সরকারি বাসা বরাদ্দের জন্য এখন অনলাইন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইউজার আইডি খুলে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।
নিচে একটি বিজ্ঞপ্তির তথ্য চিত্র তুলে ধরা হলো:
সরকারি আবাসন পরিদপ্তরের ব্যবস্থাধীন মতিঝিলস্থ ই-শ্রেণীল বি-৯/২-৪ নম্বর যুক্ত বাসাসি বর্তমানে বরাদ্দযোগ্য। বাসাটি Online পদ্ধতিতে বরাদ্দ প্রদান করা হবে। বরাদ্দ প্রত্যাশীগণকে নিম্নবর্ণিত ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৭ মে , ২০১৯ এর মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকেন।
বাসা বরাদ্দ প্রত্যাশীগণ ইচ্ছাপোষন করলে www.bashaonline.com এই সাইটে গিয়ে বাসা বরাদ্দের জন্য আবেদন জমা দিতে পারেন।
বাসা বরাদ্দ বিজ্ঞপ্তি একটি নমুনা দেওয়া হলো: ডাউনলোড
উক্ত ওয়েব সাইটে লগিন করতে হলে প্রথমে আপনাকে বাসা বরাদ্দের জন্য আবেদন করে একটি লগিন আইডি খুলে নিতে হবে এই ওয়েব সাইটে গিয়ে esheba.gov.bd