বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

Salary Upgrade Process bd 2025 । বেতন গ্রেড উন্নীত হওয়ার প্রেক্ষিতে বেতন নির্ধারণ জনিত সমস্যা?

বর্তমান মূলবেতন নিরূপিনকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের বেশি হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের কোন ধাপের সমান না হলে সেক্ষেত্রে অব্যবহিত উচ্চধাপে বেতন নির্ধারণ করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

বাস্তবায়ন অনুবিভাগ

বাস্তবায়ন-১ অধিশাখা

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৬১.৪৪.০০৪.১৩.৭৯; তারিখ: ১০ জুন ২০২১

বিষয়: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভূক্ত লিডার, ফায়ারফাইটার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্ট পদসমূহের বেতনগ্রেড উন্নীত হওয়ার প্রেক্ষিতে বেতন নির্ধারণ জনিত সমস্যা দূরিকরণ সংক্রান্ত।

সূত্র: সুরক্ষা সেবা বিভাগের স্মারক নং ৫৮.০০.০০০০.০৫২.২২.০০৩.১৮.১৮.১৮১; তারিখ: ১২/০৫/২০২১ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভূক্ত লিডার, ফায়ারফাইটার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্টদের বেতন নির্ধারণের ক্ষেত্রে নির্দেশক্রমে অর্থ বিভাগের নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হলো:

ক) বেতন স্কেল উন্নীত হওয়ার পূর্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভূক্ত লিডার, ফায়ারফাইটার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্ট পদধারীদের যিনি যে সংখ্যক টাইমস্কেল পেয়েছেন/প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইমস্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার প্রশাসনিক মঞ্জুরি আদেশ জারীর অর্থাৎ ০৩/০২/২০২০ খ্রি: তারিখের পূর্বে তার সর্বশেষ আহরিত / প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ হবে।

খ) বেতন স্কেল উন্নীতকরণের তারিখে টাইমস্কেল নিরুপনকৃত স্কেলে কোন কর্মচারীর বর্তমান মূল বেতন উক্ত স্কেলের সর্বনিম্ন ধাপের কম হলে সর্বনিম্ন ধাপে বেতন নির্ধারণ করতে হবে;

গ) বর্তমান মূল বেতন নিরুপনকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের বেশি হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের সমান হলে সেই ধাপে বেতন নির্ধারণ করতে হবে; এবং

ঘ) বর্তমান মূলবেতন নিরূপিনকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের বেশি হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের কোন ধাপের সমান না হলে সেক্ষেত্রে অব্যবহিত উচ্চধাপে বেতন নির্ধারণ করতে হবে।

(মো: সফিউল আলম)

উপসচিব

ফোন: ৯৫৫০৭৮১

বেতনগ্রেড উন্নীত হওয়ার প্রেক্ষিতে বেতন নির্ধারণ জনিত সমস্যা দূরিকরণ সংক্রান্ত: ডাউনলোড

উন্নীত বেতন স্কেল আপডেট করণ ২০২৫ পিডিএফ ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “Salary Upgrade Process bd 2025 । বেতন গ্রেড উন্নীত হওয়ার প্রেক্ষিতে বেতন নির্ধারণ জনিত সমস্যা?

  • আসসালামুআলাইকুম,
    আমি একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে মার্চ,২০২৪ এ ১৭ তম গ্রেডে যোগদান করি। এখন প্রাতিষ্ঠানিক ভাবে কোম্পানির বেতন গ্রেড সমন্বয় হবে, গ্রেড সমন্বয় হলে আমার গ্রেড ১৪ তম হবে। গ্রেড সমন্বয় হতে আগামী আগস্ট বা সেপ্টেম্বর লেগে যাবে। তার আগে জুলাই,২০২৫ তে আমার ইনক্রিমেন্ট হবে। ফেব্রুয়ারি, ২০২৫ এ ঐ প্রতিষ্ঠানে ১৭ গ্রেডে আরো কয়েকজন কে নিয়োগ দেওয়া হয়েছে, যারা জুলাই, ২০২৫ এ ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন না।

    এখন, সেপ্টেম্বরে, ২০২৫ এ যদি গ্রেড সমন্বয় হয়ে ১৭ তম গ্রেড উন্নীত হয়ে ১৪ তম গ্রেড হয়, তাহলে আমার বেতন কি ১৪ তম গ্রেডের স্টার্টিং বেতন নির্ধারণ হবে নাকি ১৪ তম গ্রেডের এক ধাপ উপরে নির্ধারণ হবে? কারন ১৭ তম গ্রেডে অলরেডি আমার একটা ইনক্রিমেন্ট হয়ে যাবে। কিন্ত আমার এখানকার এইচ আর ম্যানেজার বলেছেন ১৪ তম গ্রেডের স্টার্টিং বেতন থেকে শুরু হবে এবং ২০২৪ এবং ২০২৫ সালে যারা যোগদান করেছেন সবার বেতন একই বা ১৪ তম গ্রেডের প্রারম্ভিক ধাপে নির্ধারণ হবে।সেক্ষেত্রে আমার ইনক্রিমেন্ট আর থাকবে না।

    সেক্ষেত্রে আমার কি ফিক্সেশন হবে? ফিক্সেশন হলে সেই টা কিভাবে হবে?

    এই সংক্রান্ত কোন অফিস আদেশ বা পরিপত্র যদি থাকে তাহলে যদি একটু শেয়ার করতেন। তাহলে আমি সেই টা নিয়ে আমার এইচ আর এ কথা বলতে পারতাম।

    ধন্যবাদ
    আপনার পেজের একজন নিয়মিত পাঠক
    ইব্রাহিম

  • গ্রেড উন্নীত হলে ইনক্রিমেন্ট থাকবে না। যদি আপনার বেতন ১৪ গ্রেডের প্রারম্ভিক ধাপ ক্রস করতো তবে ইনক্রিমেন্ট থাকতো। অনুগ্রহ করে আপনার প্রতিষ্ঠানের নাম এবং কিভাবে কেন উন্নীতকরণ হচ্ছে এবং প্রতিষ্ঠানের নিয়োগ বিধিমালা জানিয়ে alaminmia.tangail@gmail.com এ মেইল করতে তবে আরও বিস্তারিত জানাতে পারতাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *