বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

স্কেল আপগ্রেডের ক্ষেত্রে উচ্চতর গ্রেড ২০২৫ । উন্নীত স্কেল প্রাপ্তির তারিখ হতে ১০ বছর পূর্তিতে ১ম উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন কি?

জনাব মারিয়া হক মিতুল, উপসহকারী কৃষি অফিসার এর জাতীয় বেতন স্কেল/২০১৫ ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী ২২/১০/২০১৮ খ্রি: তারিখ হতে ১০ বছর পূর্তিতে ২২/১০/২০১৮ খ্রি: তারিখে পরবর্তী উচ্চতর স্কেলে বেতন নির্ধারণ এবং জনাব মো: ইলিয়াছ, সিপাই, মোংলা কাস্টম হাউস এর ০১/০৭/২০০৯ খ্রি: তারিখ হতে ১০ বছর পূর্তিতে ০১/০৭/২০১৯ খ্রি: তারিখে পরবর্তী উচ্চতর স্কেলে বেতন নির্ধারণ করা যেতে পারে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন

সেগুনবাগিচা, ঢাকা-১০০০

www.cga.gov.bd

নং-০৭.০৩.০০০০.০০৯.০৭.৫১৫.০৩(খন্ড-১).২৪২; তারিখ: ১০-০৩-২০২১

প্রাপক:

ডিভিশনাল কন্ট্রোল অব একাউন্টস

ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয়

হিসাব ভবন, খুলনা বিভাগ

খুলনা।

বিষয়: উন্নীত বেতন স্কেল প্রাপ্তিতে জাতীয় বেতন স্কেল/২০১৫ এর ৭(১) অনুযায়ী একই পদে চাকুরিকাল ১০ (দশ) বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্যতা প্রসঙ্গে।

সূত্র: স্মারক-ডিসিএ/খুলনা/পারি:/৬৫১/৬৯৪; তারিখ: ১০/১২/২০২১

উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

০২। জনাব মারিয়া হক মিতুল, উপ-সহকারী কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিস, খুলনা ২৭/১২/২০০৯ খ্রি: তারিখে ১১তম গ্রেডে চাকুরিতে যোগদান করেছেন। ২২/১০/২০১৮ খ্রি: তারিখে পদে স্কেল ১০তম গ্রেডে উন্নীত করায় তিনি ১৬০০০-৩৮৬৪০ টাকার স্কেলে বেতন গ্রহণ করছেন। জাতীয় বেতন স্কেল, ২০১৫ ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী যোগদানের তারিখ হতে চাকুরি গণনা করে একই পদে ১০ বছর পূর্তিতে ২৭/১২/২০১৯ খ্রি: ১ম উচ্চতর গ্রেড হিসাবে ৯ম গ্রেডে ২২০০০-৫৩০৬০ টাকা স্কেলে বেতন নির্ধারনের জন্য বিবরণী দাখিল করেছেন।

জনাব মো: ইলিয়াছ, সিপাই, মোংলা কাস্টম হাউস, বাগেরহাট বিগত ১১/০২/২০০৯ খ্রি: তারিখে সিপাই পদে ১৮তম গ্রেডে ১ম যোগদান করেছেন। ০১/০৭/২০১৯ খ্রি: তারিখে পদের স্কিল ১৭তম গ্রেডে উন্নীত করা হয়েছে। জাতীয় বেতন স্কেল/২০১৫ এর ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী যোগদানের তারিখ হতে চাকরিকাল গণনা করে একই পদে ১০ বছর পূর্তিতে ১১/০২/২০১৯ খ্রি: তারিখে ১ম উচ্চতর গ্রেড হিসাবে ১৬তম গ্রেডে ৯৬০০-২২৪৯০ টাকা বেতন স্কেলে বেতন নির্ধারনের জন্য বিবরণী পেশ করেছেন।

পদের গ্রেড উন্নীত হওয়ার কারণে উন্নীত বেতন স্কেল প্রাপ্তির তারিখ হতে একই পদে চাকুরীকাল ১০ (দশ) বছর পূর্তিতে ১ম উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন।

এমতাবস্থায়, জনাব মারিয়া হক মিতুল, উপসহকারী কৃষি অফিসার এর জাতীয় বেতন স্কেল/২০১৫ ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী ২২/১০/২০১৮ খ্রি: তারিখ হতে ১০ বছর পূর্তিতে ২২/১০/২০১৮ খ্রি: তারিখে পরবর্তী উচ্চতর স্কেলে বেতন নির্ধারণ এবং জনাব মো: ইলিয়াছ, সিপাই, মোংলা কাস্টম হাউস এর ০১/০৭/২০০৯ খ্রি: তারিখ হতে ১০ বছর পূর্তিতে ০১/০৭/২০১৯ খ্রি: তারিখে পরবর্তী উচ্চতর স্কেলে বেতন নির্ধারণ করা যেতে পারে।

বিষয়টি আদিষ্ট হয়ে জানানো হলো।

(কামরুন্নেছা)

উপ হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)

ফোন: ৮৩৯২৬১৩

উন্নীত বেতন স্কেল প্রাপ্তির তারিখ হতে একই পদে চাকুরীকাল ১০ বছর পূর্তিতে ১ম উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন: ডাউনলোড

উচ্চতর গ্রেড প্রাপ্তির আদালতের রায়ে কি বলা আছে?

আদালতের রায়ে বলা হয়েছে, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের মধ্যে যারা পূর্বে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারা উচ্চতর গ্রেড পাওয়ার জন্য আইনগতভাবে উপযুক্ত। এই রায়ে হাইকোর্টের আগের রায় সংশোধন করা হয়েছে, যেখানে বলা হয়েছিল, যারা আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারা দ্বিতীয়টি পাবেন না। হাইকোর্ট রায়ে বলেছিল, যারা আগে একটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারা দ্বিতীয়টি (উচ্চতর গ্রেড) পাবেন না।  আপিল বিভাগ এই রায় সংশোধন করে বলেছে, যারা আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারাও উচ্চতর গ্রেডের জন্য যোগ্য। এই রায়ের ফলে প্রায় ১৫ লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবী যারা আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছিলেন, তারা এখন উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ পাবেন। এই রায়ে আগে যারা টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছিলেন, তারা এখন উচ্চতর গ্রেড পাবেন, যা আগে বৈষম্য সৃষ্টি করেছিল। এই রায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা তাদের বেতন এবং সুযোগ-সুবিধার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

6 thoughts on “স্কেল আপগ্রেডের ক্ষেত্রে উচ্চতর গ্রেড ২০২৫ । উন্নীত স্কেল প্রাপ্তির তারিখ হতে ১০ বছর পূর্তিতে ১ম উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন কি?

  • আমরা ২০১০এ চাকরীতে জয়েন করেছি এখন আমরা কি ১ম উচ্চতর গ্রেড পাব?

  • অবশ্যই পাবেন।

  • তুষার

    আমি ১৯৮৯ সালের ২৮ জুন তারিখে ১৬ নং গ্রেডে যোগদান করি। ২০০৪ সালে ৩টি টাইম স্কেল পেয়ে ১৩ তম গ্রেড আহরণ করি। ১৮/০৮/২০২০ তারিখে ১৫ নং গ্রেডে উচ্চমান সহকারী পদে পদোন্নতি পাই। ফলে স্কেল বা আর্থিক সুবিধা কোনটাই পাইনি। মহামান্য হাইকোর্ট কর্তৃক অর্থ মন্ত্রণালয়ের বিধিনিষেধ বাতিল হওয়ায় এবং ২০০৪ সাল হতে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পদোন্নতি না পাওয়ায় এবং একই পদে ও একই গ্রেডে ১৭ বছর চাকুরিকাল বিবেচনায় আমি পরবর্তী ২টি উচ্চতর গ্রেড পেতে পারি কিনা সে বিষয়ে আপনার অভিজ্ঞার আলোকে মতামত জানাবেন দয়া করে।

  • রায় বাস্তবায়ন হলে অর্থাৎ অর্থমন্ত্রণালয় পরিপত্র জারি করলে পেতে পারে এবং পরিপত্রে কি বলা থাকবে সেটির উপর নির্ভর করবে।

  • রুদ্র

    কিস্তু ২১.০৯.২০১৬ তারিখের পরিপত্রের ‘গ’ অনুচ্ছেদ অবৈধ/সংবিধান পরিপন্থী ঘোষনা করার পরও কি আবার পরিপত্র জারীর আবশ্যকতা আছে ? অপরদিকে ২০১৬ হতে এ পর্যন্ত যারা অবসরে চলে গেছেন তাদের ভাগ্যে কি জুটবে ? তাদের দাবী করার কোন সুযোগ কি থাকবে ? পেনশন মঞ্জুর হওয়ার পর কি `গ’ অনুচ্ছেদে ক্ষতিগ্রস্থরা আর্থিক সুবিধা পাবে ? উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে কি কোন সময়সীমা থাকে ? এছাড়া মামলা দায়েরকালীন একটি অতিরিক্ত ইক্রিমেন্ট গ্রহণের কথা বলা হয়েছে, বর্তমানে সে ক্ষেত্রে ২টি উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে কি আবার আদালতের দারস্থ হতে হবে ? এমনিতেই এক মামলায় ১০ বছর সময় লাগল। আবার মামলা করতে গেলে শুধু পেনশন নয়, হয়তো অনেকে জীবদ্দশায় কবরে চলে যেতে হতে পারে। এ ক্ষেত্রে তার ওয়ারিশরাকি বিজ্ঞ আদালতের রায়ের সুফল পাবে ? এখানে চলতি বছরে অনেক কর্মচারী এলপিআরে চলে গেছেন। অনেকে আবার এর মধ্যে মৃত্যুকরণ করেছেন। তাদের ভাগ্যে কি আছে ? বিষয়টি নিয়ে শান্তনা পেতে পারি এমন কোন অভিজ্ঞ আইন বিশারদ এর বক্তব্য কি আপনার মাধ্যমে পেরে পারি ? বা আপনি সংগ্রহ করে সকলের জন্য উন্মুক্ত করতে পারেন ? যে আমরা আশাহত না হই।

  • পরিপত্র হতে হবে। হলে এ সমস্যার সমাধানের কার্যক্রম শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *