বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদিসার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

মিশনে কর্মরতরা ১৩ মাসের মাসের বেতন পাবেন বছরে ।

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে কর্মরত স্থানীয়ভিত্তিক কর্মচারীদের ১২ মাসের বেতনের অতিরিক্ত আরো ০১ মাসের বেতনের সমপরিমাণ ভাতা প্রদান করা হইবে।

সারসংক্ষেপ:

  • যে সকল দেশে স্থানীয় শ্রম আইনে উৎসব ভাতা প্রদানের বিধান আছে সে সকল দেশে এ প্রনোদনা ভাতা উৎসব ভাতা হিসাবে পাবেন।
  • ন্যূনতম ১২ মাস চকরি করা কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।

অর্থ মন্ত্রণালয়ের ১১-১২-২০১৮ খ্রি: তারিখের ০৭.১৫২.০২৯.০০.০০০(ভ্রমণনীতি-১).২০০৮-১৭১ নম্বর বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে কর্মরত স্থানীয়ভিত্তিক কর্মচারীদের ১২ মাসের বেতনের অতিরিক্ত আরো এক মাসের বেতনের সমপরিমাণ ভাতা প্রদানের কথা বলা হয়েছে।

বাংলাদেশ মিশনসমূহে কর্মরত স্থানীয়ভিত্তিক কর্মচারীদেরকে প্রনোদনা (Incentive) হিসেবে বাৎসরিক ১২ মাসের বেতনের অতিরিক্ত এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ নিম্নোক্ত শর্তে প্রদানের কথা বলা হয়েছে।

ক. যে সকল দেশে স্থানীয় শ্রম আইনে উৎসব ভাতা প্রদানের বিধান আছে সে সকল দেশে এ প্রনোদনা ভাতা উৎসব ভাতা হিসেবে প্রযোজ্য হবে।

খ. ন্যূনতম ১২ (বার) মাস চাকরি করা কর্মচারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

গ. প্রনোদনা ভাতাকে দেশের মধ্যে নজির হিসেবে ব্যবহার করা যাবে না;

ঘ. এ আদেশ ০১ জানুয়ারি ২০১৮ তারিখ থেকে কার্যকর হবে।

আদেশটিতে স্বাক্ষর করেছেন উপ সচিব শেখ মোমেনা মনি।

মিশনে কর্মরতরা ১৩ মাসের মাসের বেতন পাবেন বছরে এ সংক্রান্ত আদেশের JPG কপি সংগ্রহ করতে পারেন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *