ্য নয়। [SR-72/BSR-72]

৩। ভ্রমনকালে কোন অবস্থান স্থঅনে পৌছানোর দিনের জন্য অথবা অবস্থান স্থান হতে প্রত্যাবর্তনের দিনের জন্য অর্ধ দৈনিক ভাতা প্রাপ্য। তবে একই দিনে পৌছানো এবং প্রত্যাবর্তনের জন্য সর্বমোট দৈনিক ভাতা এক দিনের জন্য প্রাপ্য ভাতার অর্ধেকের অধিক হবে না। [SR-76-A, BSR-77]

৪। সরকারী গাড়ীতে ভ্রমনের ক্ষেত্রে ভাতা প্রাপ্য নয়। তবে সরকারী গাড়ী ব্যবহার পূর্বক ৮ ঘন্টার বেশী সদর দপ্তর হতে অনুপস্থিত থাকলে একটি দৈনিক ভাতা প্রাপ্য। (সংস্থাপন মন্ত্রণালয়ের স্মারক নং ইডি/আর-৫/২৪-২৬/৬২/১(৩৫০) তারিখ: ২০-৫-৭৪ ইং।)

৫। দৈনিক ভাতা দাবীর ক্ষেত্রে ব্যয় বহুল এলাকা বলতে সংশ্লিষ্ট ব্যয় বহুল শহরের পৌর এলাকাকে বুঝাবে। (অর্থ: ম/প্রবি-২/ভাতা-৫৫/৭৬-৩০৫ তারিখ: ১৪/৫/৭৫।)

উপরোক্ত বিধিগুলো PDF কপি সংগ্রহ বা প্রিন্ট করে রাখতে পারেন: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2984 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *