জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

The Contributory Provident Fund Rules, 1979 এর Rule 8 এর 1(b) এবং Rule 11 (2)যথাযথ পরিপালন সংক্রান্ত।

সরকারের পেনশন স্কীমের আওতা বহির্ভূত রাষ্ট্রায়ত্ত/স্বপিছ সংস্তা এবং অধিনস্থ অংগ প্রতিষ্ঠানসমূহের কর্মচারিদের জন্য প্রযোজ্য The Contributory Provident Fund Rules, 1979 এর Rule 8 এর 1(b) এবং Rule 11 (2) এর বিধানসমূহ অভিন্নভাবে প্রতিপালন হচ্ছে না। The Contributory Provident Fund Rules,1979 এর Rule 8 এর 1b) এবং Rule 11(2) অভিন্নভাবে প্রতিপালনের সুবিধার্থে নিন্মরূপ নির্দেশনা জারি করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠান শাখা-৪ 

নং-০৭.০০.০০০০.১২৯.০০.০০৫.১২.১২৩;  তারিখঃ ২৯/১০/২০১৭

পরিপত্র 

বিষয়: The Contributory Provident Fund Rules, 1979 এর Rule 8 এর 1(b) এবং Rule 11 (2)যথাযথ পরিপালন সংক্রান্ত।

সরকারের পেনশন স্কীমের আওতা বহির্ভূত রাষ্ট্রায়ত্ত/স্বপিছ সংস্তা এবং অধিনস্থ অংগ প্রতিষ্ঠানসমূহের কর্মচারিদের জন্য প্রযোজ্য The Contributory Provident Fund Rules, 1979 এর Rule 8 এর 1(b) এবং Rule 11 (2) এর বিধানসমূহ অভিন্নভাবে প্রতিপালন হচ্ছে না। The Contributory Provident Fund Rules,1979 এর Rule 8 এর 1b) এবং Rule 11(2) অভিন্নভাবে প্রতিপালনের সুবিধার্থে নিন্মরূপ নির্দেশনা জারি করা হলঃ 

(ক) Rule ৪ এর 1(b) অনুযায়ী বর্ণিত তহবিলে মাসিক কর্তনের পরিমাণচাদা দাতার মূল বেতনের ৮- % এর কম হবে না। ভগ্নাংশ পরিহার করে মাসিক কর্তনের পরিমাণ চাঁদা দাতার মূল বেতনের সর্বোচ্চ ১০% (দশ শতাংশ) নির্ধারণ করা হল। 

(খ) মাসিক কর্তনের পরিমাণ সর্বোচ্চ ১০% হলেও Rule 11(2) অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের Contribution চাঁদা দাতার মূল বেতনের ৮-% এর সমান হবে।। 

২। উপরােক্ত নির্দেশনাসমূহ অনুসরণের লক্ষ্যে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হল।

(মােহাম্মদ আবু ফারুক)

যুগ্ন সচিব 

অর্থ বিভাগ

The Contributory Provident Fund Rules, 1979 এর Rule 8 এর 1(b) এবং Rule 11 (2)যথাযথ পরিপালন সংক্রান্ত: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *