বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

Salary Increment by 1st July 2025 । আগামী জুলাই মাসে কাদের বেতন আর বাড়বে না

সরকারি কর্মচারীদের জন্য জুলাই মাস ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির মাস – জুলাই মাসেও কিছু কর্মকর্তা/কর্মচারীদের বেতন বৃদ্ধি পায় না–Salary Increment by 1st July 2025

সিলিং এ পৌছালে ৫% বৃদ্ধি হয় না? না। আগামী ১লা জুলাইয়ে প্রত্যেক সরকারি কর্মকর্তা/ কর্মচারী তার মূল বেতনের ৫% হারে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি পাবে। তবে দক্ষতা যাই হোক নিম্নগামী বা উর্ধ্বগামী ইনক্রিমেন্ট পাবেই ২০ তম গ্রেডের কর্মচারী থেকে শুরু করে ১ম গ্রেডের কর্মকর্তা পর্যন্ত কিন্তু সিলিংএ পৌছে থাকলে কোন কর্মকর্তা বা কর্মচারী আর কোন সুবিধা পান না অর্থাৎ তার কোন বেতন বৃদ্ধি হয় না।

কাদের বেতন বাড়ে না? যারা সিলিং এ পৌছে গেছেন। যারা সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন তাদের বেতনও বাড়ে না। একটা স্টেজে গিয়ে পদোন্নতি বা উচ্চতর গ্রেড না পেলে বেতন আর বাড়ে না। চার্ট থেকে আমরা সহজেই অবগত হতে পারবো কার সিলিং কত পর্যন্ত এবং মূল বেতন বৃদ্ধি পেতে পেতে একটি স্টেজে গিয়ে আর বেতন বৃদ্ধির সুযোগ নেই। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ধাপগুলো এভাবেই তৈরি করা হয়েছে।

মোট বেতন বের করে কিভাবে? চলুন দেখে নিই- ১নং গ্রেডের কোন বেতন বৃদ্ধি নেই। ২নং গ্রেডে ৫টি ইনক্রিমেন্ট রয়েছে। ৩নং গ্রেডে ৮টি ইনক্রিমেন্ট রয়েছে। ২০ নং গ্রেডে ১৯টি ইনক্রিমেন্ট রয়েছে। প্রতি ইনক্রিমেন্ট এ ৫% হারে বৃদ্ধি করা হয়েছে। আসুন একটি উদাহরণের সাহায্যে পরিস্কার হওয়া যাক ইনক্রিমেন্ট কিভাবে লাগে। ধরুন, আপনি ১৬ নম্বর গ্রেডে ১১,৮৯০ টাকা বেতন পাচ্ছেন। তাহলে আপনার মুল বেতন ১লা জুলাই/২০২৪ এ দাড়াবে ১২৪৯০ টাকা। সে হারে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে। মূল বেতন ১২৪৯০ টাকা এবং বাড়ি ভাড়া ৫৬২০ টাকা (৪৫%অন্যান্য স্থানের হারে) এবং চিকিৎসা ভাতা ১৫০০ টাকা। এছাড়া টিফিন ভাতা ২০০ টাকা। বিশেষ সুবিধা ১৫%  হারে ১৮৭৩ টাকা তাহলে  মোট বেতন ভাতাদি = ২১,৬৮৩ টাকা মাত্র।

সরকারি স্কেলে মূল বেতন ৫% হারে বাড়তে থাকে/ প্রতি বছর বাড়ি ভাড়া ছাড়া অন্য কোন ভাতা বৃদ্ধি পায় না

বাড়ি ভাড়া কি মূল বেতন অনুসারে বাড়ে? হ্যাঁ। মুল বেতন অনুপাতে বাড়িভাড়া বৃদ্ধি পাবেন। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর চার্ট থেকে ইনক্রিমেন্ট ও বাড়ি ভাড়া বের করে নিন। সিটি কর্পোরেশন এলাকার বাহিরের জন্য প্রযোজ্য বাড়ি ভাড়া ভাতা পাবেন। মূল বেতন ৮২৫০-৯৭০০ বাড়ি ভাড়া ৫০%, ন্যূনতম ৪৫০০/- টাকা পাবেন। মূল বেতন ৯৭০১-১৬০০০ বাড়ি ভাড়া ৪৫%, ন্যূনতম ৪৮০০/- টাকা পাবেন। মূল বেতন ১৬০০১-৩৫৫০০ বাড়ি ভাড়া ৪০%, ন্যূনতম ৭০০০/- টাকা পাবেন। মূল বেতন ৩৫৫০১-তদূর্ধ্ব বাড়ি ভাড়া ৩৫%, ন্যূনতম ১৩৮০০/- টাকা পাবেন। যারা গত বছর বাড়ি ভাড়া ৭০০০ টাকা পাইছেন তাদের এ বছর আর বাড়ি ভাড়া বাড়বে না কারণ গত বছর বাড়ি ভাড়া কম আসলেও ন্যূনতম সিলিং এ বাড়ি ভাড়া পেয়েছেন।

Salary Increment by 1st July 2024 । আগামী জুলাই মাসে কাদের বেতন আর বাড়বে না

Caption: Basic Stage list 2025

সরকারি কর্মচারীদের ভাতাদি ২০২৫ । মূল বেতন ও বাড়ি ভাড়া ছাড়া আর কি কি ভাড়া পাওয়া যায়?

  1. মূল বেতন ও বাড়ি ভাড়া ছাড়া চিকিৎসা ভাতা ১৫০০ টাকা পান। প্রত্যেক কর্মকর্তা/ কর্মচারী ১৫০০ টাকা হারে মাসে চিকিৎসা ভাতা পান। এখানে কোন ব্যতিক্রম নেই সবাই সমহারে।
  2. নববর্ষ ভাতা মূল বেতনের ২০% হারে ১-২০ গ্রেড বেসিক অনুসারে কেউ ১৭০০ টাকা আবার কেউ ১৫৬০০ টাকা। ১লা বৈশাখ প্রত্যেকেই তাদের নিজ নিজ মূল বেতনের ২০% অর্থ উৎসব ভাতা হিসাবে পান।
  3. শিক্ষা সহায়ক ভাতা ১ সন্তান ৫০০, ২ সন্তান বা তদূর্ধ্ব ১০০০ টাকা। এটিও সকল কর্মকর্তা ও কর্মচারী পেয়ে থাকেন সম হারে। তবে স্বামী স্ত্রী দুজনেই চাকরি জীবী হলে শুধুমাত্র একজন এ অর্থ উত্তোলন করতে পারবেন।
  4. ১১-২০ তম গ্রেডের জন্য যাতায়াত ভাতা ৩০০ টাকা। কর্মকর্তাগণ এটি পান না।
  5. ১১-২০ তম গ্রেডের জন্য টিফিন ভাতা ২০০ টাকা। কর্মকর্তাগণ এটি পান না। গেজেটেড হলেও পাবেন না। শুধুমাত্র কর্মচারীগণ এ নগন্য ভাতা ৩০ দিনের জন্য ২০০ টাকা পেয়ে থাকেন।
  6. ১৬-২০ তম গ্রেডের জন্য ধোলাই ভাতা ১০০ টাকা পান। সাজ পোষাক বা দাপ্তারিক পোষাক যে সমস্ত কর্মচারী পান তারা তাদের পোষাক ধৌত করার জন্য এ মাসিক ভাতা পান। এটিও কর্মকর্তাগণ ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মচারীগণও পান না।
  7. বিশেষ সুবিধা ১০-২০ গ্রেড ১৫% হারে এবং ৯-১ গ্রেড ১০% হারে পাবেন। ১৫০০ টাকা হতে সর্বোচ্চ ৭৮০০ টাকা।

সরকারি চাকরিতে বছরের যে কোন জয়েন করলেই কি ইনক্রিমেন্ট পাওয়া যায়?

না। ইনক্রিমেন্টের জন্য আবেদন করতে হয় না। এটি এজি অফিস অটোমেটিক্যালি লাগিয়ে দেয়। যদি দপ্তর প্রধান কোনরুপ আপত্তি না তোলে কোন কর্মচারীর বিরুদ্ধে। বার্ষিক বেতন বৃদ্ধির জন্য অনলাইনে ফিক্সেশন করতে হয় না।  এটি অফিসের এন্ট্রিকৃত কপি অনলাইন থেকে প্রিন্ট করে সার্ভিস বুকে লাগিয়ে রাখতে হয় এবং দপ্তর প্রধান প্রতিপাদন করে দেন। অনলাইন ইনক্রিমেন্ট সার্টিফিকেট বা সার্ভিস বুক এজিতে পাঠাতে হয় না। এজি অফিসে এর কোন কাজ নেই। দপ্তর প্রধান প্রতিপাদন করলেই হয়। বার্ষিক ইনক্রিমেন্ট পেতে ১ লা জুলাই পর্যন্ত ন্যূনতম ৬ মাস পূর্ণ হতে হয়। ১ দিন কম থাকলেও ঐ বছর ইনক্রিমেন্ট পাওয়া যাবে না।

আরও বিস্তারিত জানতে ভিডিও দেখুন

https://bdservicerules.info/%E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A7%A7%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%87%E0%A6%A8%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87/
 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

4 thoughts on “Salary Increment by 1st July 2025 । আগামী জুলাই মাসে কাদের বেতন আর বাড়বে না

  • MD.NAZAMUDDIN

    ২০২৩ সালের জুন মাসে নিয়োগ পাওয়া
    কর্মচারীদের
    ২০২৪ সালের জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ইনক্রিমেন্ট সহ বেতন ভাতার পরিমাণ।

  • Md. Nazim Uddin

    আসসালামু আলাইকুম।
    কোন একজন সরকারি কর্মচারীর মুল বেতন ১২,২৫০/- টাকা। ৫% হারে ১ম বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান সাপেক্ষে জুলাই মাসে তান মূল বেতন দাড়ায় (১২,২৫০*৫%)+১২,২৫০ = ১২,৮৬২.৫০ টাকা। কিন্তু বার্ষিক ইনক্রিমেন্ট হিসাব তালিকায় দেখাচ্ছে ১৩,১৩০/- টাকা। অতিরিক্ত ২৬৭.৫০ টাকা কি হিসেবে যোগ করা হয়েছে। ইনক্রিমেন্টের প্রত্যেকটি ধাপে এরকম অতিরিক্ত টাকা যোগ হয়েছে। আশা করি এ বিষয়ে সঠিক তথ্য দিবেন।

  • গ্রেড কত অনুগ্রহ করে জানাবেন। যদি ১১তম গ্রেড হয়ে থাকে তবে ১২৫০০ টাকা থেকে শুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *