ধরা যাক, জনাব এডাম শৌর্য আর কামা অবসরপ্রাপ্ত পেনশনভোগী করদাতা। তাঁর গৃহ সম্পত্তি খাত, পেনশন, ব্যাংক সুদ ও সঞ্চয়পত্রের সুদ আয় রয়েছে। ২০২১-২২ কর বছরে উক্ত খাতসমূহে আয়ের পরিমাণ নিম্নরূপ:
আয়ের খাত | পরিমাণ |
ক) গৃহ সম্পত্তি খাতে আয় | ৫,০০,০০০ |
খ) ব্যাংক সুদ আয় | ১,০০,০০০ |
নিয়মিত উৎসের আয় | ৬,০০,০০০ |
গ) সঞ্চয়পত্রের সুদ খাতে আয় (৮২সি ধারায়) | ৫০,০০০ |
(সঞ্চয়পত্রের সুদ হতে ১০% হারে উৎসে কর কর্তনের পরিমাণ ৫,০০০ টাকা) | |
ঘ) পেনশন হতে বার্ষিক প্রাপ্তি (কর অব্যাহতি প্রাপ্ত আয়) | ১,৮০,০০০ |
মোট আয় | ৮,৩০,০০০ |
মোট করযোগ্য আয় | ৬,৫০,০০০ |
জনাব এডামের রেয়াত পাওয়ার যোগ্য খাতে মোট বিনিয়োগের পরিমাণ ছিল নিম্নরূপ:
ক্রম | বিনিয়োগের খাত | পরিমাণ |
১ | নতুন সঞ্চয়পত্র ক্রয় | ১,০০,০০০ |
২ | জীবন বীমার কিস্তি প্রদান | ৫০,০০০ |
মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ, দান ইত্যাদি | ১,৫০,০০০ |
কর দাতার রেয়াত পূর্ববর্তী করদায় হবে নিম্নরূপ:
মোট আয় | করের পরিমাণ |
সঞ্চয়পত্রের সুদ বাদে নিয়মিত উৎসের আয় ৬,০০,০০০ টাকার এর উপর প্রযোজ্য আয়কর | – |
প্রথম ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর | শুন্য |
পরবর্তী ১,০০,০০০ টাকার উপর ৫% | ৫,০০০/- |
অবশিষ্ট ২,০০,০০০ টাকার উপর ১০% | ২০,০০০/- |
সঞ্চয়পত্রের সুদ আয়ের জন্য প্রদেয় কর: | |
সঞ্চয়পত্রের সুদ আয় ৫০,০০০ টাকার উপর কর্তিত কর | ৫,০০০/- |
রেয়াত পূর্ববর্তী করদায় | ৩০,০০০/- |
জনাব এডামের তথ্য অনুযায়ী রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক (Eligible Amount) হবে:
(ক) | মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ, দান ইত্যাদি | ১,৫০,০০০/- | |
(খ) | সঞ্চয়পত্রের সুদ ৮২ সি ধারার আয় হওয়ায় উক্ত আয় বিনিয়োগ রেয়াতের অনুমোদনযোগ্য সর্বোচ্চ সীমা নির্ধারণ পর্যায়ে বিবেচিত হবেনা। তাই অনুমোদনযোগ্য অংক বিবেচনার জন্য উক্ত আয় ব্যতীত মোট আয় দাড়ায় (৬,৫০,০০০-৫০,০০০) = ৬,০০,০০০ টাকা যার উপর ২৫% হারে | ১,৫০,০০০/- | |
গ) | ১,০০,০০,০০০/- | ||
অনুমোদনযোগ্য অংক (Eligible Amount) [ক বা খ বা গ , এ তিনটির মধ্যে যেটি কম | ১,৫০,০০০/- |
কর দাতার কর রেয়াতের পরিমাণ হবে:
করদাতার মোট আয় ১৫ লক্ষ টাকার অধিক না হওয়ায় কর রেয়াতের পরিমাণ হবে অনুমোদনযোগ্য অংক (Eligible Amount) ১,৫০,০০০ টাকার ১৫% অর্থাৎ ২২,৫০০ টাকা।
নীট প্রদেয় কর:
নীট প্রদেয় করের পরিমাণ (৩০,০০০-২২,৫০০) = ৭,৫০০/-
বাদ উৎসে কর্তিত করের পরিমাণ ৫,০০০/-
অবশিষ্ট প্রদেয় করের পরিমাণ হবে ২,৫০০/-
এক্ষেত্রে ন্যূনতম করহার প্রযোজ্য হবে না। কেননা করদাতার উৎসে ৫,০০০ টাকার পরিশোধিত কর রয়েছে।
উপরোক্ত হিসাব হতে এটিই প্রতীয়মান হয় যে, উক্ত করদাতাকে কোন কর বর্তমানে পরিশোধ করতে হবে না কারণ তিনি ইতোমধ্যে সঞ্চয়পত্রের মুনাফা হতে ৫০০০ টাকা পরিশোধ করেছেন।