মূসক ৬.৬ একটি প্রয়োজনীয় ফরম প্রতিটি প্রতিষ্ঠানের প্রত্যেক মাসের ভ্যাট এই ফরমটির মাধ্যমে জমা দিতে হয়। Mushak 6.6 নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে জরিমানা গুনতে হয়।
নিচে এ বিষয়ে বিধিটি তুলে ধরা হলো।
উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা, ২০২০ এর অনুচ্ছেদ ৬ এর ২ ধারায় উৎসে মূসক কর্তনকারী সত্তা বা সরবরাহগ্রহীতা পণ পরিশোধের ১৫ (পনোরো) দিনের মধ্যে উৎসে কর্তিত মূসক নির্ধারিত অর্থনেতিক কোডে সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ফরম মূসক-৬.৬ এ তিন প্রস্থে উৎসে কর কর্তন সনদপত্র ইস্যু করিয়া মূলকপি (ট্রেজারি চালানের মূলকপি সহ) সংশ্লিষ্ট মূসক সার্কেলে ও একটি অনুলিপি সরবরাকারীকে প্রদান এবং একটি অনুলিপি উৎসে কর্তনকারী সত্তা ৫ (পাঁচ) বৎসব সংরক্ষণ করিবেন।
মূসক ৬.৬ ফরম Mushak 6.6 Form-ভ্যাট জমার ফরম: ডাউনলোড
Mushak 4.3, 6.1, 6.2, 6.21, 6.3, 6.6, 6.10 Excel Format.xlsx · version: ডাউনলোড
Mushak 4.3, 6.1, 6.2, 6.21, 6.3, 6.6, 6.10 Excel Format.xlsx ফাইলটি ডাউনলোড করা যাচ্ছে না। এটি সহজে ডাউনলোড উপযোগী কোন সার্ভারে আপলোড করার অনুরোধ রইল। ধন্যবাদ
অনুগ্রহ করে এখনই ট্রাই করুন।
ধন্যবাদ ভাই জান
জি বলেন।