সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

উন্নয়ন প্রকল্পের যানবাহন ব্যবহার ২০২৪ । সরকারি নীতিমালা মোতাবেক পরিবহণ পুলে জমা দিতে হবে?

বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পসমূহ সমাপ্তির পর প্রকল্পের যানবাহন সরকারি যানবাহন অধিদপ্তরে জমাদান, ব্যবহার ও নিষ্পত্তি সংক্রান্ত বিদ্যমান নীতিমালা সংশোধন করা হয়েছে-উন্নয়ন প্রকল্পের যানবাহন ব্যবহার ২০২৪

কত দিনের মধ্যে গাড়ি জমা দিতে হবে? প্রকল্প পরিচালক, প্রকল্প সমাপ্তির ৯০ (নব্বই) দিন পূর্বে প্রকল্পের শ্রেণিভিত্তিক যানবাহনের সংখ্যা, অবস্থান এবং বর্তমান অবস্থা (সচল/অচল) ইত্যাদি বিস্তারিতভাবে উল্লেখপূর্বক বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর প্রতিবেদন দাখিল করে এর অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি যানবাহন অধিদপ্তরে প্রেরণ করবেন। প্রাপ্ত তথ্যাদি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক প্রবর্তিত e-PMIS সফটওয়্যারে এন্ট্রি করতে হবে।

পরিবহন পুলে কত দিনের মধ্যে জমা দিতে হবে? সমাপ্ত উন্নয়ন প্রকল্পের পরিচালক, মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার মাধ্যমে প্রকল্প সমাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে প্রকল্পের সকল সচল যানবাহন, জনপ্রশাসন মন্ত্রণালয়াধীন সরকারি যানবাহন অধিদপ্তরের কেন্দ্রীয় পরিবহণ পুলে জমা প্রদান করবেন। সরকারি যানবাহন অধিদপ্তর থেকে যানবাহন জমা প্রদান সংক্রান্ত প্রতিবেদন প্রাপ্তির পর বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সংশ্লিষ্ট প্রকল্পের অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে প্রকল্প সমাপ্তি প্রতিবেদন (PCR) গ্রহণ করবে। পূর্ব প্রকল্পের PCR জমাদানসাপেক্ষে পরবর্তী প্রকল্প অনুমোদন করা হবে।

কম্পিউটারও ফেরত দিতে হবে? মন্ত্রণালয় প্রকল্প সমাপ্তির সর্বোচ্চ ৬ (ছয়) মাসের মধ্যে তার অধীন সমাপ্ত উন্নয়ন প্রকল্পের অচল যানবাহন/চলমান প্রকল্পের অন্য ফেজ/অন্য প্রকল্প হতে স্থানান্তরিত যানবাহন অচল হলে সংস্থাপন মন্ত্রণালয় থেকে ১১.০৫.১৯৯৯ তারিখের সম (পরি)প-৫/৯৮-১৫৮(২০০) নং স্মারকমূলে জারিকৃত ‘মন্ত্রণালয়/বিভাগ এবং উহার আওতাধীন দপ্তর/সংযুক্ত দপ্তর/পরিদপ্তরের মোটরযান, নৌ-যান, কম্পিউটার ও অফিসে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতি অকেজো ঘোষণাকরণ ও নিষ্পত্তির নীতিমালা’ অনুযায়ী তা অকেজো ঘোষণাপূর্বক বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারের সংশ্লিষ্ট খাতে জমা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ও সরকারি যানবাহন অধিদপ্তরকে অবহিত করবে।

সমাপ্ত উন্নয়ন প্রকল্পের যানবাহন সরকারি যানবাহন অধিদপ্তরের অধীন কেন্দ্রীয় পরিবহণ পুলে জমাকরণ, ব্যবহার ও নিষ্পত্তি/ প্রকল্পের যানবাহন নীতিমালা অনুসরণ করতে হবে

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকল্পাধীন যানবাহনের অপব্যবহার চিহ্নিতকরণ, প্রকল্প সমাপ্তির পর সরকারি কেন্দ্রীয় পরিবহণ পুলে জমা নিশ্চিতকরণ বিষয়ে প্রকল্পওয়ারি ত্রৈমাসিক প্ৰতিবেদন, নিয়মিতভাবে পরিকল্পনা বিভাগের মাধ্যমে একনেক সভায় পেশ করবে এবং প্রতিবেদনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবে।

Caption: project car uses rules bd pdf

প্রজেক্ট এর গাড়ি ব্যবহার নীতিমালা ২০২৪ । প্রকল্প সমাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের মাধ্যমে সরকারি যানবাহন অধিদপ্তরে জমা নিশ্চিত করবে।

  1. যে সকল গাড়ি ক্রয়ের অর্থ সরকার থেকে ঋণ হিসেবে গ্রহণ করা হয় এবং সে অর্থ সরকারকে সুদে আসলে Debt Service Liability (DSL) হিসাবে পরিশোধ করে থাকে, এ জাতীয় ঋণের অর্থে সংগৃহীত/ক্রয়কৃত যানবাহন, প্রকল্প সমাপ্তির পর সংশ্লিষ্ট সংস্থা/প্রতিষ্ঠান তাদের টিওঅ্যান্ডই অনুযায়ী যে কয়টি গাড়ি কম আছে কেবল সে কয়টি গাড়ি প্রচলিত পদ্ধতি অনুসরণে স্ব স্ব টিওঅ্যান্ডই (TO&E)-তে অন্তর্ভূক্ত করত ব্যবহার করতে পারবে। তবে, প্রকল্প পরিচালক, (TO&E) বহির্ভূত যানবাহন নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ প্রকল্প সমাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের মাধ্যমে সরকারি যানবাহন অধিদপ্তরে জমা নিশ্চিত করবে।
  2. দেশি/বিদেশি উৎস থেকে প্রাপ্ত অনুদান (Grant) এর মাধ্যমে উন্নয়ন প্রকল্পের জন্য সংগৃহীত/ক্রয়কৃত যানবাহন প্রকল্প সমাপ্তির পর এতদবিষয়ে দাতা সংস্থার কোন বিশেষ শর্ত না থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/সংস্থা ৬ নং অনুচ্ছেদের অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।
  3. মন্ত্রণালয়/বিভাগ/ দপ্তর/সংস্থা কর্তৃক কেবল গাড়ি ক্রয়ের জন্য যেসকল প্রকল্প গ্রহণ করা হয়, সেসকল প্রকল্পের যানবাহন সরকারি পরিবহণ পুলে জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থাকে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে যানবাহনগুলো তাদের টিওঅ্যান্ডই-তে অন্তর্ভুক্ত করে নিতে হবে এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং সরকারি যানবাহন অধিদপ্তরে প্রেরণ করতে হবে।

সরকারি যানবাহন অধিদপ্তর কে অবহিত করতে হবে?

সমাপ্ত উন্নয়ন প্রকল্প ধারাবাহিকভাবে পরবর্তী পর্যায়ে উন্নীত/সম্প্রসারিত হলে এবং সম্প্রসারিত পর্যায়ের প্রকল্পে যানবাহনের সংস্থান থাকলে, প্রকল্প সমাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে নতুন টিএপিপি/ডিপিপি (Technical Assistance Project Proforma / Development Project Proforma) অনুমোদনকারী কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পূর্ববর্তী প্রকল্পের প্রয়োজনীয়সংখ্যক যানবাহন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষে একই প্রকল্পের পরবর্তী পর্যায়ে স্থানান্তর করা যাবে। প্রদত্ত অনুমোদনের একটি কপি সরকারি যানবাহন অধিদপ্তর বরাবর প্রেরণ করতে হবে। অতিরিক্ত যানবাহন (যদি থাকে) সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ সরকারি যানবাহন অধিদপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ প্রকল্প সমাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে জমা দিতে হবে। সমাপ্ত উন্নয়ন প্রকল্পের যানবাহন নতুন প্রকল্পে ব্যবহার করার প্রয়োজন হলে প্রকল্প সমাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে নতুন টিএপিপি/ডিপিপি (Technical Assistance Project Proforma/ Development Project Proforma) অনুমোদনকারী কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সমাপ্ত প্রকল্পের প্রয়োজনীয়সংখ্যক যানবাহন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষে নতুন প্রকল্পে ব্যবহার করা যাবে। প্রদত্ত অনুমোদনের একটি কপি সরকারি যানবাহন অধিদপ্তর বরাবর প্রেরণ করতে হবে। অতিরিক্ত যানবাহন (থাকলে) সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ সরকারি যানবাহন অধিদপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ প্রকল্প সমাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে জমা দিতে হবে।

   
   
   

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *