অনলাইনে রিটার্ণ দাখিল করতে আয়কর রিটার্ণ ফাইল করার ন্যূনতম জ্ঞান থাকলেই হয় – তথ্য ইনপুট দিবেন এবং অটো ফাইল তৈরি হবে – Online tax return Submission 2024
অনলাইনে ই রিটার্ণ বা আয়কর দাখিল পদ্ধতি ২০২৪ – প্রথমে টিআইএন নম্বর, মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করবেন। পরবর্তীতে লগিন করে আয়, ব্যয়, সম্পদ দায়ের তথ্য ইনপুট দিবেন অটো হিসাব কষে রিটার্ণ ফাইল তৈরি হবে। অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর পরিশোধ করবেন। যদি আয়কর সিলিং এ পৌছানোর মত আয় না থাকে তবে জিরো রিটার্ণ দাখিল করবেন অর্থাৎ কোন আয়কর পরিশোধ করতে হবে না।
ই রিটার্ণ দাখিলের ধাপসমূহ কি কি? ধাপ-১ঃ https://etaxnbr.gov.bd/#/landing-page এই সাইটে প্রবেশ করুন। ধাপ- ২ঃ eReturn এ ক্লিক করুন। পরবর্তী ধাপগুলোর জন্য সংযুক্ত ছবিগুলো দেখুন। প্রতিটি ধাপ শেষে Save & Continue দিবেন। তাহলে কোন তথ্য হারাবে না। আপনি চাইলে সর্বশেষ Submit করার আগে যতবার খুশি পরিবর্তন করতে পারবেন। আপনি আয়কর বিকাশ/নগদ/ রকেট/ কার্ড/ নেক্সাস-পে তে দিতে পারবেন।মাঝে মাঝে সার্ভার ব্যস্ত থাকলে কিছু সময়পর আবার চেষ্টা করুন। আয়কর রিটার্ন পে করার সাথে সাথে আপনার মোবাইলে এসএমএস আসবে। করযোগ্য আয় থাকুক বা থাকুক । TIN টিন সার্টিফিকেট থাকলেই রিটার্ণ দাখিল করতে হবে
বিনিয়োগ ও ব্যাংক ইন্টারেস্ট তথ্য দেখাতে যে ডকুমেন্ট লাগবে – জীবন বীমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ, ডিপিএস করা থাকলে ডিপিএস স্টেটমেন্ট, পূর্বের কোন ডিপিএস এনক্যাশ বা নগদায়ন করে থাকলে নগদায়ন প্রত্যয়নপত্র বা এনক্যাশমেন্ট সার্টিফিকেট, এফডিআর করে থাকলে তার ডকুমেন্ট ও ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যয়নপত্র, শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগ প্রত্যয়নপত্র ও পোর্টফলিও -র কপি, সঞ্চয়পত্র ক্রয় করে থাকলে তার ডকুমেন্ট , সঞ্চয়পত্রের ইন্টারেস্ট প্রাপ্তি ও তার বিপরীতে টিডিএস কর্তনের প্রত্যয়নপত্র। Income tax Excel File 2022 । এক্সেলে যেভাবে রিটার্ণ ফাইল অটো রেডি করবেন
অনলাইনে রিটার্ণ দাখিল করুন / আয়কর মেলায় গিয়েও রিটার্ণ দাখিল করতে পারবেন।
প্রথমে অফলাইনে রিটার্ণটি প্রস্তুত করুন এবং সমস্ত কাগজপত্র হাতে নিয়ে বসে পড়ুন একটি ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে। আপনি যে সকল তথ্য ইনপুট দিবেন তা নিয়েই রিটার্ণ ফরম প্রস্তুত হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে তাই আর কোন ভাবনা চিন্তা নয়, টিন ধারী হয়ে থাকলে অবশ্যই এ বছর আমরা রিটার্ণ দাখিল করবো। টিনধারীর হিসাবে ট্যাক্স অফিসের পত্র পেতে না চাইলে অবশ্যই অনলাইনে হলেও রিটার্ণটি দাখিল করে ফেলুন নিচে টিউটোরিয়া লিংক দেয়া আছে, আপনি একটু চেষ্টার করলেই পারবেন ইনশা-আল্লাহ।
Caption: E Return Manual PDF Download
ই রিটার্ণ দাখিল করার নিয়ম ২০২৪। অনলাইনে খুব সহজে ই-রিটার্ন জমা দিতে যা যা লাগবে
- ১২ ডিজিটের ই-টিন নাম্বার
- আয়কর দাতার নামে নিবন্ধিত মোবাইল নাম্বার
- পূর্বে আয়কর দিয়ে থাকলে তার একটি নমুনা
- ব্যাংক স্টেটমেন্ট
- সর্বশেষ বছরের বেতন বিলের পুরনাঙ্গ বিবরণী
- ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্রের বিবরণী( যদি থাকে)
- অন্যান্য বিবরণী( যদি থাকে)
- যদি কোন ব্যাখ্যা প্রকাশ করতে হয় আয় বা দায় সম্পর্কে তবে সাদা কাগজ নিতে হবে।
অনলাইনে টিন সার্টিফিকেট দিয়েই রিটার্ণ দাখিল যাচাই করা যায় কি?
হ্যাঁ –আয়কর রিটার্ন যাচাই- অনলাইন বা ম্যানুয়াল যেভাবেই রিটার্ণ দাখিল করুন না কেন অনলাইনে যাচাই করতে পারেন। এখন থেকে খুবই সহজেই আপনার রিটার্ন দাখিল হয়েছে কিনা এনবিআর’এর ওয়েব সাইট থেকে যাচাই করতে পারবে। রিটার্ন প্রদানের তথ্য যাচাই করতে ভিজিট করুনঃ verification
Online verify return by TIN । অনলাইনে টিন সার্টিফিকেট দিয়েই রিটার্ণ দাখিল যাচাই করুন