পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

Public Servants (Retirement) Act 1974 ধারা ৭ অনুযায়ী এলপিআর এর পরিবর্তে পি আর এল মঞ্জুর সংক্রান্ত।

এলপিআর বলতে লিভ টু পোস্ট রিটায়ার্ডমেন্ট অন্য দিকে পিআরএল পোস্ট রিটায়ার্ডমেন্ট লিভ। মূলত অবসর উত্তর ছুটির তারিখ থেকে অবসর শুরু হল, অন্যদিকে অবসর প্রস্তুতিমূলক ছুটির পরে অবসর শুরু হতো। যদি কোন কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগ পেতে চান তবে পূর্বে অবসর প্রস্তুতিমূলক ছুটি কাটিয়েও চুক্তিভিত্তিক নিয়োগ নিতে পারত, বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে হলে অবসর উত্তর ছুটি পরে কাটাতে হবে। এছাড়া যে সকল পরিবর্তন সুযোগ সুবিধার মধ্যে আনা হয়েছে তা নিম্নরূপ- 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয়

সচিবালয় ভবন, ৩য় ফেজ।

সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

নং- সিজিএ/পদ্ধতি- ১/৮৯/খন্ড- ৯/বন্ড- ৯(১)/ছুটি/৮১৫ তারিখ: ২৬/০৪/২০১০ খ্রিঃ

বরাবর

সচিব

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

দৃষ্টি আকর্ষণঃ সিনিয়র সহকারী সচিব, প্রবিধি অনুবিভাগ।

বিষয়: Public Servants (Retirement) Act 1974 ধারা ৭ অনুযায়ী এলপিআর এর পরিবর্তে পি আর এল মঞ্জুর প্রসঙ্গে। 

সূত্র:অম/অবি/প্রবি- ১/চাঃবিঃ- ৩/২০১০(অংশ-৩)/৬২, তারিখ: ০১/০৩/২০১০ খ্রিঃ।

উপযুক্ত বিষয়ে সূত্রাক্ত পত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে-

০২। বর্তমানে অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) ভােগকালীন সময়ে কর্মকর্তা-কর্মচারীগণ যে সকল আর্থিক সুবিধাদি পাচ্ছেন তা নিম্নে উল্লেখপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত্বে এতদসঙ্গে প্রেরণ করা হলাে:

ক) প্রাপ্যতা সাপেক্ষে ১২ (বার) মাসের পূর্ণ বেতনে ছুটিকালীন বেতন ভাতা।

খ) প্রাপ্যতা সাপেক্ষে সর্বোচ্চ ১২ (বার) মাসের পূর্ণ বেতনের ছুটির পরিবর্তে লাম্পগ্রান্ড।

গ) এলপিআর এ যাওয়ার পূর্বে যে হারে মূল বেতন প্রাপ্য ইন, একই হারে এলপিআর ছুটিকালীন মূল বেতন প্রাপ্য

হন।

ঘ) ছুটিতে গমনের পূর্বে যে বাড়ী ভাড়া ভাতা প্রাপ্য হন বা উত্তোলন করেন, উক্ত হারেই এলপিআরকালীন বাড়ী ভাড়া ভাতা প্রাপ্য হন।

ঙ) ছুটিতে গমনের পূর্বে যে চিকিৎসা ভাতা প্রাপ্য হন বা উত্তোলন করেন, উহাই এলপিআরকালীন প্রাপ্য হন।

চ) এলপিআর গমনের পূর্বে যে মূল বেতন প্রাপ্য ইন, উহার উপর ভিত্তি করে এলপিআরকালীন দুটি উৎসব ভাতা প্রাপ্য হন।

ছ) এলপিআরকালীন প্রাপ্য ১টি বার্ষিক বর্ধিত বেতনের সুবিধা প্রদানপূর্বক উহার উপর পেনশন ও অনুতােষিক প্রাপ্য হন।

জ) এলপিআরকালীন জাতীয় বেতন স্কেল ঘােষিত হলে উহার সুবিধাও পেনশন গণনার ক্ষেত্রে প্রাপ্য হন।

ঝ) এলপিআরকালীন যদি মহার্ঘ ভাতার সুবিধা যাকে উহাও ছুটিকালীন প্রাপ্য হন।

ঞ) কোন কর্মকর্তা যদি আবাসিক টেলিফোনের সুবিধা প্রাপ্য হয়ে থাকেন তা হলে এলপিআরকালীন পর্যন্ত আবাসিক টেলিফোনের সুবিধা প্রাপ্য হন।

ট) যে সকল কর্মকর্তা-কর্মচারী পাহাড়ী ভাতা পান তারাও এলপিআর ভােগরত সময়ে পাহাড়ী ভাতা প্রাপ্য হন।

৩। হিসাব মহা নিয়ন্ত্রক মহােদয়র অনুমােদনক্রমে।

শেখ আজিজ উল হক

উপ- হিসাব মহা নিয়ন্ত্রক (পদ্ধতি)
ফোন: ৯৩৫৬৫০১

Public Servants (Retirement) Act 1974 ধারা ৭ অনুযায়ী এলপিআর এর পরিবর্তে পি আর এল মঞ্জুর সংক্রান্ত: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *