সরকারি শ্রান্তি ও বিনোদন ছুটি ২০২৫ । পরবর্তী শ্রান্তি ও বিনোদন ছুটির তারিখ নির্ধারণ পদ্ধতি কি?
বাংলাদেশ সরকারের গণকর্মচারী ০৩ বছর অন্তর অন্তর ১৫ দিন শ্রান্তি ও বিনোদন ছুটি ভোগ করে থাকেন। সাথে পেয়ে থাকেন বিদ্যামন মাসের মূল বেতনের সমপরিমান ভাতা-সরকারি শ্রান্তি ও বিনোদন ছুটি ২০২৫
জনস্বার্থে সময় মতো শ্রান্তি ও বিনোদন ছুটি ভোগ করতে না পারায় পরবর্তীতে ছুটি মঞ্জুরী পেয়ে থাকেন। এক্ষেত্রে তার যোগদান কাল হতে ০৩ বছর অতিক্রান্ত তারিখ শ্রান্তি বিনোদন তারিখ উল্লেখ্য না করে ভোগ শুরুর তারিখ অনেকের সার্ভিস বুকে এন্ট্রি দেওয়া হয় যা মারাত্মক ভুল। প্রাপ্যতার তারিখে ছুটি ভোগ করতে না পারলে দু/তিন মাস পরে ভোগ করে থাকলেও তার পরবর্তী প্রাপ্যতার তারিখ ০৩ বছর পূর্ন হওয়ার পরবর্তী দিন ধার্য করতে হবে।
১লা জুলাইয়ের আগে ছুটি প্রাপ্য হলেও ছুটি ভোগ বা ভাতা প্রাপ্যতার মঞ্জুরী জনস্বার্থে পরবর্তীতে ১লা জুলাইয়ের পরে মঞ্জুরী হলে ঐ তারিখের মুল বেতনের সমপরিমান ভাতা পাবেন।
- সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ২০২৫ । গত ২৪ ঘন্টায় সরকারি চাকরি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত কি?
- আয়কর-ভ্যাট কর্তনের হার ২০২৫ । ২০২৫-২৬ অর্থবছরের সঠিক কর ও ভ্যাট কর্তনের তালিকা সংগ্রহ করুন
- সরকারি প্রশিক্ষণ ভাতা প্রজ্ঞাপন ২০২৫ । প্রশিক্ষক সম্মানী, প্রশিক্ষণ ভাতা এবং অন্যান্য ব্যয় কি প্রশিক্ষণ কোড হতেই যাবে?
- এমপিও শিক্ষকদের ভাতাদি পুন: নির্ধারণ ২০২৫ । মাসিক বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হচ্ছে?
- ট্রেনিং টিএ/ডিএ ২০২৫ । প্রশিক্ষণ ভাতা প্রাপ্তির পর কি দৈনিক ভাতা পাওয়া যাবে?
প্রশ্নোত্তর পর্ব । শ্রান্তি ও বিনোদন ছুটি নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেখুন
- প্রশ্ন: অর্জিত ছুটি জমা না থাকলে কি শ্রান্তি-বিনোদন ছুটিতে যাওয়া যাবে না?
- উত্তর: না, যাওয়া যাবে না। অর্জিত ছুটি জমা সাপেক্ষে এ ছুটি নেয়া যায়।
- প্রশ্ন: যদি জনস্বার্থে নির্দিষ্ট তারিখের পরে মঞ্জুর ও ভাতা প্রদান করা হয় তবেও কি তার প্রকৃত প্রাপ্যতার তারিখ হতে পরবর্তী প্রাপ্যতার তারিখ উল্লেখ হবে?
- উত্তর: হ্যাঁ। জনস্বার্থে শ্রান্তি ও বিনোদন ছুটি যখনই প্রদান করা হোক না কেন তার পরবর্তী প্রাপ্যতার তারিখ যোগদানের তারিখই ধরা হবে।
- প্রশ্ন: কর্তৃপক্ষ ইচ্ছা করলে কি এ ছুটি ও ভাতা মঞ্জুর নাও করতে পারে?
- উত্তর: হ্যাঁ। চাকরি সন্তোষজনক সাপেক্ষে এ ছুটি মঞ্জুর করা হয়। যদি সংশ্লিষ্ট কর্মচারী দন্ডপ্রাপ্ত বা একাধিক মেমো পায় এবং এসি আর সন্তোষজনক না হয় তবে কর্তৃপক্ষ চাইলে তার শ্রান্তি ও বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুর নাও করতে পারে।
- প্রশ্ন: ১০/০৭/২০১৯ তারিখে ভাতা প্রাপ্য আমি কি ১/৭/১৯ তারিখে বেতন বৃদ্ধিসহ পাব?
- উত্তর:হ্যাঁ, অবশ্যই বেতন বৃদ্ধি সহ পাবেন।
শ্রান্তি ও বিনোদন ছুটি । যে তারিখে ছুটিতে যাইবে ঐ তারিখের মূল বেতন অনুসারে ভাতা প্রাপ্য হইবে
এ সংক্রান্ত আদেশে যা বলা হয়েছে:
অর্থ মন্ত্রনালয়ের ০৬-০৩-১৯৮৯ খ্রি: তারিখের অম(অবি)/প্রবি-২/ছুটি-৬/৮৬/২৮ নম্বর স্বারক মোতাবেক অত্র বিভাগের জারিকৃত ১৭-০৩-১৯৭৯ তারিখের এস.আর.ও নং ৬১-এল/৭৯ এম এফ/আর II/এল-১/৭৮-৭১ বিজ্ঞপ্তিতে বর্ণিত শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্যতার ভিত্তিতে চার ধরণের তথ্য বিবেচনা করা হয় বলে সরকারের দৃষ্টি গোচর হয়েছে।
১) চাকরিতে নিয়োগের তারিখ;
(২) বিগত শ্রান্তি ও বিনোদন ছুটি শুরুর তারিখ;
(৩) ছুটি শেষ হওয়ার পনের দিনের তারিখ;
(৪) আবেদনপত্রের তারিখি।
এই চার ধরণের গণনার দারুন সম্ভাব্য বিভ্রান্ত দূরীকরণার্থে নিম্নবর্ণিত স্পষ্টীকারণ প্রদান করা হইল:
ক) ছুটি প্রাপ্যতা সাপেক্ষে আবেদনকারীর আবেদনের তারিখ হইতে পরবর্তী তিন বৎসর হিসাব করিতে হইবে।
খ) কোন কর্মচারী যে মাসে ছুটিতে যাইবেন সেই মাসে যে মূল বেতন পাইবেন উহাই তাঁহার চিত্ত-বিনোদন ছুটির বিধিসম্মত এক মাসের বেতন বলিয়া গণ্য হইবে।
মো: সিরাজুল ইসলাম, সি: সহকারী সচিব (প্রবি-২) কর্তৃক স্বাক্ষরিত।
শ্রান্তি ও বিনোদন প্রদান সংক্রান্ত আদেশের JPG কপি সংগ্রহ করতে পারেন: ডাউনলোড
কোন কর্মচারী যদি ৪/৬/২০২০তারিখে তিন বছর পূর্ন হইলে শ্রান্তি বিনোদন পাবে যদি ঐ অর্থ বছরে বরাদ্দ না থাকে পরবর্তী অর্থ বছরে মূল বেতনে বার্ষরিক বেতন বৃদ্ধি সহ ১/৭/২০২০ থেকে শ্রান্তি বিনোদন ভাতা পাবে কি?
জি
কোন কর্মচারীর যদি নিয়োগ হয় 01/07/2020 তারিখে তাহলে তিন বছর পূর্ণ হইলে 01/07/2023 এর পরে যদি অফিস অর্ডার করে তাহলে কি সে ইনক্রিমেন্ট সহ মূল বেতন পাবে নাকি পূর্বের মাসের মূল বেতন প্রাপ্য হবে।
যে তারিখ থেকে ছুটি শুরু হবে সেই তারিখের মূল বেতন অনুসারে প্রাপ্য হইবে।
গত ২০২০-২০২১ সেশনে ১ লা আগষ্ট ২০২০ তারিখ হতে ১৫ দিনের অর্জিত ছুটি শ্রান্তি বিনোদন ছুটি হিসেবে এবং শ্রান্তি বিনোদন ভাতা হিসেবে ১ মাসের মূল বেতন আগষ্ট ২০২০ মন্জুর করা হয়েছিল।
বর্তমানে তার ১লা আগষ্ট ২০২৩ শ্রান্তি বিনোদন ডিউ হয়েছে।কিন্তু গত ৬ মে হতে (স্ট্রোক করায়) চিকিৎসা ছুটি/অর্জিত ছুটিতে আছেন।কবে যোগদান করবেন তার কোন নিশ্চয়তা নেই। এমতাবস্থায় উনি কি শ্রান্তি বিনোদন প্রাপ্য হবেন? অথবা যদি ছুটি না পান শুধু অর্থ পাবেন কি?যেহেতু উনি অসুস্থ তাই মানবিক বিবেচনায় বা কোন নিয়মে কি সে অর্থ পাওয়ার সুযোগ আছে কি?
অগ্রিম ধন্যবাদ
কর্তৃপক্ষ চাইলে অনেক কিছু করতে পারে। তবে ছুটি শেষে যোগদান করে ছুটি ও ভাতা ভোগ করতে পারবেন।
কোন কর্মচারী ৩০-০৬-২০২১ খ্রি. তারিখে চাকরিতে যোগদান করে ৩০-০৬-২০২৪ খ্রি. তারিখে তাঁর চাকরি মেয়াদ ৩ বছর পূর্ণ হওয়ায় যথাযথ নিয়ম অনুযায়ী ০১-০৬-২০২৪ খ্রি তারিখে শ্রান্তি ও বিনোদনের ছুটির জন্য ১৫-০৭-২০২৪ খ্রি. তারিখ হতে ২৯-০৭-২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত ছুটির আবেদন করলে তিনি জুলাই ২০২৪ মাসের মূল বেতন পাবেন? না জুন ২০২৪ মাসের মূল বেতন পাবেন। দয়া করে বিধি মোতাবেক নথিসহ (যদি থাকে) জানাবেন।
জুলাই মাসের মূল বেতন পাবেন। বিধিতে দেখুন লেখা আছে যে মাসে ছুটিতে যাইবেন ঐ মাসের মূল বেতন পাবেন।