সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

স্যার ডাকার নিয়ম বাতিল ২০২৫ । মহিলা কর্মকর্তাদের ‘স্যার’ ডাক প্রাপ্তির প্রত্যাশা অযৌক্তিক নয় কী?

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন করার নিয়ম বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা বাতিল করা হয়-স্যার ডাকার নিয়ম বাতিল ২০২৫

স্যার ডাকা নিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে কি? না। মন্ত্রিসভা থেকে নেওয়া অন্য অতিরঞ্জিত প্রটোকল নির্দেশিকা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও সভায় আলোচনা হয়। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ লক্ষে দুই সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য সম্মানসূচক সম্বোধন ও প্রটোকল নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব দিতে বলা হয়েছে।

জেন্ডার পরিবর্তন হয়েছিল মহিলারা? মো. মোখলেসুর রহমান বলেন, চাকরিতে পুরুষ-মহিলা সবাইকে স্যার ডাকার নিয়ম বাতিল। বিগত সরকার জেন্ডার পরিবর্তন করে দিয়েছিল। পুরুষ-মহিলা সবাইকে বাধ্যতামূলক স্যার ডাকতে হতো। ৫ আগস্টের পর থেকে এটা শেষ। এখন থেকে পুরুষ অফিসার মিস্টার, মহিলা অফিসার মিস এগুলো রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে। এ সময় তিনি বলেন, ঘুষ চাইলে দরজা বন্ধ করেন, তারপর যা দেওয়ার দিয়ে দেন। এর চাইতে বেশি পাবলিক মিটিংয়ে আমি বলতে চাই না। শুরু করেন, তারা তো আর কিং না।

মহিলা অফিসারদের স্যার ডাকবেন কি? না। ইদানিং মহিলা কর্মকর্তারা “স্যার” নামে সম্বোধন করা প্রত্যাশা করেন এবং এ নিয়ে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে দেখা গেছে। স্বাভাবিকভাবেই মহিলা কর্মকর্তাদের “স্যার” নামে ডাকার যৌক্তিকতা নিয়ে আলোচনা প্রত্যাশিত ছিল কিন্তু তেমনভাবে আলোচনা হয় নাই। এ প্রসঙ্গে গত ৩১/১০/১৯৯০ তারিখে অনুষ্ঠিত বাংলাভাষা ব্যবহার সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্ত যা তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের ১১/১২/১৯৯০ তারিখের ৩৯৪ নং স্মারকের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে।

কর্মকর্তাদের জনাব ডাকা যাবে? । পুরুষ ও মহিলাদের নামের পূর্বে যথাক্রমে ‘জনাব’ এবং ‘ বেগম’ শব্দ দুইটির বর্তমান ব্যবহারও চলতে পারে

না, মহিলা কর্মকর্তাদের “স্যার” ডাকা উচিত নয়। সরকারি চাকরিজীবীদের জন্য “স্যার” ডাকার নিয়ম বাতিল করা হয়েছে. এখন থেকে পুরুষ কর্মকর্তাদের “মিস্টার” এবং মহিলা কর্মকর্তাদের “মিস” বলে সম্বোধন করা উচিত। ভিডিও প্রুফ ২০২৪

সরকারি মহিলা বা বাবুদের স্যার ডাকার আদেশ বা অর্ডার ২০২৫ ।  স্যার সেখানে নিম্নোক্ত তিনটি নির্দেশনা দেওয়া আছে

  • (ক) সরকারি কর্মকর্তাগণের নামে প্রেরিত পত্রাদির শুরুতে পুরুষদের ক্ষেত্রে ‘মহোদয় ‘ এবং মহিলাদের ক্ষেত্রে ‘ মহোদয়া’ লেখা যেতে পারে।
  • (খ) মৌখিক সম্বোধনে পুরুষদের ক্ষেত্রে ‘স্যার’ এবং মহিলাদের ক্ষেত্রে ‘ম্যাডাম’ ব্যবহার করা যেতে পারে।
  • (গ) পুরুষ ও মহিলাদের নামের পূর্বে যথাক্রমে ‘জনাব’ এবং ‘ বেগম’ শব্দ দুইটির বর্তমান ব্যবহারও চলতে পারে।
  • সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জণপ্রশাসন মন্ত্রণালয়) উক্ত সিদ্ধান্ত বলবৎ থাকা অবস্থায় মহিলা কর্মকর্তাদের ‘স্যার’ ডাক প্রাপ্তির প্রত্যাশা অযৌক্তিক।

স্যার বললেই ভাল লাগে আপনার?

হ্যাঁ। সেটি স্যারদের মুখ দেখলেই বোঝা যায়। যেকোনো কর্মকর্তাকে ভাই বা বোন বরে সম্বোধন করাই যায়। এতে আরও আপন হয়ে ওঠা যায়। কর্মকর্তাদের জনগণের কাছের মানুষ হওয়ার মতো মেন্টালিটি গড়তে বলা হয়েছে। SIR বা স্যার শব্দটির উপরোক্ত ব্যাখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বা ভাইরাল হলেও এটি সঠিক ব্যাখ্যা নয়। স্যার শব্দটি একটি ফরমাল সম্মানসূচক এড্রেস যা ইংরেজদের ক্ষেত্রে ব্যবহৃত হত। স্যার হল পুরুষদের জন্য ইংরেজিতে একটি আনুষ্ঠানিক সম্মানসূচক সম্বোধন, উচ্চ মধ্যযুগে Sire থেকে উদ্ভূত। উভয়ই পুরানো ফরাসি “সিউর” থেকে উদ্ভূত, যা ফরাসি-ভাষী নর্মানদের দ্বারা ইংল্যান্ডে আনা হয়েছিল, এবং যা এখন ফরাসি ভাষায় শুধুমাত্র “ম্যান্সিউর” এর অংশ হিসাবে বিদ্যমান, ইংরেজিতে “মাই লর্ড” এর সমতুল্য। Sir is a formal honorific address in English for men, derived from Sire in the High Middle Ages. Both are derived from the old French “Sieur” (Lord), brought to England by the French-speaking Normans, and which now exist in French only as part of “Monsieur”, with the equivalent “My Lord” in English.

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *