সঞ্চয়পত্র ধারীগন এখন অনলাইনে পুন: বিনিয়োগের আবেদন করতে পারবেন-গ্রাহকগণ স্ট্যাটাস ও পুন:বিনিয়োগসহ বেশ কিছু সুযোগ সুবিধা অনলাইনেই গ্রহণ করতে পারবেন – Sanchaypatro Re Invest Process 2024
পুন: বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকের সম্মতি নিতে হবে? হ্যাঁ। ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রসহ পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব এর ক্ষেত্রে বিনিয়োগকারী বিনিয়োগের ঊর্ধ্বসীমা পর্যন্ত আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা নিতে পারবেন। তবে, যে সকল ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র; পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র ০১-১২-২০২৪ বা তৎপরবর্তী সময়ে মেয়াদোত্তীর্ণ হবে (ম্যানুয়ালসহ), সে সকল সঞ্চয়পত্র পুনঃবিনিয়োগ সুবিধা পাবে। প্রতিবার পুনঃবিনিয়োগের জন্য অনলাইনে অথবা সশরীরে গ্রাহকের সম্মতি গ্রহণ করতে হবে।
অনলাইনেই পুন: বিনিয়োগের আবেদন করা যাবে? হ্যাঁ। বিনিয়োগের ঊর্ধ্বসীমা অতিক্রম করার ক্ষেত্রে, ঊর্ধ্বসীমা পর্যন্ত পুনঃবিনিয়োগ সুবিধা পাবেন; এবং ঊর্ধ্বসীমার অতিরিক্ত অর্থ স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে। এ প্রেক্ষাপটে, ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম‘ এর আওতায় প্রণীত ‘Self-Service Module এর অধীনে একটি নতুন Interface চালু করা হবে। উক্ত Interface এ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বিনিয়োগকারী অনলাইনে পুনঃবিনিয়োগ আবেদন করতে পারবেন। একইসাথে যদি বিনিয়োগকারী প্রয়োজন মনে করেন, যেকোন ইস্যুকারী অফিসে, সশরীরে উপস্থিত হয়েও পুনঃবিনিয়োগের আবেদন দাখিল করতে পারবেন।
ব্যাংকে গিয়েও কি পুন: বিনিয়োগ বা অটো রিনিউ অপশন চালু করা যাবে? হ্যাঁ। পুনঃবিনিয়োগের জন্য প্রতিবার অনলাইনে বা সশরীরে গ্রাহকের সম্মতি গ্রহণ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিনিয়োগকারীগণকে আয়কর রিটার্ণ দাখিলের প্রমানক (Proof of Submission of Return) আবশ্যিকভাবে জমা দিতে হবে। অন্যথায়, পুনঃবিনিয়োগের সুবিধা পাওয়া যাবে না। জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ এর আওতায় প্রণীত ‘Self-Service Module’ এর অধীনে নতুন Interface ব্যবহার করে বিনিয়োগকারী অনলাইনে আয়কর রিটার্ণ দাখিলের প্রমানক দাখিল করবেন।
অনলাইন বা ম্যানুয়াল দুটি পদ্ধতিতেই পুন: বিনিয়োগ কার্যকর করা যাবে / পুন: বিনিয়োগ করতে রিটার্ন দাখিলের প্রমানক জমা দিতে হবে
একইসাথে যেকোন ইস্যুকারী অফিসে বিনিয়োগকারী সশরীরে উপস্থিত হয়েও আয়কর রিটার্ণ দাখিলের প্রমানক জমা দিতে পারবেন। আয়কর রিটার্ন যাচাই করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড এর সাথে ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ এর একটি Application Programming Interface (API) প্রস্তুত করতে হবে। পুনঃবিনিয়োগের সময় পুনঃবিনিয়োগের তারিখের মুনাফা হার ও স্ল্যাব প্রযোজ্য হবে।
Caption: Re Investment Meeting Resolution pdf
জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম ২০২৪ । অনলাইনেই যাচাই এবং রি-ইনভেষ্ট সুবিধা চালু করা যাবে
- যৌথনামে সঞ্চয় স্কীমে বিনিয়োগের ক্ষেত্রে যে বিনিয়োগকারীর বিনিয়োগের সীমা সর্বোচ্চ পরিমানে থাকবে, সে বিনিয়োগকারীর জন্য প্রযোজ্য সীমা বিবেচনা করে যৌথ বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হবে।
- *জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ এর আওতায় ইস্যুকৃত সকল পেনশনার সঞ্চয় ০১-১২-২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বা তৎপরবর্তীতে ত্রৈমাসিকের পরিবর্তে মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয় হবে।
- মুনাফাসহ পুনঃবিনিয়োগ করার সময় উৎসে কর কর্তনপূর্বক নীট মুনাফা পুনঃবিনিয়োগ সুবিধার আওতায় আসবে।
- মৃত ব্যক্তির নমিনী অথবা উত্তরাধিকারী পুনঃবিনিয়োগ সুবিধা প্রাপ্য হবেন না।
- পুনঃবিনিয়োগকৃত সঞ্চয়পত্রে পুরাতন ট্রাকিং নম্বর/রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা হবে।
- ছুটির দিনেও স্বয়ংক্রিয়ভাবে পুনঃবিনিয়োগ সুবিধা চালু থাকবে।
- যেসব সঞ্চয় স্কিম লিয়েন অথবা স্থগিত (Frozen) রয়েছে সেসব স্কিমসমূহ পুনঃবিনিয়োগ সুবিধা পাবে না।
- ব্যাংক হিসাব পরিবর্তনের ক্ষেত্রে ইস্যুকারী অফিস Maker ও Reviewer হবে এবং ইস্যুকারী অফিসের উর্ধতন কার্যালয় হবে Approver। এই তিন ব্যবহারকারীর সমন্বয়ে জাতীয় সঞ্চয় স্কীম-এ বিনিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সংশোধন করা যাবে।
- ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ব্যতীত নগদায়নকৃত ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডসহ অন্যান্য সঞ্চয়পত্রের ক্ষেত্রে ৫ বছর পর বিনষ্ট করার বিষয়টি সংশ্লিষ্ট বিধিতে উল্লেখ আছে। এ প্রেক্ষাপটে, নগদায়নকৃত ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড বিনষ্টকরণ সংক্রান্ত বিধি সংশ্লিষ্ট বিধিমালায় সঞ্চয় অধিদপ্তরের সুপারিশের আলোকে সংযোজন করতে হবে।
কিভাবে বুঝবেন পুন:বিনিয়োগ চালু হয়েছে?
১ লা ডিসেম্বর হতে সকল সঞ্চয়পত্র (নতুন ও পুরানো সবগুলো) পূনঃবিনিয়োগ সুবিধা চালু হয়েছে। সেক্ষেত্রে গ্রাহককে মেয়াদের আগে যেকোন দিন আবেদন করতে হবে। আবেদন না করলে রি-ইনভেস্টমেন্ট হবে না। আবেদন করার পর ইস্যু অফিস আপনার renew আপশন চালু করে দেবে। আপনি সিওর হবার জন্য নিচের কাগজের মত একটি সিস্টেম জেনারেটেড ডকুমেন্ট উক্ত অফিস হতে নিতে পারবেন। ডকুমেন্টটি সাথে সাথে নিতে হবে এমন না, পরেও কালেক্ট করলে সমস্যা নেই। যারা অলরেডি আবেদন করেছেন তারাও নিতে পারবেন। মনে রাখবেন সঞ্চয়পত্রের আগের সকল তথ্য ও সুবিধা সব ঠিক থাকবে শুধুমাত্র নতুন রেজি নং বা ট্রেকিং নম্বর জেনারেট হবে। প্রাপ্ত ডকুমেন্টটি সংরক্ষন করুন। ডকুমেন্টটি পাবেন ১ম মেয়াদ শেষ হবার পর অর্থাৎ পূণঃবিনিয়োগ চালুর পর হাতে পাবেন।
৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র | ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র | পরিবার সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র |
পরিবার সঞ্চয়পত্র | পেনশনার সঞ্চয়পত্র | |