সরকারি চাকরিরত অবস্থায় মারা গেলে পঙ্গু হলে বা চাকরি করতে অক্ষম হলে ৬ মাসের অধিক হলে পূর্ণ বছর ধরা হয়–সরকারি চাকরিকাল প্রমার্জন বিধান

ভগ্নাংশ বছর কি পূর্ণ বছর ধরা হবে?– হ্যাঁ। বর্তমানে পেনশনযোগ্য চাকরিকাল ৫ (পাঁচ) বৎসর পূর্ণ হইলে পেনশন প্রাপ্তির অধিকার জন্মায়। বৎসরের ভগ্নাংশ পেনশন গণনায় ধরা হয় না। তবে পেনশনযোগ্য চাকরিকাল পাঁচ বৎসর পূর্ণ হওয়ার পর অতিরিক্ত একটি বৎসর পূর্ণ হইতে কোন ঘাটতি থাকিলে সে ঘাটতি সর্বোচ্চ ৬ (ছয়) মাস পর্যন্ত প্রমার্জিত হিসাবে গণ্য হয়। এই প্রসংগে অর্থ বিভাগের স্মারক নং F/IU-18/68-1, তারিখ: ২৭ ডিসেম্বর, ১৯৬৯ অনুযায়ী ৫ (পাঁচ) বৎসরের অধিক পেনশনযোগ্য চাকরির ক্ষেত্রে ৬ (ছয়) মাস পর্যন্ত ঘাটতিকাল প্রমার্জিত বলিয়া গণ্য হইবে। তবে গণকর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এর ৯ ধারার (১) উপধারার অধীনে স্বেচ্ছায় অবসরগ্রহণের ক্ষেত্রে এই প্রমার্জনের সুবিধা প্রাপ্য নয়।

উদাহরন দিতে পারবেন? হ্যাঁ। কোন কর্মচারীর পেনশনযোগ্য চাকরিকাল ২৪ বৎসর ৬ মাস হইলে অবশিষ্ট ৬ মাস প্রমার্জিত হিসাবে গণ্য হইয়া তাঁহার পেনশনযোগ্য চাকরিকাল ২৫ বৎসর। কোন কর্মচারী পেনশনযোগ্য চাকরিকাল ৫ মাস ২৯ দিন হইলে অবশিষ্ট ৬ মাস ১ দিন প্রমার্জনের কোন সুযোগ নাই। এইক্ষেত্রে পেনশনের জন্য তাহার চাকরিকাল ২৪ বৎসর গণনা করিতে হইবে। অর্থাৎ ২৪ বৎসর চাকরির মেয়াদের ভিত্তিতেই পেনশন টেবিলে বর্ণিত হারে পেনশন প্রদেয় হইবে।

অক্ষমতাজনিত পেনশন? জি, আপনি যদি শারিরিকভাবে চাকরি করতে অক্ষম হয়ে পড়েন এবং ডাক্তারী বোর্ড যদি মনে করেন আপনি আর চাকরি করতে সক্ষম নন তবেই আপনি নিচের টেবিল অনুসারে পেনশন পাবেন। যদি আপনি ১৪ বছর চাকরি করার পর অক্ষম হয়ে পড়েন তবে আপনি মূল বেতনের ৫১% পেনশন হিসেবে পাবেন। যেমন আপনার মূল বেতন যদি ২০,০০০ টাকা হয়। তবে মূল বেতনের ২০০০০*৫১% = ১০,২০০ টাকার এর ৫০% = ৫১০০ টাকা মাসিক পেনশন এবং ৫১০০*২৩০ = ১১,৭৩,০০০ টাকা আনুতোষিক হিসেবে প্রাপ্য হবেন।

সরকারি চাকরিতে বয়স পূর্ণ না করে মারা গেলে বা অক্ষম হলে পূর্ণ বছর ধরার বিধান / ৬ মাসের কম হলে মাস বাতিল হবে

অর্থ বিভাগের স্মারক নং F/IU-18/68-1, তারিখ: ২৭ ডিসেম্বর, ১৯৬৯ অনুযায়ী ৫ (পাঁচ) বৎসরের অধিক পেনশনযোগ্য চাকরির ক্ষেত্রে ৬ (ছয়) মাস পর্যন্ত ঘাটতিকাল প্রমার্জিত বলিয়া গণ্য হইবে। তবে গণকর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এর ৯ ধারার (১) উপধারার অধীনে স্বেচ্ছায় অবসরগ্রহণের ক্ষেত্রে এই প্রমার্জনের সুবিধা প্রাপ্য নয়।

Caption: Full age calculation

পেনশনযোগ্য চাকরিকাল ২০২৪ । পুনঃনির্ধারিত পেনশনের পরিমাণ দেখুন

  • ৫ বছর ২১%
  • ৬ বছর ২৪%
  • ৭ বছর ২৭%
  • ৮ বছর ৩০%
  • ৯ বছর ৩৩%
  • ১০ বছর ৩৬%
  • ১১ বছর ৩৯%
  • ১২ বছর ৪৩%
  • ১৩ বছর ৪৭%
  • ১৪ বছর ৫১%
  • ১৫ বছর ৫৪%
  • ১৬ বছর ৫৭%
  • ১৭ বছর ৬৩%
  • ১৮ বছর ৬৫%
  • ১৯ বছর ৬৯ %
  • ২০ বৎসর ৭২%
  • ২১ বছর ৭৫%

টেবিল অনুসারে পারিবারিক পেনশন কিভাবে পায়?

পারিবারিক পেনশন হচ্ছে আপনার মৃত্যুর পর পরিবারে যে হারে পেনশন প্রাপ্য হবেন বা আপনি মস্তিষ্ক বিকৃত হলে পরিবার আপনার পক্ষে যে পেনশন তুলবেন। যদি আপনার ১০ বছর পর মৃত্যু হয় তবে আপনার পরিবার মূল বেতনের ৩৬% হারে পেনশন ও আনুতোষিক পাবেন। যেমন যদি আপনার মূল বেতন ১২০০০ টাকা হয় তবে আপনার পেনশন ১২০০০*৩৬% = ২১৬০ টাকা যা মাসিক পেনশন হিসাবে পাবে আপনার পরিবার। সর্বনিম্ন পেনশন ৩০০০ টাকা তাই ২১৬০ টাকা নয় ৩০০০ টাকা মাসিক পেনশন হিসেবে পাবেন এবং ২১৬০ টাকার বিপরীতে ২৩০ টাকা প্রতি ১ টাকার জন্য ২১৬০*২৬০ = ৫,৬১,৬০০ টাকা আনুতোষিক হিসেবে প্রাপ্য হবেন। আনুতোষিক রেট ২৩০ টাকার পরিবর্তে ২৬০ টাকা প্রযোজ্য হইবে।

https://bdservicerules.info/%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%AB/

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2997 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *