সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

বাংলাদেশ সচিবালয় টেলিফোন নির্দেশিকা ২০২৪ । যে কোন সরকারি দপ্তরে যোগাযোগের মোবাইল নম্বর ডিরেক্টরি চান?

বাংলাদেশ সরকার টেলিফোন ডিরেক্টরি প্রকাশ করেছে যেখানে আপডেট সব টেলিফোন নম্বর এবং মোবাইল নম্বর সন্নিবেশিত করা হয়েছে- বাংলাদেশ সচিবালয় টেলিফোন নির্দেশিকা ২০২৪

সরকারি ফোন নম্বর কোথায় পাওয়া যাবে? – সরকারি অফিসে যোগাযোগের জন্য এখন দপ্তরে দপ্তরে ঘুরতে হয়না। আপনি ঘরে বসেই টেলিফোন নম্বর, মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস পেয়ে যাবেন। কোন অভিযোগ ও অনুসন্ধান করতে পারবেন। তথ্য সেবা বা যে কোন সেবা পেতে আপনি সরাসরি উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করতে পারবেন।

দেশে মন্ত্রণালয় কয়টি? বাংলাদেশের মোট মন্ত্রণালয় সংখ্যা ৪৩ টি মন্ত্রণালয় রয়েছে এবং এর মধ্যে ২টি-র শেষে কার্যালয়, ২টি-র শেষে বিভাগ এবং ৩৯টি-র শেষে মন্ত্রণালয় যুক্ত করা হয়েছে। কার্যালয় বিভাগ বাদে মোট ৩৯টি মন্ত্রণালয় রয়েছে। এসব মন্ত্রণালয় দেশের সমস্ত প্রকার কার্যক্রম সম্পাদন করে থাকে। মন্ত্রণালয় গুলোর দায়িত্ব পালন করে থাকে মন্ত্রীগণ। ৩৫০টি এমপি’র মধ্য হতে নির্ধারিত সংখ্যক মন্ত্রী মন্ত্রণালয়ে কর্মরত থাকে। 

প্রধানমন্ত্রী ব্যতীত মোট কতজন মন্ত্রী থাকে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতীত এ মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হলেন ৩ জন। প্রধানমন্ত্রীসহ মোট ৪৮ সদস্যের মন্ত্রিসভার ৪৪ জন সরাসরি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হউন এবং ৩ জনকে টেকনোক্র্যাট কোটায় দায়িত্ব প্রদান করা হয়।

বাংলাদেশের টেলিফোন নাম্বার তালিকা দেখুন । বাংলাদেশের টেলিফোন কোড নাম্বার সহ মোবাইল নম্বর সংগ্রহ করুন

বাংলাদেশ মোবাইল নম্বর লিস্ট ছাড়াও ইমেইল এড্রেস পেয়ে যাবেন। চাইলেই আপনি ইমেইল প্রেরণ করে যোগাযোগ করতে পারেন। 

Telephone_guideline_2023

Caption: Download Telephone Directory

বাংলাদেশের মন্ত্রণালয় ২০২৪ । মোট মন্ত্রণালয় কয়টি?

  1. রাষ্ট্রপতির কার্যালয়
  2. প্রধানমন্ত্রীর কার্যালয়
  3. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
  4. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
  5. কৃষি মন্ত্রণালয়
  6. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  7. বাণিজ্য মন্ত্রণালয়
  8. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
  9. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  10. প্রতিরক্ষা মন্ত্রণালয়
  11. খাদ্য মন্ত্রণালয়
  12. শিক্ষা মন্ত্রণালয়
  13. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
  14. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
  15. জনপ্রশাসন মন্ত্রণালয়
  16. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  17. অর্থ মন্ত্রণালয়
  18. পররাষ্ট্র মন্ত্রণালয়
  19. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  20. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  21. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  22. শিল্প মন্ত্রণালয়
  23. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
  24. বস্ত্র ও পাট মন্ত্রণালয়
  25. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
  26. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
  27. ভূমি মন্ত্রণালয়
  28. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
  29. পরিকল্পনা মন্ত্রণালয়
  30. ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
  31. ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
  32. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
  33. নৌ-পরিবহন মন্ত্রণালয়
  34. সমাজকল্যাণ মন্ত্রণালয়
  35. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
  36. পানি সম্পদ মন্ত্রণালয়
  37. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
  38. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
  39. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
  40. রেলপথ মন্ত্রণালয়
  41. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

কোন মন্ত্রণালয়ের মন্ত্রী কে জানতে চান?

৩০শে ডিসেম্বর ২০১৮ তারিখে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৫৯টি আসন লাভ করে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ৩ জানুয়ারি ২০১৯ তারিখে নির্বাচিত সংসদ সদস্যগণ বাংলাদেশ সরকারের আইনপ্রণেতা হিসেবে শপথগ্রহণ করেন। শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন। ৬ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার মন্ত্রীদের নাম ঘোষণা করে। ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যগণ শপথ নেন। চলতি বছর ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। মন্ত্রীদের নামের তালিকা দেখুন

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *