অবসরোত্তর ছুটি মঞ্জুরীর বিধান 2025 । সরকারি কর্মচারী PRL অবসর উত্তর ছুটিতে যেসব সুবিধা প্রাপ্য নয়
অবসর উত্তর ছুটি বা পিআরএল থাকাকালীন বেশ কিছু সুযোগ সুবিধা সংকুচিত হয় কারণ পিআরএল মানে কর্মরত নয়, পোস্ট রিটায়ারমেন্ট লিভ অর্থাৎ ইতোমধ্যে অবসর সংগঠিত হয়েছে- অবসরোত্তর ছুটি মঞ্জুরীর বিধান-অবসরোত্তর ছুটি মঞ্জুরীর বিধান 2025
PRL অবসর উত্তর ছুটিতে যেসব সুবিধা প্রাপ্য নয়: ভ্রমন ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, আপ্যায়ন ভাতা/ আপ্যায়ন খরচ, অর্ডারলি, সরকারী খরচে আবাসিক টেলিফোন ও পত্রিকা ইত্যাদি সুবিধা প্রাপ্য নয়। [No.ED(Reg-IV)-202/83-39 Date. 10-5-83; অম/অবি(ব্যস্ত-১)/ভাতা-১০/৯৮/১৭৪ তারিখ: ০৯-০৯-১৯৯৮ ইং]
০১। যদি কোন সরকারী কর্মচারীর গড় বেতনে ছুটি পাওনা না থাকে সেক্ষেত্রে পাওনা ছুটি সাপেক্ষে এক বৎসর অর্ধ গড় বেতনে এল,পি,আর বা পিআরএল মঞ্জুর করা যাবে। (অম/প্রবি-২/এইচ-১/৮০/১২৬ তাং ২২-০৫-৮০ ইং)
- সরকারি কর্মচারীদের খোলা চিঠি ২০২৫ । ১০ বছরে সরকারি চাকরিতে ‘বেতন বৃদ্ধি শূন্য’, ডলারের মানদণ্ডে ক্ষতি ২০,০০০ টাকা!
- সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ২০২৫ । নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার হুঁশিয়ারি দিলেন ভিপি নূর!
- সামাজিক নিরাপত্তা ভাতার নিয়ে জরুরি বিজ্ঞপ্তি ২০২৫ । ভাতার টাকা পেতে ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে NID-নিবন্ধিত সিম বাধ্যতামূলক?
- ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ: শুক্র-শনিবারে কাটছে ৯ দিন, লম্বা ছুটি কবে?
- Celebrate the Month of Love with Exclusive Bonuses at TK999APPS — Special Promotions for Bangladeshi Players
০২। অর্ধ গড় বেতনের ছুটিকে গড় বেতনে রূপান্তর করে LPR / PRL ভোগ করা যাবে না। (অম/অবি/প্রবি-১/এসপিআর-১/২০০৬/১৫১ তাং ০৮-০১-২০০৭ খ্রি:)
০৩। ছুটিকালীন সময়ে বর্ধিত বেতন থাকলে মৃত্যুজনিত কারণে ছুটি ভোগের পর কাজে যোগদান করতে না পারলেও পেনশনের জন্য বেতন বৃদ্ধি সুবিধা প্রাপ্য হবে। (অম/অবি/বিধি-১/৩পি-২৫/৯১/৩১ তারিখ: ০৩-০৪-২০০৬ খ্রি:)
অবসর উত্তর ছুটি মঞ্জুরীর আদেশ জারি । চাকরি শেষ হওয়ার পরের দিন হতে পিআরএল ১ বছরের জন্য শুরু হয়

PRL অবসর উত্তর ছুটিতে যেসব সুবিধা প্রাপ্য নয়: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: পিআরএল থাকলে কি বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়া যায়?
উত্তর: না।
প্রশ্ন: একটি বার্ষিক বেতন বৃদ্ধি নাকি পাওয়া যায় সেটি?
উত্তর: সেটি পেনশন নির্ধারণের জন্য । বার্ষিক বেতন বৃদ্ধি নয়।
প্রশ্ন: পিআরএল কালে কি মোবাইল ভাতা পাবে?
উত্তর: না।




পি আর এল থাকাকালীন চিত্তবিনোদন ভাতা পাওয়া যায় কি? প্লিজ
না।
PRL অবস্থায় গাড়ি/বাড়ির সুবিধা কি? ওগুলো ৬ মাস পর্যন্ত রাখা যায়
বাড়ি ভাড়া পাবেন। কিন্তু সরকারি গাড়ি পাবেন না। পূর্বে LPR ছিল তখন পেত কিন্তু এখন প্রদান করা হয় না। চুক্তিভিত্তিক নিয়োগ হলে ব্যবহার করতে পারেন।
পি আর এল এ থাকাকালীন কোন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা যায় কি ?
অনুমতি সাপেক্ষে করা যেতে পারে।
পি আর এল থাকাকালীন সময়ে উৎসব বোনাস কি হারে পাওয়া যায়?
মাসিক পেনশন যা পাবেন সেই হারে। চিকিৎসা ভাতা বাদে।
ছুটি নগদায়নের টাকা কি আয়কর মুক্ত?
হ্যাঁ।
অভিজ্ঞদের মতামত চাই:
পি আর এল ভোগরত অবস্থায় কেউ মারা গেলে কি পি আর এল এর অবশিষ্ট দিনগুলো কি ছুটি বিক্রি/ লাম্প গ্র্যান্ট হিসেবে নগদায়ন করতে পারবে?
না।
আমার বাবা প্রাইমারি স্কুলে চাকরি করতো। তিনি পিআরএল এর আগে জিত ১৮ মাস সাসপেনশনে ছিলেন কিন্তু পিআরএল এর মধ্যেও সাসপেনশন এর বিলটা পাই নাই। বর্তমানে তিনি পি আর এল শেষ করে অবসরে গিয়েছেন তিনি কিপূর্বের বকেয়া সহ মূল পেনশন পাবেন?
সাসপেনশনকাল পেনশনযোগ্য চাকরিকাল হিসেবে গন্য হয় না। যদি সাসপেশন বকেয়া সুবিধা সহ বহাল হয় তবে পাবে।
পিআরএল চলাকালীন নতুন পে-স্কেল দিলে কি নতুন করে বেতন নির্ধারন সুবিধা পাবে
পেতে পারেন যদি ঐভাবে পে স্কেল জারি করে।