বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

উপ সহকারী প্রকৌশলী বেতন স্কেল ২০২৫ । একজন স্বশাসিত উপ সহকারী প্রকৌশলীর বেতন ভাতা কত?

উপ-সহকারী প্রকৌশলীর বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত হতে পারে। এটি নির্ভর করে পদমর্যাদা ও সংস্থাভুক্তির ওপর–উপ সহকারী প্রকৌশলী বেতন স্কেল ২০২৫

উপসহকারী প্রকৌশলী পদটি কত গ্রেডের? বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে “উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)” পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১০ম গ্রেডে টাকা ১৬০০০-৩৮৬৪০/- বেতনক্রমে মাসিক মূল বেতন ১৬০০০/- (ষোল হাজার) টাকায় সাময়িকভাবে নিয়োগ প্রদান করতঃ সংস্থাধীন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, রাঙ্গাদিয়া, আনোয়ারা, চট্টগ্রাম এ পদায়ন করা হয়েছে। বেশির ভাগ সরকারি প্রতিষ্ঠানেই উপসহকারী প্রকৌশলীর পদটি ১০ম গ্রেডের অর্থাৎ ২য় শ্রেণীর মর্যাদা প্রাপ্ত। কিছু প্রতিষ্ঠানের নন গেজেটেড অর্থাৎ তৃতীয় শ্রেণীর পদ হিসেবে পরিগণিত হয়।

কর্পোরেশনের চাকরি কি যখন খুশি ছাড়া যায়? হ্যাঁ। আপনার আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্রে প্রদত্ত কোন তথ্য যদি ভবিষ্যতে অসত্য/ভুল প্রমাণিত হয় সে ক্ষেত্রে আপনার নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। একই সাথে বিসিআইসি হতে গৃহীত সকল আর্থিক সুবিধাদি ফেরত প্রদান করতে হবে। বিসিআইসি কর্মচারী চাকরি প্রবিধানমালা-১৯৮৮ দ্বারা আপনার চাকরি নিয়ন্ত্রিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে আপনার চাকরির শর্তাবলী বা দায়িত্বের প্রকৃতি পরিবর্তন করতে পারবে।প্রথম নিয়োগপ্রাপ্ত কর্মস্থলে আপনাকে কমপক্ষে ০৩ (তিন) বছর চাকরি করতে হবে। তবে কর্তৃপক্ষ সংস্থার অধীনস্থ যে কোন কারখানা/প্রতিষ্ঠান/প্রকল্পে আপনাকে বদলী করতে পারবে। বিসিআইসি কর্মচারী চাকরি প্রবিধানমালা-১৯৮৮ ও সরকারি ছুটি সংক্রান্ত বিধি অনুযায়ী আপনি ছুটি প্রাপ্য হবেন। বিসিআইসি কর্মচারী সাধারণ ভবিষ্য তহবিল এর নিয়মানুযায়ী আপনি উক্ত তহবিলের সদস্য হতে পারবেন এবং সুবিধাদি ভোগ করতে পারবেন। সংস্থার অথবা এর অধীনস্থ কারখানা/প্রকল্পের ব্যবসা বাণিজ্য/সম্পত্তি/গোপনীয় বিষয়/অন্যান্য বিষয়/গোপনীয় তথ্য, ইত্যাদি ব্যাপারে আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অন্যের কাছে/অন্যান্য সংস্থা/প্রতিষ্ঠানের কাছে আলাপ/ফাঁস করতে পারবেন না। চাকরিতে যোগদানের সময় আপনাকে নিজের জন্য বা পরিবারের অন্য সদস্যের জন্য “যৌতুক দিবেন না এবং যৌতুক নিবেন না” মর্মে অঙ্গীকার নামা প্রদান করতে হবে। চাকরিতে যোগদান কালে আসা যাওয়ার জন্য আপনি কোন টিএ/ডিএ প্রাপ্য হবেন না। যোগদানকালে স্ব-স্ব জেলার সিভিল সার্জনের নিকট হতে ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষার সনদের দুই সেট জমা দিতে হবে।

বেসরকারি প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলীর বেতন কত? স্থানীয় সরকার বিভাগে উপ-সহকারী প্রকৌশলীর বেতন গ্রেড-১০-এর অন্তর্গত। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে উপ-সহকারী প্রকৌশলীর বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১০ম গ্রেডে। গণপূর্ত অধিদপ্তরে উপ-সহকারী প্রকৌশলীর বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৯ম গ্রেডে। সহকারী প্রকৌশলীর বেতন গ্রেড-৯-এর অন্তর্গত হতে পারে। সহকারী প্রকৌশলীর বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা হতে পারে। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে সহকারী প্রকৌশলীর গড় বার্ষিক বেতন ৩২৪,০০০ টাকা।

সংস্থা কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হওয়ার পূর্বে যদি আপনি কর্তব্য-কাজে অনুপস্থিত থাকেন, তবে অনুচ্ছেদ নং-৪ অনুযায়ী আপনার নিকট সংস্থার প্রাপ্য সমুদয় অর্থ দেশে প্রচলিত আইন অনুসারে আদায় করা হবে এবং বিসিআইসি কর্মচারী চাকরি বিধিমালা-১৯৮৮ অনুযায়ী আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করতে কি কি কাগজপত্র লাগে? বিসিআইসি ওয়েবসাইট www.bcic.gov.bd হতে পুলিশ ভেরিফিকেশন ফরম সংগ্রহ পূর্বক যথাযথভাবে পূরণ করে ০৫ (পাঁচ) সেট এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজের মোট ০৪(চার) কপি ছবি যোগদানের সময় দাখিল করতে হবে। পুলিশ ভেরিফিকেশন ফরম এর প্রতি সেটের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদের (ইউনিয়ন/পৌরসভা কর্তৃক প্রদত্ত) ফটোকপি জমা দিতে হবে। ছবিসহ সকল সনদ ও ডকুমেন্ট প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। যথাযথ এজেন্সি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যাচাইক্রমে দাখিলকৃত প্রতিবেদন সন্তোষজনক না হলে অথবা আপনার বিষয়ে বিরূপ মন্তব্য থাকলে অথবা অসত্য তথ্য উপস্থাপিত হলে কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ সাময়িক নিয়োগ বাতিল হবে। ৪। চাকরিতে যোগদানকালে আপনাকে একজন জামানতদারসহ ৩০০/-(তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, আপনি যদি শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল উত্তীর্ণ হওয়ার ০৫ (পাঁচ) বছরের মধ্যে ইস্তফা দেন, তবে সংস্থার নিয়োগ বাবদ ব্যয়িত অর্থ, প্রশিক্ষণকালে আপনাকে প্রদত্ত বেতন-ভাতা, প্রশিক্ষণ উপলক্ষ্যে উত্তোলিত অগ্রিম/ভ্রমণভাতা/অন্যান্য ভাতা ও প্রশিক্ষণের জন্য ব্যয়িত সমুদয় অর্থ সংস্থা কর্তৃপক্ষের নিকট ফেরত দিতে বাধ্য থাকবেন।

Caption: Sub Assistant Engineer Full pdf file Download Link

উপসহকারী প্রকৌশলীর বেতন ভাতাদি ২০২৫ । বেতন ছাড়াও আপনি সরকারি/সংস্থার নিয়মানুযায়ী

  1. মূল বেতন ১৬০০০ টাকা।
  2. বাড়ী ভাড়াভাতা ৪০% উপজেলার ক্ষেত্রে।
  3. চিকিৎসা ভাতা ১৫০০ টাকা।
  4. বোনাস ২টি
  5. আনুষঙ্গিক অন্যান্য সুযোগ- সুবিধা প্রাপ্য হবেন।

গণপূর্তে কি উপ সহকারী প্রকৌশলীর পদ ৯ম গ্রেড?

হ্যাঁ। উপ-সহকারী প্রকৌশলীর বেতন স্কেল জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, নবম গ্রেডে হয়। এই গ্রেডে বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। সরকারি চাকরির কোনও বেতন স্কেলে নতুন কর্মী নিয়োগ করাকে গ্রেড বলা হয়। পদভেদে গ্রেড আলাদা হয়। অনেক সময় সরাসরি নিয়োগ করা হয়, আবার পদোন্নতি পেয়েও কর্মচারীরা নতুন গ্রেড পান। গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ৯ম গ্রেডভূক্ত পদে পদোন্নতি দেওয়া হয়।বিসিআইসিতে সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)। এলজিইডিতে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড-৯) পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাও প্রাপ্ত হউন। কোন পদ কোন গ্রেড ২০২৫ । সরকারি চাকরিতে কোন পদবী গ্রেডে কারা আছেন জেনে নিন

উপসহকারী প্রকৌশলী পদে বেতন
১২৫০০১৬০০০২২০০০
২৭০০০৫০০০০ 
   
উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদগুলি ২য় শ্রেণীতে উন্নীতকরণ।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *