সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

অর্থবছর অতিক্রান্ত হওয়ার সাথে সাথে বকেয়া বিল তামাদি হয়ে যায়।

সরকারি অফিসে প্রতিটি অর্থ বছরের ব্যয় উক্ত অর্থ বছরের বাজেট হতে ব্যয় প্রযোজ্য হইবে। এক্ষেত্রে এক অর্থ বছরের ব্যয় অন্য অর্থ বছর হতে মেটানো যাবে না।উদাহরণস্বরুপ কোন কোন অফিস হতে ২০১৯-২০২০ অর্থ বছরে বিল দাবী করে মঞ্জুরীর ক্ষেত্রে ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট হতে আর্থিক মঞ্জুরী দেয়া হয়েছে। জিএফএর ৫৮ এ উল্লেখিত “সুনির্দিষ্ট ভাবে নবায়ন করা না হলে কোন নতুন ব্যয়ের জন্য প্রদত্ত মঞ্জুরী বৎসব অতিক্রান্ত হওয়ার সাথে সাথে তামাদি হয়ে যাবে”। এক্ষেত্রে সুনির্দিষ্ট আইন প্রযোজ্য হইবে। 

নির্দিষ্টকরণ আইন, ১৯৯৪
( ১৯৯৪ সনের ১২ নং আইন )

[ ১ জুলাই, ১৯৯৪ ]

১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷

যেহেতু ১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয় ;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সংক্ষিপ্ত শিরোনামা১৷

এই আইন নির্দিষ্টকরণ আইন, ১৯৯৪ নামে অভিহিত হইবে৷ ১৯৯৪-৯৫ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৮৭৯৩,৮৯,০৫,০০০ টাকা উত্তোলন২৷ এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৫ এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে আটাশ হাজার সাতশত তিরানব্বই কোটি ঊননব্বই লক্ষ পাঁচ হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷

নির্দিষ্টকরণ৩৷

এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে বর্ণিত কার্যাদির জন্য নির্দিষ্ট করা হইবে৷

নির্দিষ্টকরণ আইন, ২০১১(২০১১ সনের ১৩ নং আইন) : ডাউনলোড 

এক্ষেত্রে এক অর্থ বছরের বকেয়া বিল পরবর্তী অর্থ বছরের বাজেট হতে ব্যয় করতে হলে সুনির্দিষ্ট আদেশ জারি করতে হবে। এবং খাত ও কোড সহ উল্লেখ করতে হবে যে, উক্ত কোড হতে বকেয়া বিল পরিশোধ করা যাবে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

One thought on “অর্থবছর অতিক্রান্ত হওয়ার সাথে সাথে বকেয়া বিল তামাদি হয়ে যায়।

  • আমার সপ্ন পূরন করতে হবে এটাই ছিলো আমার সপ্ন সত্যি করতে যা কিছু জানতে ইচ্ছে ছিল আমি একজন ছোট খসটো বাবস্যায়ী আমাকে আর্শীবাদ করবেন যেন ভগবান শ্রীকৃষ্ণ আমার সপ্ন পূরন করে আমি বড় হতে চাই প্লিজ দয়া করে আমাকে সাহায্য করুণ ইতিহাস গরতে চাই +৮৮০১৭১২৩৭৯২১৯ আমি একজন ছোট জুয়লাসের মালিক স্বর্নকার যে কোন ডিজাইন মতো করতে পারবো এবং রুপার অলংকার প্রস্তুত করতে পারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *