Pension For Daughter 2025 । অবিবাহিত/বিধবা/তালাকপ্রাপ্ত কন্যাকে পারিবারিক পেনশন প্রাপ্তির বয়সসীমা কত?
পেনশনারদের অবসর গ্রহণের তারিখ হইতে মোট ১৫ বৎসর মেয়াদকাল পূর্তির কোন সময়কাল অবশিষ্ট থাকিলে এই আদেশ কার্যকর হওয়ার তারিখ হইতে অবশিষ্ট সময়কালের জন্য অবিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্তা কন্যার বয়স নির্বিশেষে সর্বোচ্চ ১৫বৎসর মেয়াদকালের অবশিষ্ট সময়কাল পূর্তি পর্যন্ত পারিবারিক পেনশন প্রাপ্য হইবেন-Pension For Daughter
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: অবিবাহিতা/বিধবা/তালাক প্রাপ্তা কন্যাও কি আজীবন পেনশন পাবেন?
- উত্তর: না, পেনশনারের মৃত্যুর পর ১৫ বছর পর্যন্ত পারিবারিক পেনশন পাবেন।
- প্রশ্ন: অবিবাহিতা/বিধবা/তালাক প্রাপ্তা কন্যার বয়স ১৫ বছর হওয়া পর্যন্ত পেনশন পাবেন?
- উত্তর: না, পারিবারিক কন্যার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ বছর গ্রহণ করা যাবে।
আরও বিস্তারিত জানতে পেনশন সহজীকরণ নীতিমালা ২০০৯ দেখুন: ডাউনলোড
২৫ বছরের উপরে বয়স হলে কি মেয়ে পেনশন পাবে?
হ্যাঁ। অবিবাহিত, বিধবা, অথবা তালাকপ্রাপ্ত কন্যা, যদি ২৫ বছরের বেশি বয়সী হন, তাহলে পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য হতে পারেন। তবে, সেক্ষেত্রে তাদের ভাইবোনদের বয়স ২৫ বছরের বেশি হতে হবে অথবা তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। এছাড়াও, প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে পেনশন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী, মৃত পেনশনারের অবিবাহিত, বিধবা, বা তালাকপ্রাপ্ত কন্যা, বয়স নির্বিশেষে, সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত পারিবারিক পেনশন পেতে পারেন। তবে, বিধবা স্ত্রী এবং প্রতিবন্ধী সন্তানরা আজীবন এই সুবিধা ভোগ করতে পারবেন। যদি কোনো পেনশনার অবসরের পর মারা যান এবং তার অবিবাহিত, বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যার পেনশনের ১৫ বছর মেয়াদ শেষ না হয়ে থাকে, তবে অবশিষ্ট সময়ের জন্য তিনি পেনশন পাবেন।