পৌরসভা চাকরি বিধিমালা ১৯৯২ মোতাবেক পৌর সভায় কর্মকর্তা/ কর্মচারী নিয়োগ প্রদান করা হয়। ২০২২ সালে সচিব বর্তমানে পদনাম পরিবর্তন হয়ে “পৌর নির্বাহী কর্মকর্তা হওয়ার পর তাদের বেতন ভাতা পুন:নির্ধারণ করা হয়েছে। পদ নাম পরিবর্তন ও গ্রেড উন্নীত করা হল।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগ

পৌর-১ শাখা।

www Igd.gov.bd

স্মারক নং-৪৬.০০.০০০০.০৬৩.৩১.০০৩.২১.৫৯৭ তারিখঃ১৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ।

প্রজ্ঞাপন

এতদ্বারা সরকার পৌরসভাসমূহের সাংগঠনিক কাঠামােভূক্ত ও পৌরসভার কর্মচারী চাকুরী বিধিমালা, ১৯৯২ এর তফসিলে বর্ণিত “সচিব বর্তমানে পদনাম পরিবর্তন হয়ে “পৌর নির্বাহী কর্মকর্তা” পদের বেতন গ্রেড নিমরূপভাবে উন্নীত করিল:

পৌর নির্বাহী কর্মকর্তার বেতন ভাতা

০২। উক্ত পদের বেতন গ্রেড উন্নীত করার ফলে অতিরিক্ত যে অর্থের প্রয়ােজন হবে তা সংশ্লিষ্ট পৌরসভার নিজস্ব তহবিল হতে নির্বাহ করতে হবে।

০৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ সচিব (বর্তমানে পৌর নির্বাহী কর্মকর্তা) পদে যােগদানের তারিখ থেকে কার্যকর হলে।

(মোহাম্মদ ফারুক হােসেন)

উপসচিব

“ক” গ্রেডের একজন পৌর নির্বাহী কর্মকর্তা ৩৫৫০০ টাকায় মূল বেতন শুরু হয়। মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সরকারি বিধি মতে প্রদান করা হয়। তবে উক্ত পদের বেতন গ্রেড উন্নীত করার ফলে অতিরিক্ত যে অর্থের প্রয়ােজন হবে তা সংশ্লিষ্ট পৌরসভার নিজস্ব তহবিল হতে নির্বাহ করতে হবে বলে উল্লেখ করা হয়।

পৌর নির্বাহী কর্মকর্তার বেতন ভাতা ২০২২ : ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2976 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *