সাধারণত দৈনিক ভাতা নির্ধারণে শ্রেণী নির্ণয় করে ভাতা প্রদানের ক্ষেত্রে যাত্রার সময় ১/২ বা অর্ধাংশ এবং আগমনের সময় ১/২ বা অর্ধাংশ ডিএ প্রদান করা হয়। এ বিধানটি যে আদেশ বলে অনুসৃত হয়।
TA DA একটি সংক্ষিপ্ত রূপে বলতে হলো “Travel Allowance and Daily Allowance”। এটি কোন কাজের জন্য সরকারী কর্মচারীদের বেতন সংক্রান্ত একটি ফরম বা বিল। এই ফরম বা বিল এর মাধ্যমে কর্মচারীদের ভ্রমণের সময় যে যে খরচ দরকার হবে তা সংশোধন করা হয় এবং তার বিল তৈরি করা হয়।
এই বিলে অন্যান্য বিষয়গুলোর মধ্যে যেমন- যাতায়াত ভাতা, খাদ্য ভাতা, হোটেল বিল ইত্যাদি থাকতে পারে। এই ভাতা ও খরচ কর্মচারীর সরকার দিয়ে থাকে এবং তাদের কাজের ভিত্তিতে হিসাবে প্রদান করা হয়। এই বিল এর মাধ্যমে কর্মচারীদের ভ্রমণ সম্পর্কিত খরচ সঠিকভাবে হিসাবে রাখা হয় এবং সরকারী কর্মচারীদের কর্তব্যপরিপালনের জন্য সহায়তা করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়
সচিবালয় ভবন, তৃতীয় ফেজ
সেগুন বাগিচা, ঢাকা-১০০০
নং-সিজিএ/প্রসি/১৭২ (খন্ড-২) ভ্রমণ/৪৫৩ তারিখ: ৩০/০৬/৯৯ ইং
বরাবর
প্রধান হিসাব রক্ষণ অফিসার
বেসামরিক সচিবালয়, সেগুন বাগিচা, ঢাকা।
বিষয়: জনাব জগন্নাথ দে, সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিমান ভাতার সহিত ২০% আনুষাঙ্গিক ব্যয়সহ আগমন ও পরবর্তী দিন প্রস্থানের জন্য ১/২+১/২ হারে দৈনিক ভাতা প্রদান প্রসঙ্গে।
সূত্র: স্মারক নং-সিএও/বেস/ঘো-১/৪৯২৭ তারিখ: ২০/০৬/৯৯ ইং
১।উপরোক্ত বিষয়ে ও সূত্রস্থ স্মারকের প্রতি দৃষ্টি আকর্ষন করা যাইতেছে।
২। উক্ত বিষয়ে B.S.R Part II এর ৭৭ ধারার Explanation অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হইয়া পরামর্শ প্রদান করা হইল।
(মোঃ সাহাদ চৌধুরী)
অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক
বিস্তারিত জানতে বিএসআর দেখুন: ডাউনলোড