আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫৬ ধারা অনুযায়ী Advertisement Making, Digital Marketing, Advertisement Broadcasting, Arbitration Settlement Fee or Compensation 47: Priority Pass 779 পরিশােধযােগ্য অর্থের বিপরীতে করহার বাবদ ১৫ থেকে ৩০% পর্যন্ত কর কর্তন করতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বাের্ড [কর নীতি উইং]।
সেগুনবাগিচা, ঢাকা
পত্র নম্বর-০৮.০১.০০০০.০৩৩.২২.০০৩.২০২০.১৬৯ তারিখ: ০১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
বিষয়: আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫৬ ধারা অনুযায়ী অনিবাসী ব্যক্তি/প্রতিষ্ঠানের আয় হতে কর কর্তন।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের পত্র নং এফইপিডি (রেমিপলিসি-২)/3/20২২-৫৫, তারিখ ০৪.০১.২০২২
সূত্রোক্ত পত্রের বিষয়ে আদিষ্ট হয়ে নিম্নরূপ স্পষ্টিকরণ করা যাচ্ছে
প্রশ্ন- ১: অনিবাসী কোন ব্যক্তির অনুকূলে ইনভয়েসমূল্য রেমিট করার ক্ষেত্রে ৫৬ ধারায় কর কর্তন পূর্বক অবশিষ্ট অর্থ প্রেরণ করতে হবে কিনা?
উত্তর: আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৫৬ প্রযােজ্য হয় এমন সকল ক্ষেত্রে যে পরিমাণ অর্থ রেমিট করা হচ্ছে তা থেকে প্রযােজ্য হারে কর কর্তন পূর্বক অবশিষ্ট অর্থ রেমিট করতে হবে।
উদাহরণ: ধরা যাক, কোন ব্যক্তি অনিবাসী কোন ব্যক্তির অনুকূলে Consultancy Service বাবদ ইনভয়েসমূল্য ১০০ টাকা রেমিট করবেন। সেক্ষেত্রে তিনি আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ৫৬ অনুযায়ী ২০ টাকা কর কর্তন ও সরকারি কোষাগারে জমা পূর্বক ইনভয়েসমূল্যের অবশিষ্ট ৮০ টাকা রেমিট করতে পারবেন।
প্রশ্ন- ২: অনিবাসী কোন ব্যক্তির অনুকূলে ইনভয়েসমূল্য সম্পূর্ণরূপে রেমিট করার ক্ষেত্রে ৫৬ ধারা অনুসারে কী পরিমাণ কর কর্তন ও জমা করতে হবে?
উত্তর: আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৫৬ প্রযােজ্য হয় এমন সকল ক্ষেত্রে অনিবাসী ব্যক্তির অনুকূলে রেমিটকৃত অর্থের বিপরীতে নিম্নোক্ত সূত্র মােতাবেক কর কর্তন পূর্বক তা সরকারি কোষাগারে জমা করতে হবে।
সূত্র: ধারা ৫৬ অনুযায়ী কর্তিত ও জমাকৃত করের পরিমাণ = প্রযােজ্য করহার x রেমিটকৃত অর্থের পরিমাণ/১০০ – প্রযােজ্য করহার।
উদাহরণ: ধরা যাক, কোন ব্যক্তি কর্তৃক অনিবাসী কোন ব্যক্তির অনুকূলে Consultancy Service বাবদ রেমিটকৃত অর্থের পরিমাণ ১০০ টাকা। এক্ষেত্রে ৫৬ ধারায় কর্তিত ও জমাকৃত করের পরিমাণ উপরিউক্ত সূত্র অনুযায়ী নিম্নরূপে নির্ধারিত হবে।
অর্থাৎ রেমিটকৃত অর্থ যদি ১০০ টাকা হয় এক্ষেত্রে ৫৬ ধারায় কর্তিত ও জমাকৃত করের পরিমাণ হবে (২০ x ১০০)/ (১০০-২০) টাকা বা ২৫ টাকা।
প্রশ্ন- ৩: ধারা ৫৬ অনুসারে কর্তিত এবং জমাকৃত কর প্রেরকের অনুকূলে জমা করা যাবে কিনা?
উত্তর: আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৫৬ অনুযায়ী কর্তিত বা সংগৃহীত কর প্ররকের অনুকূলে জমা করা যাবে না। এ ধারায় কর্তিত বা সংগৃহীত কর প্রেরকের অনুকূলে জমা করা হলে রেমিটকৃত অর্থ হতে আদৌ কোন কর কর্তন করা হয়নি মর্মে গণ্য হবে।
প্রশ্ন-৪: Advertisement Making, Digital Marketing, Advertisement Broadcasting, Arbitration Settlement Fee or Compensation 47: Priority Pass 779 পরিশােধযােগ্য অর্থের বিপরীতে করহার কী হবে এবং কোন ধরনের পরিশােধ কোন ক্যাটাগরিতে পড়বে?
উত্তর: ধারা ৫৬ অনুযায়ী Advertisement Making, Digital Marketing, Advertisement Broadcasting, Arbitration Settlement Fee or Compensation 47: Priority Pass বাবদ পরিশােধযােগ্য অর্থের বিপরীতে নিম্নোক্ত ছক মােতাবেক কর কর্তন করতে হবে।
প্রশ্ন- ৫: সেবা সংঘটনের স্থান, সময় ও সেবাগ্রহীতা বিবেচনায় ভিন্ন ভিন্ন করহারের সুযােগ রয়েছে কি না?
উত্তর: দ্বৈত করারােপণ পরিহার চুক্তি বা অন্যকোনভাবে সেবা সংঘটনের স্থান, সময় ও সেবাগ্রহীতা বিবেচনায় ভিন্ন ভিন্ন করহারের সুযােগ থাকলে সে মর্মে আবশ্যিকভাবে জাতীয় রাজস্ব বাের্ডের প্রত্যয়ন থাকতে হবে।
প্রশ্ন- ৬: ৫৬ ধারায় কর কর্তন ও জমাদানের ক্ষেত্রে খেলাপী কর উদ্ধারের বা আদায়ের সময়সীমা কতদিন?
উত্তর: যেকোন বছরের উৎসে কর কর্তন ও জমাদানের ক্ষেত্রে কোন প্রকারের অনিয়ম পরিলক্ষিত হলে তা যেকোন সময় উদ্ধার বা আদায় করা যাবে। এক্ষেত্রে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৫৭ মােতাবেক খেলাপী অংকের উপর মাসিক ২% (দুই শতাংশ) সরলহারে অতিরিক্ত পরিশােধ প্রযােজ্য হবে।
এ. কে. এম. রমিজুল ইসলাম
উপ মহাব্যবস্থাপক বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ রেমিট্যান্স নীতি শাখা-২ বাংলাদেশ ব্যাংক, মতিঝিল
(বাপন চন্দ্র দাস) দ্বিতীয় সচিব (কর-১১)
করনীতি শাখা
জাতীয় রাজস্ব বাের্ড
অনিবাসী ব্যক্তি/প্রতিষ্ঠানের আয় হতে কর কর্তন ২০২২ : ডাউনলোড