জাতীয় বেতন বিন্যাসের ২১টি স্তরকে ৭টি বৃহৎ গ্রুপে বিভক্ত করিয়া আবাসিক ভবনসমূহের জন্য নির্ধারিত পরিমান স্থীরকরণ। প্রথম ও দ্বিতীয় গ্রেড-১৮০০ বর্গফুট প্রাপ্য হইবে। বিংশ হইতে একবিংশ গ্রেড-৫০০ বর্গফুট পাবেন।
অফিস ও আবাসিক কক্ষ প্রাপ্যতা
অফিসের ক্ষেত্রে: প্রথম ও দ্বিতীয় গ্রেড-২৩৫ বর্গফুট (টয়লেটসহ স্বতন্ত্র কক্ষ সরাসরি দর্শন প্রার্থীদের বসিবার জন্য ১০০ বর্গফুট বিশিষ্ট কক্ষের ব্যবস্থাও করা যাইতে পারে। দ্বাদশ হইতে এক বিংশ-৬০ বর্গফুট-যৌথভাবে বন্টিত হইবে।
সরকারি কর্মচারীদের গ্রেড ভিত্তিক অফিস কক্ষের আয়তন নির্ধারণ সংক্রান্ত আদেশ দেখে নিতে পারেন: ডাউনলোড