চিকিৎসা । আর্থিক সহায়তা

SKH Executive Health Package 2025 । যে কেউ ৬৩০ টাকায় ৭ টি বেসিক পরীক্ষা করাতে পারবেন?

সরকারি কর্মচারী হসপিটাল ফুলবাড়িয়া, ঢাকাতে শুধুমাত্র সরকারি কর্মচারীগণ সেবা নিতে পারবেন এমনটি নয়-বেসরকারি ভাবেও চিকিৎসা নেয়া যায়- হেলথ প্যাকেজগুলো স্বল্পমূল্যে গ্রহণ করা যায় এবং ডাক্তারও দেখানো যায় ফ্রিতে–SKH Executive Health Package 2025

টেস্ট কি ফ্রিতে করানো যায়? হ্যাঁ। সরকারি কর্মচারী ও তাদের পরিবারদের জন্য প্যাথলজিক্যাল টেস্ট এবং ঔষুধপত্র ফ্রি। মাত্র ১০ টাকা দিয়ে টিকিট কাটলেই হসপিটালের সব সেবা গ্রহণ করা যায়। শুধুমাত্র সিটিস্ক্যান এবং এমআরআই করতে ২০০০-৪০০০ টাকা চার্জ দিতে হয়। রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, এক্সরে সহ অন্যান্য সকল সেবা ফ্রিতে পাওয়া যায়। বেসরকারি ব্যক্তিগণও স্বল্পমূল্যে সেবা গ্রহন করতে পারে। ৬৩০ টাকায় হেলথ চেকআপ বেসিক এবং ১২৩০ টাকা এডভান্সড হেলথ চেক আপ করানো যায়। রিপোর্ট প্রাপ্তির জন্য অপেক্ষা করতে হয় না। পরবর্তী কার্য দিবসের মধ্যে অনলাইন হতে রিপোর্ট সংগ্রহ করা যায়।

প্যাথলজিক্যাল রিপোর্ট কি ঐ দিনই দিয়ে দেয়? না। শুধুমাত্র ইসিজি রিপোর্ট ঐ দিনই পাবেন। এক্সেরে রিপোর্ট পরবর্তী দিন সংগ্রহ করতে হয়। অন্যান্য রিপোর্ট অনলাইনে সংগ্রহ করা যায়। ইউরিন কিডনি ও রক্তের অন্যান্য রিপোর্ট অনলাইনে যে কোন সময় সংগ্রহ করতে পারবেন।  প্যাথলজি রিপোর্টের হার্ড কপি দেয়া হয়না।

অনলাইনে রিপোর্ট সংগ্রহের নিয়ম-

  • skh.gov.bd
  • ল্যাবরেটরি রিপোর্ট
  • মোবাইল নম্বর
  • OTP
  • DOWNLOAD

সরকারি কর্মচারী হাসপাতালে কি বেসরকারি লোক চিকিৎসা নিতে পারে? সরকারি কর্মচারী হাসপাতাল মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত।তবে, কিছু ক্ষেত্রে বা নির্দিষ্ট বিভাগে বেসরকারি রোগীরাও সেবা নিতে পারেন। সাধারণত বহির্বিভাগে বেসরকারি রোগীদের দেখার সুযোগ থাকে, যদিও সরকারি কর্মচারীরা অগ্রাধিকার পেয়ে থাকেন। ভর্তি বা অন্যান্য বিশেষায়িত সেবার ক্ষেত্রে বেসরকারি রোগীদের সুযোগ সীমিত থাকতে পারে অথবা ভিন্ন নিয়ম ও ফি প্রযোজ্য হতে পারে।

সরকারি কর্মচারী হাসপাতাল ফুলবাড়িয়া, ঢাকা ১০০০ / স্বল্প খরচে হেলথ প্যাকেজ গ্রহণ করা যায়

সরকারি কর্মচারী হাসপাতালে কিভাবে যাবে? বাসে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে গুলিস্তান বা ফুলবাড়িয়াগামী অনেক বাস সার্ভিস রয়েছে। গুলিস্তান নেমে সেখান থেকে রিকশা বা অল্প হেঁটে হাসপাতালে পৌঁছানো যায়। প্রেস ক্লাব বা সচিবালয়ের আশেপাশে নামে এমন বাসে এসেও সেখান থেকে রিকশা বা হেঁটে যাওয়া সম্ভব।

Caption: SKH Health package bd

বেসরকারি কম্পিপ্রিহেন্সিভ প্যাকেজ ২০২৫ । ১২৩০ টাকা দিয়ে কি কি টেস্ট করানো যায় জেনে নিন

  1. CBC with ESR
  2. FBS
  3. S. Creatinine
  4. SGPT
  5. S. TSH
  6. S. Uric acid
  7. Fasting Lipid Profile
  8. CXR P/A View
  9. ECG
  10. Urine R /M/E
  11. বিঃদ্রঃ প্যাকেজের অন্তর্ভূক্ত যে কোন টেষ্ট প্রয়োজনবোধে আলাদা করে করা যাবে।

সরকারি কর্মচারী হাসপাতাল কাদের জন্য?

সরকারি কর্মচারী হাসপাতালে সরকারি কর্মচারী, তাঁদের পরিবার, বীর মুক্তিযোদ্ধা, এবং প্রতিবন্ধী ব্যক্তিরা চিকিৎসা সেবা পান। সরকারি কর্মচারী হাসপাতালের উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছে। সরকারি কর্মচারীদের মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারি কর্মচারীদের উত্তম, মানসম্মত, এবং দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়।  সরকারি কর্মচারী হাসপাতালের অবস্থান ঢাকার ফুলবাড়িয়ায় অবস্থিত। বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নগর ভবন, পুলিশ সদর দপ্তর, এবং সুপ্রিম কোর্টসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও দপ্তরের কাছে। প্রাক-বাংলাদেশ আমলে রেলওয়ে হাসপাতাল নামে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৭৮ সালে রেলওয়ে হাসপাতালটি সরকারি কর্মচারী হাসপাতালে রূপান্তরিত হয়।

   
   
   

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *