একজন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক এর আয়কর পরিগণনা।

জনাব রজিন বাবু মাহি একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। ৩০ জুন ২০২১ খ্রিষ্টাব্দ তারিখে সমাপ্ত আয় বছরের হিসাব বিবরণীতে তিনি আয়ের নিম্নরূপ তথ্য প্রদান করেন:

বিক্রয় ১,২০,০০,০০০/-
প্রস মুনাফা ১৮,০০,০০০/-
লাভ ক্ষতি হিসাবের বিভিন্ন খাতে খরচ দাবী ১০,০০,০০০/-
নীট মুনাফা ৮,০০,০০০/-

এ বছরে তিনি ৩০,০০০ টাকা অগ্রিম আয়কর পরিশোধ করেছেন এবং ১,২০,০০০ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেছেন। ৩০ জুন ২০২১ তারিখে করদাতার বয়স ছিল ৬৬ বছর ২ মাস। ২০২১-২০২২ কর বছরে করদাতার ৮,০০,০০০ টাকা মোট আয়ের উপর প্রদেয় করের পরিমাণ নিম্নরূপে পরিগণনা করা হল:

করদায় পরিগণনা

ক) প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর শুন্য*
খ) পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ৫% হারে ৫০০০/-
গ) পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১০% হারে ৩০,০০০/-
ঘ) অবশিষ্ট ৫০,০০০ টাকার উপর ১৫% হারে ৭,৫০০০/-
মোট আয়ের উপর আয়কর ৪২,৫০০/-
*করদাতার বয়স ৬৫ বছরের উর্ধ্বে বলে করমুক্ত আয়ের সীমা ৩,৫০,০০০ টাকা।
কর রেয়াত
বিনিয়োগ ১,২০,০০০/-
সঞ্চয়পত্র ক্রয় ১,২০,০০০/-

রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক (Eligible Amount)

ক) মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ ১,২০,০০০/-
খ) মোট আয় ৮,০০,০০০ টাকার ২৫% ২,০০,০০০/-
গ) ১,০০,০০০/-
অনুমোদনযোগ্য অংক (Eligible Amount) [ক বা খ বা গ এ তিনটির মধ্যে যেটি কম] ১,২০,০০০/-

কর রেয়াতের পরিমাণ:

অনুমোদনযোগ্য অংকের ১৫% অর্থাৎ (১,২০,০০০*১৫%) = ১৮,০০০/-

প্রদেয় কর

মোট আয়ের উপর আয়কর ৪২,৫০০/-
(-) কর রেয়াত ১৮,০০০/-
প্রদেয় কর ২৪,৫০০/-
বাদ অগ্রিম আয়কর পরিশোধ ৩০,০০০/-
নীট প্রদেয় কর: ফেরতযোগ্য বা পরবর্তীতে সমন্বয়যোগ্য কর (৫,৫০০/-)

একজন ডিপার্টমেন্টার স্টোর মালিক উপরোক্ত তথ্যের ভিত্তিতে খুব সহজেই আয়কর পরিগণনা করে রিটার্ণ দাখিল করতে পারেন।

একজন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক এর আয়কর পরিগণনা: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2986 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *