সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থা/রাষ্ট্রয়াত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের অফিস সময়ের অতিরিক্ত বা ছুটির দিনে ৩ ঘন্টার কাজের জন্য দৈনিক ১৫ টাকা এবং ৩ ঘন্টার বেশি কাজের জন্য দৈনিক ২০ টাকা টিফিন ভাতা নির্ধারিত রয়েছে।
- যারা অতিরিক্ত কাজের জন্য কোন ভাতাই পান না।
- তারা অন্তত টিফিন ভাতাটা গ্রহণ করতে পারেন।
- এটা ৮ টাকা থেকে বাড়িয়ে ১৫ বা ২০ টাকা করা হয়েছে।
অফিস সময়ের অতিরিক্ত কাজের জন্য অধিকাল বরাদ্দ না থাকলে টিফিন ভাতা নিতে পারেন বিস্তারিত জানতে আদেশ দেখুন: ডাউনলোড
আরও দেখুন:
- অতিরিক্ত দায়িত্বভার ভাতা /চলতি দায়িত্ব পালনের জন্য কার্যভার ভাতা প্রদান।
- অধিকাল ভাতা কি? কোন গ্রেডের কর্মচারীরা পায়।
- Excel শীটে করে ফেলুন আপনার অধিকাল ভাতার হিসাব।
- মাসিক ২৫০ ঘন্টা পর্যন্ত অধিকাল ভাতা প্রাপ্য হবেন একজন ড্রাইভার।
- স্বাভাবিক কর্মঘন্টার অতিরিক্ত কাজের জন্য অধিকাল ভাতা প্রাপ্য হবেন।
- সরকারি কর্মচারীদের সাপ্তাহিক কর্মঘন্টা ৪০ ঘন্টা নির্ধারিত।
- মাসিক সর্বোচ্চ ৯০ ঘন্টা অধিকাল ভাতা পাবেন ডেসপাস রাইডার।
- অফিস সময়ের অতিরিক্ত কাজের জন্য অধিকাল বরাদ্দ না থাকলে টিফিন ভাতা নিতে পারেন।