বর্তমান সরকার পেনশন প্রদান আরও সহজতর কারার জন্য পেনশন সহজীকরণ আদেশ, ২০০৯ সংশোধন পূর্বক সরকারি কর্মচারীদের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ নামে বিধিমালা জারি করেন যেখানে পেনশন সম্পর্কিত সমস্ত তথ্য সন্নিবেশিত করা হয়েছে। এ আদেশ জারির ফলে পেনশন প্রদান ও গ্রহণ দ্রুততর হয়েছে।
বিধিগুলোর তালিকা
১। আদেশের প্রয়োগ ও প্রযোজ্যতা।
২। কল্যাণ কর্মকর্তা মনোনয়ন ও দায়িত্ব।
৩। গেজেটেড কর্মকর্তাগণের চাকরি বৃত্তান্ত সংরক্ষণ সংক্রান্ত বিধি।
৪। অবসরগ্রহণকারীগনের অগ্রিম তালিকা প্রণয়ন ও প্রেষণ পদ্ধতি।
৫। অবসর-উত্তর ছুটি, ছুটি নগদায়ন (লাম্পগ্র্যান্ট), ভবিষ্য তহবিলের স্থিতি, আনুতোষিক ও পেনশনের আবেদন দাখিল এবং মঞ্জুরীর সময়সীমা সংক্রান্ত নীতিমালা।
পেনশন সহজীকরণ নীতিমালা ২০২০ pdf, পেনশন তালিকা সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ ২০২০,
পেনশন সহজীকরণ নীতিমালা ২০২০ pdf, পেনশন তালিকা সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ ২০২০, পেনশন 2020, পেনশন বিধিমালা ২০২২, পেনশন আইন ২০১৯, পেনশন রুলস পারিবারিক পেনশন আইন ২০২২,
৬। প্রেষণ/ লিয়েন থাকালীন লীভ স্যালারি ও পেনশন কন্ট্রিবিউশন রুলস।
৭। বিতর্কিত চাকরিকাল কি হবে সে বিষয়ে বিধি।
৮। পেনশন কেইস নিষ্পত্তির অগ্রগতি পরিদর্শন ও মনিটরিং।
৯। সাময়িক পেনশন প্রদান করা হবে কখন।
১০। চিকিৎসা ভাতা উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতা প্রদান সংক্রান্ত আইন।
১১। পারিবারিক পেনশন বিধিমালা।
১২। অবিবাহিত, বিধবা, তালাকপ্রাপ্ত কন্যার পেনশন প্রাপ্তির বয়স সীমা।
১৩। আত্মহত্যার ক্ষেত্রে পেনশন কেমন হবে।
১৪। পেনশন সম্পর্কিত সমস্ত ফরম ও বিধিমালা পেনশন সহজীকরণ নীতিমালা ২০২০ এ সন্নিবেশিত করা হয়েছে।
পেনশন গ্রহণ ও প্রদান সংক্রান্ত যে কোন তথ্য পেতে সরকারি কর্মচারীদের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ পড়ে নিলেই যথেষ্ট। এটি পেনশন প্রত্যাশী ও পেনশন চাকরিজীবীদের প্রত্যেকের অধ্যয়ন করা জরুরী।
পেনশন বিধিমালা ২০২০ : ডাউনলোড
পেনশন সহজীকরণ আদেশ ২০০৯
আমার বাবা বাংলাদেশ রেলওয়ে তে ছিলেন তিনি গত ১৩-২-২১ তারিকে উনার কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় মারা যান তিনি মারা যার পূর্বেই আমার মায়ের সাথে আলাদা হয়ে যান এখন আমার বাবার অফিস থেকে
আনুতোষিক বেনীপোল ফান্ড গ্রুপ ইন্সুরেন্স এই তিনটা এককালীন পাবে কিন্তু মা না থাকার কারণে শুধু আনুতোষিক টাকাটা পাবো বাকি বেনীপোল ফান্ড গ্রুপ ইন্সুরেন্স আর টাকা পাবো না সেটা নাকি নাবালক সন্তান/ স্ত্রী পায় সেটার কি কোন প্রবিধান আসে আপনার কাছে আর পেনশনের ক্ষেত্রে কি নিয়ম আমার বয়স ২৫বছর ৬মাস আমার ছোট ভাই ২২বছর আমরা দুইজন ছাড়া আর কোন ওয়াশিন নাই
বেনীপোল ফান্ড গ্রুপ ইন্সুরেন্স এর জন্য ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগযোগ করুন। জি ২৫ বছর পর্যন্ত পাবেন। তবে বিবাহিত সন্তানও পাবে সেটি ১৫ বছর পর্যন্ত।
https://bdservicerules.info/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%A8/
আমার বাবা একজন পেনশন ভোগি সেনা সদস্য ছিলেন। তিনি 15 দিন পুর্বে মৃত্যু বরন করেন।আমার মা জিবিত আছেন এমতাবস্থায় আমি কিভাবে মায়ের নামে পেনশন পেতে পারি? আমাকে কোথায় আবেদন করতে হবে?
আপনার বাবার শেষ কর্মস্থলে চলে যান। তারাই সব ব্যবস্থা করে দিবে। পেনশনভোগীর মৃত্যু হইলে পারিবারিক পেনশনে যে কাগজপত্র লাগে।
বাবা পলি-টেকনিক্যাল এ চাকরী করতেন। বাবা মারা যাবার পর কি প্রতিবন্ধি ভাতা পাওয়া যায় কি? বাবা মারা যাবার পর প্রতিবন্ধি নিবন্ধিত হয়।
বাবার পেনশন প্রতিবন্ধী সন্তান আজীবন পাবেন।
আমার মা এল.পি.আর থাকা অবস্থায় ইন্তেকাল করেন। আমার বাবা কি কল্য ান এর টাকা পাবেন। এল.পি.আর থাকা অবস্থায় কল্লান এর টাকা তার পরিবার টাকা পাবেন এমন কোনো সাকুলার দেয়া যাবে।
পাবেন। ৮ লক্ষ টাকারটি পাবেন না।
পিআর এল থাকা অবস্থা বিবাহ করলে কি সেই বউ পেনশন পাবে
না।
একজন সৈনিক ভর্তি 01/05/1974 খ্রিঃ শপথ: 10/08/1974খ্রিঃ সংশ্লিষ্ট সৈনিক মেডিক্যাল বোর্ড আউট হয় 16/09/1980 খ্রি; পরবর্তীতে সংশ্লিষ্ট সৈনিক এর অডিট রির্পোট ভিত্তিতে কমান্ডডেন্ট 2 বৎসরের জন্য মন্জুরী প্রদান করেন । পরবর্তীতে পেনশনের অবশিষ্ট ধাপসমূহ সম্পন্ন করেনি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সৈনিক কোনরকম পেনশন গ্রহন না করে অদ্যবধি 28/02/2023 খ্রিঃ পর্যন্ত সংশ্লিষ্ট সৈনিক গায়েব অবস্থায় আছেন । বর্তমানে 05/03/2023 খ্রি: এসে সংশ্লিষ্ট সৈনিক পেনশন দাবি করেন। এ অবস্থায় করনীয় সর্ম্পকে জানতে চাই।
পলাতক বা গায়েব থাকার যথাযথ কারণ দর্শাতে পারলে পেনশন প্রাপ্য হবেন। প্রয়োজনে কোর্টের সম্মতি বা মঞ্জুরকারী কর্তৃপক্ষের পুন:মঞ্জুরী নিতে হবে।
অবিবাহিত কোন ব্যাক্তি পি আর এল থাকা অবস্থ্যায় মারা গেলে তার পেনশন নিস্পত্তি কি ভাবে হবে?
তার পরিবার পেনশন পাবেন ১৫ বছর পর্যন্ত এবং সকল সুবিধা ঠিক ঠাক পাবেন।
কোন সরকারি চাকুরি জীবি অবসরে যাওয়ার পরে পেনশন পাওয়ার আগেই যদি মারা যান এবং তিনি যদি অবিবাহিত হন তার বাবা কেউ জিবীত নাই এমন অবস্থায় তার পেনশন কে কে প্রাপ্য । এবং কে কত অংশ পাবেন?
মা বা ভাই বোন থাকলে সকল কিছুই তারা উত্তরাধিকার আইন অনুসারেই পাবেন।https://bdservicerules.info/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8/
আমরা ৪ ভাই ৫ বোন মা জীবিত ৪ ভাইয়ের মধ্যে ১ জন মৃত।আমার বাবা প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন তিনি অবসর ভাতা গ্রহণ করতেন।তিনি মারা গেছেন।আমরা কে কে অসর ভাতা পাব?
পেনশনে যাওয়ার পর ১৫ বছর অতিক্রম না করলে অথবা কারও ২৫ বছর অতিক্রম না করলে অবসর ভাতা পাবেন।
১০ বছর চাকরি করার পর কোনো কারণ ছাড়া চাকরি ছেড়ে দিলে কি পেনশন পাওয়া যাবে বা কোনো সুবিধা পাওয়া যাবে ? অনুগ্রহপূর্বক জানাবেন
কোন সুবিধা পাওয়া যাবে না।
আমার মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।তিনি ২০১৪ সালের নভেম্বরের মারা যান।তার মৃত্যুর পর আমাদ বাবা পেনশনভোগী ছিলেন।বাবা ২০২৪ সালের জুন মাসে মারা যান। আমরা ২ ভাই বোন।দুজনের বয়স ৩০ ও ৩২।এখন আমরা কি আমার মার পেনশনার ভোগী হবো?
হবেন। ৬ বছর পেনশন পাবেন।
এক ব্যক্তির ১৯ বৎসর চাকুরী কালীন সময় মারা যান। তিনি মৃত্যুকালে তাঁর ১ স্ত্রী, ১ ছেলে বয়স ৬ বছর, ১ মেয়ে ১৫ বছর ও ১ মেয়ে ১ বছর বর্তমান আছে। এ ছাড়া বাবা নেই মা আছে এবং ১ ভাই আছে ৪৫ বছর বয়স। তার পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধার কে কত অংশ পাবেন। তিনি ক্যাডেট কলেজে চাকুরি করতেন।।
সম্পুর্ণ অংশ তার স্ত্রী বা সন্তানগণ পাবেন। এখানে সম্পত্তি ভাগের মত ভাগ হয় না। যদি স্ত্রী সন্তান না থাকতো মা ও ভাই বোন পেত।
পেনশনের নমিনী কি পরিবর্তন করা যায়?
আমার মা মারা গেছেন এখন আমার বাবা যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে ঐ নতুন মহিলাকে কি পেনশনের নমিনী করতে হবে? আমার ছোট বোন যার বয়স ১০ সে নমিনী থাকলে সেটা কি পরবর্তিতে পরিবর্তন করে ঐ মহিলাকে নমিনী করা যায়?
জি। পরিবর্তন করতে পারবেন। তবে তিনি পেনশনে গিয়ে থাকলে পরিবর্তন করতে পারবে না।