জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

জুলাই মাসের মূল বেতন অনুসারে জিপিএফ কর্তনের নির্দেশনা

সরকারি কর্মচারীদের মূল বেতনের সর্বোচ্চ ২৫% পর্যন্ত জিপিএফ চাঁদা হিসেবে কর্তন করা যায়। যেহেতু বিনিয়োগ হার অনেক বেশি তাই অনেকেই সর্বোচ্চ কর্তন করতে ইচ্ছুক। চলতি ২০২২-২৩ অর্থ বছরেও জুলাই মাসে জিপিএফ হ্রাস বৃদ্ধি করা যাবে। সমস্যা নিরসনে জুন মাসের বেতন (যা জুলাই মাসে প্রদেয়) এর ভিত্তিতে ৫% ও ২৫%সিলিং ঠিক রেখে জিপিএফ কর্তন এবং জুলাই মাসের ইনক্রিমেন্ট পাওয়ার পর বর্ণিত ইনক্রিমেন্টের ভিত্তিতে উক্ত বছরের অবশিষ্ট ১১ মাসের জন্য ৫% ও ২৫% এর সিলিং ঠিক রাখা যেতে পারে এ মর্মে সিজিএ কার্যালয় যে মতামত ব্যক্ত করেছে তার সাথে অর্থ বিভাগ একমত। জিপিএফ চাঁদার পরিমান/হার পরিবর্তনের সময়কাল ২০২২

গনপ্রজাতন্তী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-১অধিশাখা।

www.mof.gov.bd

স্মারক নং: ০৭.০০.০০০০.১৭১.২২.০০১.১৪-৫০ তারিখঃ ২২জুলাই ২০২০ খ্রিস্টাব্দ

বিষয়ঃ সাধারন ভবিষ্য তহবিল বিধিমালা,১৯৭১ অনুসারে চাঁদার হার নির্ধারণ প্রসঙ্গে ।

সূত্র হিসাব মহানিয়ন্ত্রকের কারযালায়ের স্মারক নং ,০৭,০৩,০০০০,০১০, ১১,৮৬৭,২০১৯,১৬২,তারিখ ২১-০৭-২০১৯ খ্রি। উপযুক্ত বিষয় ও সুত্রের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের নিম্নরুপ মতামত নির্দেশক্রমে জানানো হল:

উপরোক্ত সমস্যা নিরসনে জুন মাসের বেতন (যা জুলাই মাসে প্রদেয়) এর ভিত্তিতে ৫% ও ২৫%সিলিং ঠিক রেখে জিপিএফ কর্তন এবং জুলাই মাসের ইনক্রিমেন্ট পাওয়ার পর বর্ণিত ইনক্রিমেন্টের ভিত্তিতে উক্ত বছরের অবশিষ্ট ১১ মাসের জন্য ৫% ও ২৫% এর সিলিং ঠিক রাখা যেতে পারে এ মর্মে সিজিএ কার্যালয় যে মতামত ব্যক্ত করেছে তার সাথে অর্থ বিভাগ একমত।

 ডঃ মো: নজরুল ইসলাম

যুগ্ন সচিব

ফোন: ৯৫৪০১৮১

ইনক্রিমেন্টসহ জুলাই মাসের মূল বেতন অনুসারে জিপিএফ কর্তনের অনুমতি: ডাউনলোড Try Another Link: ডাউনলোড

ইতোমধ্যে জিপিএফ কারেশনে গিয়ে জুলাই মাসের বেসিক অনুসারে জিপিএফ সংশোধন করে কেউ কেউ বেতন বিল সাবমিট করেছেন। iBAS++ এ জিপিএফ হ্রাস-বৃদ্ধির জন্য GPF Correction অপশন চালু!

এ বিষয়টি অনেকেই হতাশ ছিলেন ৷ নিরাশ হওয়ার কিছুই নাই ৷ যারা ইতোমধ্যে জিপিএফ কর্তন বৃদ্ধি ছাড়া বিল সাবমিট দিয়েছেন তারা চাইলে DDO কর্তৃক বিল SEND BACK করে জিপিএফ কর্তন বৃদ্ধি সহ পুনরায় বিল সাবমিট করতে পারবেন ৷ যদি DDO বিলটি FORWARD করে দেয় তাহলে সংশ্লিষ্ট হিসাব রক্ষন অফিসের মাধ্যমে বিলটি বাতিল করে পুনরায় দাখিল করতে পারবেন ৷

প্রশ্নোত্তর:

প্রশ্ন: উপরের আদেশ কি এ বছরও বলবৎ রয়েছে?

উত্তর: জি। এ বছরও জুলাই মাসে হ্রাস বৃদ্ধি করতে পারবেন। প্রমানক দেখুন

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পোস্টের নিচে কমেন্টে করুন অথবা alaminmia.tangail@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “জুলাই মাসের মূল বেতন অনুসারে জিপিএফ কর্তনের নির্দেশনা

  • Mostofa Khairul Abrar

    অনুগ্রহ করে কর্মকর্তা কর্মচারি (মাধ্যমিমক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) নিয়োগবিধিমালা ১৯৯১ এর গেজেটটি সংগ্রহ করে দিয়ে বাধিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *